বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়াল পার্ট-৪
গত পর্বে আপনাদের কে সিখিয়েছিলাম কিভাবে ২ টি সং্খা যোগ করা যায়।
আজকে আমরা শিখবো কিভাবে আপনি বিয়োগ,গুন,ভাগ এবং ভাগ শেষ বাহির করবেন। চলুন আমরা প্রথমে কিভাবে দুটি সং্খা বিয়োগ করবো তা দেখি।
প্রগ্রাম ৩
#include <stdio.h> int main() { int a, b, sum; a = 50; b = 60; sum = a - b; printf("Sum is %d", sum); return 0; }
আপনি যেভাবে গত পর্বে যোগের প্রগ্রামাটি করেছেন ঠিক সেভাবেই বিয়োগ,গুন,ভাগ,ভাগ শেষ,করতে পারবেন
কিন্তু এক্টু পরিবর্তন করতে হবে
যেমনঃ
বিয়োগ এর জন্য। sum=a-b;
গুনের জন্য। sum=a*b;
ভাগের জন্য। sum=a/b;
ভাগ শেষের জন্য। sum=a%b;
ওকে আজকের আলোচনা এতটুকুই।