হিসাববিজ্ঞান ক্লাস গল্পে গল্পে, ৯ম-১২তম শ্রেণির হিসাববিজ্ঞান
হিসাববিজ্ঞান নিয়ে জানার ক্ষেত্রে প্রথম যে প্রশ্নটি আসে , তা হচ্ছে হিসাববিজ্ঞান কি ।
সহজ কথায় হিসাববিজ্ঞান হচ্ছে হিসাব বা গণনা করার একটি পদ্ধতি । অন্যভাবে বলা যায় হিসাববিজ্ঞান হচ্ছে ব্যবসায়ের যাবতীয়
হিসাব রাখার একটি পদ্ধতি । ধরুন , আপনার একটি ব্যবসায় প্রতিষ্ঠান আছে । হতে পারে সেটা একটা মুদির দোকান ।
আপনি আপনার দোকানের থেকে প্রতিদিন কত টাকার পন্য বিক্রি করছেন , কত টাকার পন্য কিনছেন , কাকে কত টাকা
ধার দিচ্ছেন , কার কাছে আপনার কত টাকা পাওনা রয়েছে ইত্যাদি আপনার হিসাবে রাখা দরকার । সেই সাথে আপনার দোকানের কত
লাভ বা ক্ষতি হচ্ছে তাও আপনি জানতে চান । সুতরাং, এসব ক্ষেত্রে আপনি যদি হিসাববিজ্ঞানের সহায়তা নেন
তাহলে আপনি এসব হিসাব যেমন খুব সহজে রাখতে পারবেন তেমনি ভবিষ্যতে আপনি আপনার দোকানের কোন আগের কোন তথ্য
জানতে চাইলে তা আপনার পক্ষে জানা খুব সহজ হবে ।
আশা করি আপনি হিসাববিজ্ঞান কি তা কিছুটা হলেও বুঝতে পেরেছেন ।
এবার একটু জেনে নিন হিসাববিজ্ঞানের উৎপত্তি ।
১৪৯৪ সালে ইতালির লুকা প্যাসিওলি তাঁর সুম্মা ডি এরিথমেটিকা জিওমেট্রিকা প্রপোরশনিয়েট প্রপোরশনালিটা নামক বইতে
প্রথম হিসাববিজ্ঞান সম্পর্কে আলোচনা করেন । সেখানে দু’তরফা দাখিলা পদ্ধতি নামে একটি হিসাব পদ্ধতির ব্যাখ্যা দেন
যা আজকের হিসাববিজ্ঞান পদ্ধতির ভিত্তি বলে বিবেচিত । পরবর্তী পর্বে আমরা এই দু’তরফা দাখিলা পদ্ধতি নিয়ে আলোচনা করব ।