কলা কেন খাবেন?
জেনে নিন কাঁচা ও পাকাকলার পুষ্টিগুন ও উপকারিতাঃ
কলা খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর ফল। এটি কাঁচা ও পাকা দু’ভাবেই খাওয়া যায়। কাঁচা কলা রান্না করে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী। আসুন তাহলে জেনে নেই, কেন কাঁচাকলা খাওয়া দরকারঃ
জেনে নিন কাঁচা ও পাকা কলার পুষ্টিগুন ও উপকারিতা
পুষ্টিগুনঃ
১. ভিটামিন এ, ভিটামিন বি৬ ও ভিটামিন সি-এর আদর্শ উৎস হচ্ছে কাঁচা কলা।
২. কাঁচা কলায় রয়েছে উচ্চমাত্রার পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও ফসফেট।
৩. এতে রয়েছে হাইড্রোফলয়েড নামক সলিউবল ফাইবার।
৪. এতে কার্বোহাইড্রেট কমপ্লেক্স স্টার্চ হিসেবে থাকে।
৫. ব্যতিক্রম হিসেবে এতে আছে ফ্রুকটো অলিগোস্যাকারাইড।
৬. আরো থাকে শর্ট চেইন ফ্যাটি এসিড।
৭. একটি মাঝারি আকারের কাঁচা কলা রান্না করার পর এর থেকে- কার্বোহাইড্রেট ৫০-৮০ গ্রাম, প্রোটিন ২-৩ গ্রাম, ফাইবার ৪-৬ গ্রাম, ফ্যাট ০.০১-০.৩ গ্রাম পাওয়া যায়। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট থেকে ৪ ক্যালরি শক্তি পাওয়া যায়। তাই ১টি কাঁচা কলা থেকে আমরা কমপক্ষে ২৬০ ক্যালরি এনার্জি বা শক্তি পেতে পারি।
মুখের দুর্গন্ধ দূর করার পদ্ধতি ।
উপকারিতাঃ
১. উচ্চরক্তচাপ কমাতে সাহায্য করে।
২. কিডনি সমস্যায় কাজ করে।
৩. ভিটামিনের কারণে এটি চোখ ও ত্বকের জন্য খুবই উপকারী।
৪. ডায়রিয়া রোগে খুবই সাহায্য করে।
৫. এটি হজমে সাহায্য করে।
৬. এটি হার্টকে ভালো রাখে, হাইপারটেনশন ও হার্ট অ্যাটাক রোধ করে।
৭. ওজন কমাতে সাহায্য করে।
৮. কোলন ক্যান্সার প্রতিরোধ করে। অন্ত্রের পুষ্টি জোগায়। বিশেষ করে ক্ষুদ্রান্তের। ডায়াবেটিস রোগীদের একদিকে উচ্চ মাত্রার এনার্জি যোগায়। অন্যদিকে কার্বোহাইড্রেটের নিম্নমাত্রার ক্যালরি প্রদান করে।
যে ৫টি খাবার আপনার বুদ্ধিমত্তা কমাচ্ছে দেখেনিন।
তথ্যঃ ইন্টারনেট ও আয়ুর্বেদিক লাইব্রেরী।
One Comment
Pingback: মর্নিং Morning ওয়াকের উপকারিতা - BestIncomeidea.com