আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আপনারা কেমন আছেন? আমি আলহামদুল্লিহ্ ভাল আছি।
আজ আপনাদের সাথে আলাপ করব কিভাবে আপনি আপনার ওয়েব সাইটে বা ব্লগে গুগোল ওয়েবমাস্টার টুলস্ এ সাবমিট করবেন। তাহলে চলোন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। SEO এর জন্য Google Webmaster Tool একটি অনেক বড় বিষয়।
তাই Google Webmaster Tool এ যে কোন সাইট কে খুব সর্তকতার সাথে Submit করতে হবে।
আপনার সাইট টি যখন রেজি হবে তখন আপনার প্রথম কাজ হবে সাইট এর জন্য একটি সাইট ম্যাপ তৈরি করা এবং তা সাবমিট করা। সাইটম্যাপ একটি ব্লগ বা ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওয়েবমাস্টার টুলস।
আপনার সাইটের আপডেট সংবাদ গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন মারফত পাঠকের কাছে পৌছাতে সাইটম্যাপের প্রয়োজনীয়তা অনেক।আপনি যখন আপনার ব্লগ বা ওয়েবসাইটের আপডেট প্রকাশ করবেন তখন সার্চ ইঞ্জিন সাথে সাথে সাইটম্যাপ এর মাধ্যমে আপনার আপডেট সংক্রান্ত তথ্য জানতে পারবে।
Google Webmaster Tool এ লগিং করুন। নিচের ছবির মতো Add Site এ ক্লিক করুন।
এখন দেখবেন নিচের মতো একটি উইনডো আসবে যে খানে আপনার ব্লগ সাইট বা ওয়েব সাইট এর Address টি লিখুন এবং continue এ ক্লিক করুন।
এরপর Google Webmaster Tool এর ড্যাস বোর্ড নিচের ছটির মতো আসবে এখানে সাইট ম্যাপ (Sitemap) ক্লিক করতে হবে এবং সাইট ম্যাপ(Sitemap) Submit করতে হবে। নিচের ছবি গুলো লক্ষ করুন।
ফাকা বক্সে “sitemap.xml” বসাতে হবে। ইচ্ছা করলে আপনি সাইট ম্যাপ (Sitemap) Submit টি টেষ্ট করতে পারেন।
ব্যস হয়ে গেল আপনার সাইট ম্যাপ (Sitemap) Submit এর পালা।
আপনি Google Webmaster Tool বিভিন্ন ট্যাব গুরে দেখেন আশা করি বুঝতে পারবেন না হলে না বুঝতে
পারলে প্রশ্ন করেন আশা করি উত্তর পাবেন।