ফাইভারে ৫০০০+ অর্ডার কমপ্লিট করলাম, আলহামদুলিল্লাহ্, দীর্ঘ ৮ বছরের ফাইভার ক্যারিয়ারে ৫০০০+ অর্ডার কমপ্লিট হলো। এটা আমার জন্য বেশ বড় একটা মাইল ফলক। গ্রুপ থেকে বিভিন্ন সময় হেল্প পেয়েছি শুরু থেকেই।
তার থেকেও বড় কথা হচ্ছে, বিভিন্ন জনের কাছে থেকে বিভিন্ন রকমের অভিজ্ঞতা নিয়ে নিজেকে গড়ে তুলতে এই কমিউনিটির অবদান অনেক। আপনি যত বেশি মানুষের সাথে মিশবেন, তত বেশি শিখবেন। আর সেইদিক বিবেচনায় “ফাইভার বাংলাদেশ” গ্রুপের মতো একটা কমিউনিটি যে কতটা গুরুত্বপূর্ণ, সেটা হয়তো এমন কমিউনিটি না থাকলে আমরা উপলব্ধি করতে পারতাম। কারন, আমরা যেটা পেয়ে যাই, সেটার কদর বুঝি না।
যাই হোক, গ্রুপের প্রতিদান দেওয়া সম্ভব না, কিন্তু অনেক আগে থেকেই নিজের অভিজ্ঞতা টুকটাক লেখার মাধ্যমে শেয়ার করে যাচ্ছি এবং মানুষের পোস্টে কমেন্ট করেও হেল্প করার চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারাই গ্রুপ থেকে বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, চেষ্টা করবেন আপনার কাজের এবং ক্যারিয়ারের অভিজ্ঞতাগুলো শেয়ার করার। এতে হয়তো অনেকেই উপকৃত হবে, আপনার কাছে থেকে।
অভিজ্ঞতা থেকে একটু পরামর্শ দেই। আমার এত বছরের ফাইভার ক্যারিয়ারে আমি সব সময় প্রাধান্য দিয়েছি সর্বোচ্চ কাজের কোয়ালিটি, বায়ারের স্যাটিসফেকশন এবং কাজের ডেলিভারি সময়ের প্রতি। আমি সব সময় চেষ্টা করি, সময়ের আগে কাজ ডেলিভার করতে। কাজের কোয়ালিটির বিষয়ে কোনোরকম কনসিডার করিনা এবং কাজ বায়ারের পছন্দমতন না হলে, তোয়াক্কা করিনা যে, কতগুলো রিভিশন লাগলো কিংবা কতটা কাজ করা লাগলো। শুধুমাত্র ফোকাস করি যে, কাজটা সুন্দরভাবে শেষ করতে হবে। কখনো এটা চিন্তা করিনি যে, এই কাজে ১০ ডলার পাইছি, কিন্তু কাজের কষ্টটা বেশি হয়ে গেছে। বরং এটা চিন্তা করেছি যে, কাজটা শেষ হলে বায়ার খুশি থাকলে একটা অর্ডার সুন্দরভাবে শেষ হবে, বায়ার একটা ভালো রিভিউ দিবে এবং আমার গিগটা র্যাংক করবে, যা কিনা নতুন কাজ পেতে সহায়তা করবে। কাজের মধ্যে ডলারকে নয়, নতুন কাজকে খুঁজেছি। কারন, আমার বিশ্বাস ছিলো সার্ভিস ভালো দিলে, বেশি বেশি কাজ পাওয়ার সুযোগ তৈরী হবে এবং ইনকাম এমনিতেই ভালো হবে।
অনেকবার, মাঝে মধ্যেই এমন এমন বায়ারের কাজ করতে হইছে যে, মনে মনে ইচ্ছা হইছে সামনে পাইলে ঠাটাইয়া চড় মারি। কিন্তু ভাই টেম্পার হারিয়ে ফেললে কাজ হবে না, বায়ারের সাথে ধৈর্য্য, ধৈর্য্য এবং ধৈর্য্য এর কোনো বিকল্প নাই। আমি দেখেছি যে, আমাদের দেশের সেলাররা বায়ারের প্রতি ধৈর্য্য হারিয়ে গালি-গালাজ করেছে এবং ব্যান খেয়েছে। যদি খুব বেশি সমস্যা হয়, তাহলে অর্ডার ক্যানসেল করে দিন। বায়ারের টাকা ফেরত দিলে বায়ারের সাথে আপনার আর কোনো ঝামেলাই থাকবে না। কিন্তু আপনি জোড় করে কাজটা ধরে রাখতে চাইলে কিংবা বায়ারের সাথে খারাপ ব্যবহার করলে আপনার প্রোফাইলের ১২টা বাজবে। মনে রাখবেন আপনার প্রোফাইল, আপনার ক্যারিয়ার।
আর একটা বিষয়, আমি কিন্তু সেই শুরু থেকেই, মানে ২০১৪ থেকে একটি মাত্র ফাইভার একাউন্ট ব্যবহার করে আসছি। সুতরাং, যারা একাধিক একাউন্ট ব্যবহার করে কুটি কুটি ডলার কামাবেন ভাবছেন তারা একাধিক একাউন্টের পেছনে নিজের মেধা খরচ না করে, নিজের স্কিলের পেছনে মেধা এবং সময় খরচ করেন, আশা করি ভালো করবেন।
সবাই দেখলাম খুব আগ্রহী, আমি কি কাজ করতেছি, সেটা জানার জন্য। আমি, টিম নিয়ে একাধিক সার্ভিস দিচ্ছি। যেমনঃ লোগো ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আমাজন বই পাবলিশিং, ইত্যাদি।
আমার জন্য দোয়া করবেন। সবার প্রতি শুভ কামনা রইলো।