বেসিক প্রোগ্রামিং টিউটোরিয়াল পার্ট-৬
বেসিক বাংলা টিউটোরিয়াল এর পক্ষ থেকে আমি আপনাদের কে আজকে দেখাবো cher ডাটাটাইপ ।
char (character) টাইপ। তো এই character টাইপের চরিত্র হচ্ছে একে মেমোরিতে রাখার জন্য মাত্র এক বাইট জায়গার দরকার হয়। সাধারণত যেকোনো অক্ষর বা চিহ্ন রাখার জন্য এই টাইপের ডাটা ব্যবহার করা হয়।
তবে সেই অক্ষরটা ইংরেজি বর্ণমালার অক্ষর হতে হবে, অন্য ভাষার অক্ষর char টাইপের ভেরিয়েবলে রাখা যাবে না। নিচের প্রোগ্রামটি কম্পিউটারে লিখে রান করাতে পারেন:
#include <stdio.h> int main() { char ch; printf("Enter the first letter of your name: "); scanf("%c", &ch); printf("The first letter of your name is: %c\n", ch); return 0; }
এই ডাটাটাইপ টি int type মতই । শুধু %d এর জায়গায় %c
লিখবেন ।