সম্প্রতি গুগল কতৃক নিষিদ্ধ করা ৩৬টি ক্ষতিকর অ্যাপ থেকে সাবধান থাকুন। (35 beauty camera apps banned by Google) এই অ্যাপ গুলো ব্যবহারকারীর তথ্য চুরি করাসহ আরো বিভিন্ন ক্ষতি সাধনের জন্যে তৈরি বলে অভিযোগ তুলেছে বিশেষজ্ঞরা।
সুন্দর ছবি তোলার জন্য অনলাইনে টিপস বা সহায়তা পেতে অনেকেই গুগল প্লে স্টোর থেকে নানা ধরনের বিউটি অ্যাপ পর ব্যবহার করে থাকেন। কিন্তু এমন সব অ্যাপ নিরাপদ নয়। অনেক অ্যাপ আপনার তথ্য হাতিয়ে নেয়। আবার অনেক ক্ষেত্রে বাজে লিঙ্কে নিয়ে যায়।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ডিজিটাল ইনফরমেশন ওয়াল্র্ড তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, এসব অ্যাপ একবার করার পর অনেক সময় আইকোন হাইড হয়ে যায়। ফলে চাইলেও সেটি সহজে আনইনস্টল করা যায় না।
সম্প্রতি গুগল ৩৮টি অ্যাপ তাদের প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে। এর মধ্যে ৩৫টি বিউটি অ্যাপ। সংশ্লিষ্টরা বলছেন, যদি কারো মোবাইল ফোনে এসব অ্যাপ থাকে তাহলে দ্রুত আনইনস্টল করে ফেলা উচিত।
App গুলো আপনার ফোনে আছে কিনা নিচের থেকে জেনে নিন।
যদি আপনার ফোনে এইগুলোর মধ্য থেকে কোন অ্যাপ থেকে থাকে দ্রুত আনইন্সটল করে ফেলুন।
গুগলের ডিটিল করা ৩৫টি অ্যাপ হচ্ছে;
- বিউটি ক্যামেরা সেলফি।
- বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর প্রো।
- গ্রাস বিউটি ক্যামেরা।
- এলি বিউটি ক্যামেরা।
- ফ্লাওয়ার বিউটি ক্যামেরা।
- বেস্ট সেলফি বিউটি ক্যামেরা।
- অরেঞ্জ ক্যামেরা।
- সানি বিউটি ক্যামেরা।
- ইয়োরকো ক্যামেরা।
- সলু ক্যামেরা।
- বিউটি কোলাজ লাইট।
- বিউটি অ্যান্ড ফিল্টার ক্যামেরা।
- ফটো কোলাজা অ্যান্ড বিউটি অ্যাপ।
- গ্যাটি বিউটি ক্যামেরা।
- প্যান্ড সেলফি বিউটি ক্যামেরা।
- কার্টুন ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা।
- বেনবু সেলফি বিউটি ক্যামেরা।
- পিনাট সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর।
- মুড ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা।
- রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা।
- সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর।
- ফগ সেলফি বিউটি ক্যামেরা।
- ফার্স্ট সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফটো এডিটর।
- ভানু সেলফি বিউটি ক্যামেরা।
- সান প্রো বিউটি ক্যামেরা।
- ফানি সুইট বিউটি ক্যামেরা।
- লিটল বি বিউটি ক্যামেরা।
- ল্যান্ডি সেলফি বিউটি ক্যামেরা।
- নাট সেলফি ক্যামেরা।
- রোজ ফটো এডিটর অ্যান্ড সেলফি বিউটি ক্যামেরা।
- আর্ট বিউটি ক্যামেরা-২০১৯।
- এলিগ্যান্ট বিউটি ক্যাম-২০১৯।
- সেলফি বিউটি ক্যামেরা অ্যান্ড ফানি ফিল্টারস।
- সেলফি বিউটি ক্যামেরা প্রো।
- প্রো সেলফি বিউটি ক্যামেরা।
Share the post "গুগল কর্তৃক নিষিদ্ধ ৩৫ টি বিউটি ক্যামেরা অ্যাপ"