ব্লগার সাইট এর জন্য নিয়ে নেন Automatic Internal link
আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন । আমিও ভালো আছি ।
আজকে কি নিয়ে পোষ্ট করতেছি তা হয়ত শিরোনাম দেখেই বুজতে পারতেছেন । বেশি কথা বারাবো না মুল কথাই চলে যাই ।
Internal link কী?
উত্তর: Internal link হলো আপনার সাইট এর লিংক Internal link করে আপনি আপনার নতুন পোষ্ট এ এড এর মতন করে দিতে পারবেন ।
আপনি যদি একজন ব্লগার হন তাহলে আপনার অনেক সাহায্য হবে আপনার ওয়েসাইটের ভিজিটর দের ধরে রাখতে সাহায্য করবে।ধরুন কেউ আপনার ব্লগে আসলো কোন পোস্ট পড়ার জন্য।এখন আপনার ব্লগে এই রিলেটেড আরও পোস্ট রয়েছে টা আপনি তাকে কিভাবে বুঝাবেন। আমি আজকে যেই ট্রিক টি শিখাব সেই ট্রিকটি এপ্লাই করলে আপনার একটি পোস্টে যদি কোন ভিজিটর আসে সেই পোস্টে অন্য এই কেটাগরির পোস্টের টাইটেল সেই পোস্টে যুক্ত করে দিবে। এবং সেই পোষ্টটির টাইটেল ইন্টারেস্টিং হলে সেই পষ্টটিও আপনার সেই ভিজিটর পরবে।এই ট্রিকটি একবার এপ্লাই করলে সকল পোস্টে যুক্ত হয় যাবে
এখান থেকে এখনি করে নেন
[maxbutton id=”3″ url=”https://drive.google.com/file/d/1kwJu7ShsoxvYd4I720Y3-e3avj65aMBC/view?usp=sharing” ]
বি:দ্র: এই কোড গুলা সম্পূর্ন আমি ডিজাইন করেছি
আজ এই পর্যন্তই
write by : kawsar hossain raj