অজুর ফরজ ,গোসলের ফরজ, তায়াম্মুমে ফরজ
অজুতে ৪ ফরজঃ
১ ।সমস্ত মুখ ধোয়া। ২। দোন হাতের কনুইসহ ধোয়া। ৩। মাথা মাসেহ করা। ৪। দোন পায়ের টাখনুসহ ধৈায়া।
গোসলের ৩ ফরজঃ
১। কুলি করা। ২। নাকে পানি দেওয়া। ৩। সমস্ত শরীর ধৌত করা।
অজু ভঙ্গের কারণ ৭টিঃ
১। পায়খানা-পেশাবের রাস্তা দিয়া কোন কিছু বাহির হওয়া।
২। মুখ ভরিয়া বমি হওয়া। ৩। শরীরের কোন জায়গা হইতে রক্ত, পুঁজ, পানি বাহির হইয়া গড়াইয়া পড়া।৪। থুতুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হওয়া। ৫। চিত বা কাত হইয়া হেলান দিয়া ঘুম যাওয়া।
৬। পাগল, মাতাল ও অচেতন হইলে । ৭।নামাযে উচ্চ স্বরে হাসিলে।
তায়াম্মুমে ৩ ফরজঃ
১। নিয়ত করা। ২। সমস্ত মুখ একবার মাসেহ করা।
৩। দোন হাতের কনুই সহ একবার মাসেহ করা।