অভ্র কীবোর্ড খুবই ভালো একটি সফটওয়্যার । বাংলা লেখার আরেকটি সফটওয়্যার নাম বিজয় ।
সাধারনত নতুন কম্পিউটার ব্যবহারকারীরা তারা বুঝে উঠতে পারেন না যে কিভাবে সহজে কম্পিউটারে বাংলা লেখা যায় ।
অভ্র তে কিছু ভাল উপায় আছে যা দিয়ে আপনি খুব সহজ এ আসল বানা আনতে পারেন । যেমন “tumi” তুমি যখন টাইপ করেন তখন আপনাকে সাজেশান থেকে নির্নয় করতে হয় । অভ্র তে স্টাইলিশ বাংলা ফন্ট কাজ করে না কারন অভ্র ইউনিকোড ব্যাবহার করে বাংলা লিখতে । কারন ইউনিকোড এ অনেক ভুল সমাধান হয়েছে । আপনি স্টাইলিশ ফন্ট ব্যাবহার করতে চাইলে শিফট ধরে এফ ১২ চাপুন । আপনার অভ্র আন্সি মোড ও আসবে। কম্পিউটারে বাংলা লেখার সবচেয়ে সহজ উপায় হলো অভ্র ! এর মাধ্যমে আপনি খুব সহজেই বাংলা লিখতে পারবেন ।
এতে আছে অন-স্ক্রিন কীবোর্ড সুবিধাও ।
অভ্র এতে বাংলা লেখার জনপ্রিয় সকল পদ্ধতিই যুক্ত করা হয়েছে।
নিচে তা দেওয়া হলঃ
- মাউস ক্লিকে অক্ষর চেপে বাংলা লেখার ব্যবস্থা রয়েছে।
- বানান শুদ্ধ করার জন্যে অভ্র’র সাথে ‘Avro Spell Checker’ নামে একটি স্বতন্ত্র প্রোগ্রাম রয়েছে। প্লাগ-ইন এর মাধ্যমে এমএস ওয়ার্ডে বানান যাচাই করা যায়।
- বাংলা ইউনিকোড ও এএনএসআই ফন্ট সমর্থন ও সরবরাহ করে।
- উচ্চারণভিত্তিক (ফোনেটিক) বাংলা টাইপিং ব্যবস্থা: যদি “ami banglay gan gai” টাইপ করা হয় তবে লেখা হবে “আমি বাংলায় গান গাই”।
- “Avro Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে আনসি বাংলা লেখাকে ইউনিকোডে রূপান্তর করা যায়।
- কীবোর্ডের অনেকগুলো কী সমন্বয় করে ম্যাক্রো তৈরি করে একটি কমান্ড হিসেবে ব্যবহার করা যায়।
- একাধিক কিবোর্ড লেআউট থেকে পছন্দের ব্যবস্থা রয়েছে, এমনকি ব্যবহারকারীর পছন্দনুযায়ী বিদ্যমান কিবোর্ড লেআউটকে সাজানো ও নতুন লেআউট সৃষ্টি করে যুক্ত করার ব্যবস্থা রয়েছে।
- “Unicode to Bijoy Text Converter” নামক একটি প্রোগ্রাম দিয়ে ইউনিকোডের বাংলা লেখাকে আনসিতে রূপান্তর করা যায়।
- ভাসমান বানান পরামর্শক: অভ্র ফনেটিক লেআউইটে, টাইপ করার সময় অভিধান থেকে শুদ্ধ বানানের একটি ভাসমান তালিকা দেখায়।
- আইকমপ্লেক্স স্ক্রিপ্ট অন্তর্ভুক্ত ফলে, শুধুমাত্র অভ্র ইন্সটল করলেই কম্পিউটারকে বাংলা ভাষার জন্য ব্যবহারযোগ্য করা সম্ভব।
Avro Keyboard Features:
- Default bangle font with SutonnyMJ
- Offline or Online Bengali typing program
- Avro Keyboard bangle typing program easy to use
- Online typing program
- Avro Keyboard using mouse or keyboard
- Customize keyboard layout
- Auto spelling check with Avro spell checker
- Bengali text in both Unicode and ANSI font supports
- Excel & word typing program
- Bengali text in both Unicode and ANSI font supports
- Just press Ctrl+Alt+B to change bangle language
- Best Bangla keyboard software
- Auto Converting English to Bengali phonetic type
তাই দেরি না করে অভ্র কীবোর্ড এর নতুন ভার্সন নিচ থেকে করে নিনঃ
Avro Bangla Keyboard 5.5.0 Full Activator For PC
Program Name: | Avro Keyboard |
Version: | 5.5.0 |
Category: | Office Tools, Bangla Program |
Operating Systems: | Windows XP/Vista/7/8/8.1/10 |
License: | Free |
Free: | Bangla Avro Here |