PTC সাইট সম্পর্কে
বর্তমান সময়ে ইন্টারনেট ইউজ করেন, অথচ PTC সাইট গুলো সম্পর্কে জানেন না – এমন লোকের সংখ্যা খুব কমই আছে। এই সাইট গুলো মূলত ক্লিকের মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে।
কিন্তু কেন ? আপনাকে ক্লিকের বিনিময়ে টাকা দিবে কেন ? এতে সাইটগুলোরই বা কি লাভ ?
ধরুন, আপনি একটি নতুন TV Channel খুললেন। এখন Banglalink এর মতো মোবাইল অপারেটর কম্পানী তাদের বিজ্ঞাপনের জন্য দুটি TV Channel সিলেক্ট করল, তার মধ্যে আপনার এই নতুন TV Channel টি একটি এবং অন্যটি হলো ATN.
এখন আপনি কি মনে করছেন ? বিজ্ঞাপনের জন্য Banglalink আপনাকে ATN এর চেয়ে বেশি টাকা দিবে ! উত্তরটি অতি সাধারণ, “না” ।
কারণ আপনার TV Channel টির জনপ্রিয়তা এখন পর্যন্ত কম। অর্থাৎ আপনার TV Channel এর ভিজিটর কম।
PTC সাইট গুলো মূলত এই সব TV Channel এর মতো। এই সব PTC সাইট গুলো মূলত নির্দিষ্ট সংখ্যক বি
জ্ঞাপন দেখাবার জন্য, বিজ্ঞাপন দাতা কম্পানী গুলো থেকে টাকা পেয়ে থাকে এবং যেহেতু এই PTC সাইটটির আপনি একজন
নিয়মিত ভিজিটর, এ জন্যই সাইটি আপনাকে প্রত্যেক বিজ্ঞাপনের জন্য সামান্য অংকের কিছু টাকা পরিশোধ করে থাকে।
এই সব PTC সাইটগুলো আপনাকে টাকা দিবে শুধু ভিজিটর বাড়াবার জন্য। এক কথাই এই সব PTC সাইটগুলোর অর্থ উপার্জনের মূল উৎস হলো এদের ভিজিটর।
PTC সাইটগুলো সম্পর্কে আমাদের অনেকের ভূল ধারণা রয়েছে। আমরা অনেকেই চিন্তা করি এই সব সাইট ফালতু।
অনেকেই বলে থাকেন এই সব সাইট গুলো ফেক। আবার অনেকেই বলছেন, আমি PTC সাইটগুলোতে কাজ করেছি কিন্তু সাইটগুলো
টাকা তোলার সময় একাউন্ট Blocked করে দেয়। আমি বলব দোষ কম্পানীর নয়, দোষ আপনার।
আপনি সাইটটির নিয়ম ভঙ্গ করেছেন এই জন্য আপনার একাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
আপনাদের জন্য বলছি :
আপনারা যারা PTC সাইটগুলোতে নতুন Join করতে চাচ্ছেন, তাদের জন্য বলি- কিছু জিনিষের দিকে খেয়াল রেখে কাজ করুন।
১) PTC সাইট গুলোতে কাজ করতে মূলত যে জিনিষটি বেশি প্রয়োজন তা হলো “ধর্য্য”। ধর্য্য না থাকলে আপনি এখানে কাজ করতে পারবেন না।
২) প্রতিদিনই আপনাকে সাইটিতে ভিজিট করতে হবে এবং নির্দিষ্ট কাজ শেষ করতে হবে।
৩) একই IP address থেকে একই PTC সাইটে একাধিক একাউন্ট খুলবেন না।