প্রতিদিন ১ থেকে ৫ ডলার আয় করুন larvabux থেকে
প্রতিদিন ১ থেকে ৫ ডলার আয় করুন, কোন ইনভেস্ট লাগবে না, কোন এক্টিভেশ্অন চার্জ লাগবে না, কোন রেফারেল লাগবে না ।। আর এই কাজটি করতে ব্যয় হবে মাত্র ১ এমবি থেকেও কম।।
আপনারা অনেকেই বিভিন্ন অনলাইন সাইটে কাজ করে থাকেন যেখানে অনেক ঝামেলা থাকে, যেমন কোন সাইটে ২০ থেকে ৩০ ডলার
এক্টিভেশন চার্জ আবার কোন সাইটে নির্দিষ্ট পরিমাণ রেফারেল অথবা নির্দিষ্ট পরিমান ব্যালেন্স ছাড়া উইথড্র করা যায় না
যা নতুন ফ্রীল্যান্সারদেরকে কাজ করতে নিরুতসাহিত করে।
আমি ব্যক্তিগতভাবে এসব সাইট আর পছন্দ করি না।
যা লাগবে
১। স্মার্ট মোবাইল বা পিসি।
২। ইন্টারনেট সংযোগ।
৩। মোবাইল হলে ক্রোম ব্রাঊজার হলে ভাল হয়।
এবার মূলকাজ শুরু করা যাক
প্রথমে এই লিঙ্ক থেকে নিচের মত পেইজটি উপেন করুন।
এবার Register এ ক্লিক করুন। তারপর নিচের মত পেইজটি ওপেন করুন এবং নির্দেশনা অনুযায়ী সব কিছু পূরণ করে Complete Register এ ক্লিক করুন ব্যস কাজ শেষ।
এবার লগিন করে নিচের মত পেইজটিতে EARN MONEY তে ক্লিক করে View ads এ ক্লিক ক্রুন। তারপর প্রতিটি এডস এর উপরে ক্লিক করলে দেখবেন নতুন একটি উইন্ডো ওপেন হয়ে Advertise validate লেখা উঠবে আর ইন্সট্যান্টলি আপনার প্রাপ্য ডলার একাউন্টে জমা হয়ে যাবে।
ধন্যবাদ সবাইকে।
Copy Post…..