নারীদের সৌন্দর্যের একটি অনুষঙ্গ হিজাব। পোশাক, শাড়ির সাথে মানিয়ে হিজাব ওড়না কেনা হয়।
আজকাল বিয়ের অনুষ্ঠানেও পরা হয় হিজাব। যারা হিজাব পরেন তারা সবাই ইনার ক্যাপের সাথে পরিচিত।
এই গরমে ইনার ক্যাপসহ হিজাব পরাটা বেশ কষ্টকর। ইনার ক্যাপ ছাড়াও সুন্দরভাবে হিজাব পরা সম্ভব যেখানে আরামের সাথে স্টাইলও থাকবে অটুট। আরাম এবং স্টাইল দুইকে মাথায় রেখে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম গরমে দারুণ সহজ তিনটি হিজাব স্টাইল নিয়ে।
যা যা লাগবে: ➡ ➡ ➡
হিজাব স্কার্ফ
হিজাব পিন
সেফটিপিন
যেভাবে পরবেন:
প্রথম স্টাইল:
১। প্রথমে হিজাব ওড়নাটি মাথা পরে নিন। মাথার এককোনায় ভাঁজ করে একটি ছোট পিন দিয়ে লাগিয়ে রাখুন।
২। এবার থুতনির নিচে ওড়নার দুটো অংশ সেফটিপিন দিয়ে লাগিয়ে নিন।
৩। ওড়না ডানদিকের অংশ বাম দিকে দিয়ে মাথার উপরে নিয়ে আসুন। নিজের পছন্দমতো ভাঁজ করে নিন।
৪। আর বাকী অংশটি বুকের উপর ঝুলিয়ে নিতে পারেন। অথবা সামনে গলার কাছ দিয়ে নিয়ে এসে পিছনে আটকে দিতে পারেন।
দ্বিতীয় স্টাইল:
১। প্রথমে হিজাব ওড়না গলার কাছে সেফটিপিন দিয়ে লাগিয়ে নিন।
২। এবার পিছন থেকে একটি ভাঁজ করে সামনের দিকে নিয়ে এসে পিন দিয়ে লাগান।
৩। এবার ডানদিকের ওড়না ঘুরিয়ে পিছন দিক দিয়ে বামপাশে নিয়ে আসুন।
৪। পিছন দিক দিয়ে মাথার উপরে স্কার্ফ তিনকোনা ভাঁজ করে পিন দিয়ে আটকিয়ে দিন। আরেকটি পিন দিয়ে পাশের স্কার্ফ আটকিয়ে নিন।
তৃতীয় স্টাইল:
১। প্রথমে হিজাব ওড়নার এককোনা দিয়ে মাথাটি ক্যাপের মতো করে পেছনে বেঁধে ফেলুন।
২। এবার বাকী ওড়নাটা ঘুরিয়ে মাথার পিছনে নিয়ে আসুন।
৩। মাথার পিছন দিক থেকে ওড়না কয়েকটি ভাঁজ করে সামনের দিকে পিন দিয়ে লাগান।
সালোয়ার কামিজ, টপস সবকিছুর সাথে দারুন মানিয়ে যাবে এই হিজাব স্টাইলগুলো।