বর্তমান সারা বিশ্বজুড়ে android phone ব্যবহারকারী ব্যবহার করছেন Play Store এর বিভিন্ন app। প্রতিনিয়ত এসব app devaloper রা তৈরি করছেন বিভিন্ন কয়ালিটির app.
তারা Play Store এসব app uplod করে কিভাবে আয় করেন বা তারা কি আদো এসকল app থেকে কোন বেনিফিট পিন কি না,তা নিয়ে অনেকের কৌতুহল রয়েছে । বার অনেকেই জানতে চান কিভাবে Play Store app আপলোড করে এবং সেই app থেকে earing আসে ৷ হ্যাঁ বন্ধুরা আজকে আমি এবিষয়ে নিয়ে আলোচনা করব ৷
এমন ও অনেকে আছে যারা ভাবে যে , Play Store এ app ছাড়লে যত downlod হবে তার উপর google টাকা দেবে ৷ কিন্তু আসলে বাস্তব এ এরকম না ৷ ৷ আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব যে , Play Store থেকে কিভাবে আপনি আয় করবেন বা করে ৷
আপনি Play Store থেকে দুই ভাবে আয় করতে পারবেন !
1.ফ্রি app মনেটাইজেশন
ব্যবহারকারীরা সবসময় free app পছন্দ করে। তাই play store তাদের free app দিয়ে তা মনেটাইজেশন করার সুযোগ দিয়েছে in app biling এর মাধ্যমে।
ক) App Durable একবার কিনলে ওই ফিচার ব্যবহারকারীর কাছে সবসময় থাকবে। যেমন- app এর কোনো এডিশনাল ফিচার।
খ) Consumable – কোনো app এর কোনো item কেনার পর প্রোগ্রেসিভলি ব্যবহার করা যাবে অথবা তা এক্সপায়ার হয়ে যাবে নির্দিষ্ট সময় পর। যেমন- কিনে নেওয়া কোনো গেম buster।
প্রিমিয়াম app বা paid app
এ পদ্ধতিতে একজন ডেভেলপার ব্যবহারকারীর কাছে সম্পূর্ণ app টি বিক্রি করতে পারবেন। app downlod এর সময় user কে নির্দিষ্ট পরিমান $ডলার পে করতে হবে। র থাকছে ইন অ্যাপ বিলিং- যার মাধ্যমে app এর মধ্যে ফিচার, কনটেন্ট বিক্রি করার বিশেষ সুবিধা থাকবে।
app সাবস্ক্রিপশন
app সাবস্ক্রিপশন একটি পদ্ধতি যার সাহায্যে app ডেভেলপারের জন্য earing এর একটি সুযোগ তৈরি হয়। সাবস্ক্রিপশন ব্যাপারটা অনেকটা উপরে বর্ণিত digital ফিচার বা content বিক্রির মতো।
app ডেভেলপার যদি app এ সাবস্ক্রিপশন ফিচার সেট করে , তাহলে payment ও chakout এর মতো বিষয়গুলো google হ্যান্ডেল করে ৷
Google Admob এর মাধ্যমে app তৈরি করে আয় ৷
google এর আরেকটি সেবা হচ্ছে admob । এ ক্ষেত্রে app ফ্রি হলেও এর মধ্যে admob ঐর বিভিন্ন সাইজের বিজ্ঞাপন থাকে।
ব্যবহারকারীরা এসব app দেখলে কিংবা ক্লিক করলে সেটির ভিত্তিতে admob app ডেভেলপারকে পে করে থাকে। মাসে $100 ডলারের উপর আয় করলে google adsense থেকে পরের মাসে adsene এ পাঠিয়ে দেয়।
এখান থেকে admob এবংং adsense a to z জেনে নিন !
01788716433
app – ই-কমার্স
এ সেবা শুধু US ডেভেলপারদের জন্য। তাই এবিষয়ে আর বললাম না ৷
2 Comments
ছিপাতলী জামেয়া গাউছিয়া মঈনিয়া কামিল মাদ্রাসা
আমি আমার মাদ্রাসার নাম দিয়ে একটা এপস তৈরি করতে চাই
Alesk
জ্বী করতে পারবেন, আমদের সাথে যোগাযোগ করুণ: 01748188268