আজকের পোষ্টটি ইউটিউবারদের জন্য বেশ কাজে আসবে। নতুন ইউটিউবারদের জন্য কিছু অভিজ্ঞতা ও টিপস।
আমার এই ছোট্ট অভিজ্ঞতা থেকে নতুনদের জন্য কিছু টিপস্।
১. সার্চাবল কন্টেন্ট নিয়ে কাজ করা।
২. কিওয়ার্ড রিচার্জ ( ভাল সার্চ ভলিয়মের)
৩. নিজের টপিকে কাজ করা অন্যদের কম্পিটিটর মনে করে তাদের থেকে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা। মনে রাখতে হবে কন্টেন্ট ইজ কিং।
৪. রেগুলার ভিডিও আপলোড।
৫. ট্যাগ এবং ডেসক্রিপশনের দিকে বিশেষ গুরুত্ব দেওয়া।
৬. একটা ক্যাটাগরি নিয়ে কাজ করা।
৭. মাথানষ্ট থাম্বালাইন। যাতে কানে ধরে পাবলিকে ভিডিওর ভিতরে নিয়ে যায়।
৮. থাম্বালাইন দেখে ভিডিওতে ক্লিক করার পর পাবলিক যাতে হতাস না হয় সে দিকে নজর রাখা।
৯. সুসিয়াল শেয়ার।
১০. টাকার পেছনে না ঘুরে মানুষকে কিছু দেওয়ার চিন্তা করুন।
একজন ইউটিউবার এক জন ক্রিয়েটর, ডিরেক্টর, এক্টর, এডিটর এবং টেকনিক্যাল মানুষ। তাকে মাল্টি টেলেন্ডটেট হতে হয়। সর্চাবল কন্টেন্ট নিয়ে কাজ করলে ভাল Seo জানতে হবে। আপনাদের সারা পেলে এখানে Seo নিয়ে লিখব। শুরু করার সময় মানুষ নানান কথা বলবে। চোখ বুঝে এগিয়ে জান তারা একদিন হিংসা করবে। আমি ভাল ঘুছিয়ে লিখতে পারিনা। আমার গল্পটা বলার ইচ্ছা ছিল কিন্তু অলসতার জন্য হল না। কারো কোন সাহায্য লাগলে কমেন্ট করবেন।
( আমার চ্যানের সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। এখানে অনেকে যারা যারা চিনে ফেলবে। অর্জন নিয়ে ডোল পেটানোর অভ্যাস আমার নাই) ধন্যবাদ সবাইকে।
@C