অভ্র কীবোর্ড খুবই ভালো একটি সফটওয়্যার । বাংলা লেখার আরেকটি সফটওয়্যার নাম বিজয় ।
সাধারনত নতুন কম্পিউটার ব্যবহারকারীরা তারা বুঝে উঠতে পারেন না যে কিভাবে সহজে কম্পিউটারে বাংলা লেখা যায় ।
অভ্র তে কিছু ভাল উপায় আছে যা দিয়ে আপনি খুব সহজ এ আসল বানা আনতে পারেন । যেমন “tumi” তুমি যখন টাইপ করেন তখন আপনাকে সাজেশান থেকে নির্নয় করতে হয় । অভ্র তে স্টাইলিশ বাংলা ফন্ট কাজ করে না কারন অভ্র ইউনিকোড ব্যাবহার করে বাংলা লিখতে । কারন ইউনিকোড এ অনেক ভুল সমাধান হয়েছে । আপনি স্টাইলিশ ফন্ট ব্যাবহার করতে চাইলে শিফট ধরে এফ ১২ চাপুন । আপনার অভ্র আন্সি মোড ও আসবে। কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে সহজ উপায় হলো অভ্র ! এর মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন ।
এতে আছে অন-স্ক্রিন কীবোর্ড সুবিধাও ।
অভ্র এতে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে।
নিচে তা দেওয়া হলঃ
- মাউস ক্লিকে অক্ষর চেপে বাংলা লেখার ব্যবস্থা রয়েছে।
- বানান শুদ্ধ করার জন্যে অভ্র’র সাথে ‘Avro Spell Checker’ নামে একটি স্বতন্ত্র প্রোগ্রাম রয়েছে। প্লাগ-ইন এর মাধ্যমে এমএস ওয়ার্ডে বানান যাচাই করা যায়।
- বাংলা ইউনিকোড ও এএনএসআই ফন্ট সমর্থন ও সরবরাহ করে।
- উচ্চারণভিত্তিক (ফোনেটিক) বাংলা টাইপিং ব্যবস্থা: যদি “ami banglay gan gai” টাইপ করা হয় তবে লেখা হবে “আমি বাংলায় গান গাই”।
- “Avro Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে আনসি বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করা যায়।
- কীবোর্ডের অনেকগুলো কী সমন্বয় করে ম্যাক্রো তৈরি করে একটি কমান্ড হিসেবে ব্যবহার করা যায়।
- একাধিক কিবোর্ড লেআউট থেকে পছন্দের ব্যবস্থা রয়েছে, এমনকি ব্যবহারকারীর পছন্দনুযায়ী বিদ্যমান কিবোর্ড লেআউটকে সাজানো ও নতুন লেআউট সৃষ্টি করে যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
- “Unicode to Bijoy Text Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে ইউনিকোডের বাংলা লেখাকে আনসিতে রূপান্তর করা যায়।
- ভাসমান বানান পরামর্শক: অভ্র ফনেটিক লেআউইটে, টাইপ করার সময় অভিধান থেকে শুদ্ধ বানানের একটি ভাসমান তালিকা দেখায়।
- আইকমপ্লেক্স স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত ফলে, শুধুমাত্র অভ্র ইন্সটল করলেই কম্পিউটারকে বাংলা ভাষার জন্য ব্যবহারযোগ্য করা সম্ভব।
Avro Keyboard Features:
- Default bangle font with SutonnyMJ
- Offline or Online Bengali typing program
- Avro Keyboard bangle typing program easy to use
- Online typing program
- Avro Keyboard using mouse or keyboard
- Customize keyboard layout
- Auto spelling check with Avro spell checker
- Bengali text in both Unicode and ANSI font supports
- Excel & word typing program
- Bengali text in both Unicode and ANSI font supports
- Just press Ctrl+Alt+B to change bangle language
- Best Bangla keyboard software
- Auto Converting English to Bengali phonetic type
তাই দেরি না করে অভ্র কীবোর্ড এর নতুন ভার্সন নিচ থেকে ডাউনলোড করে নিনঃ
Avro Bangla Keyboard 5.5.0 Full Activator Download For PC
Program Name: | Avro Keyboard |
Version: | 5.5.0 |
Category: | Office Tools, Bangla Program |
Operating Systems: | Windows XP/Vista/7/8/8.1/10 |
License: | Free |
Free: | ডাউনলোড Bangla Avro |