বিসিএস প্রস্তুতি এর জন্য ভালো কিছু বই নিঃসন্দেহে প্রয়োজন । ভাল কিছু বইই পারে আপনাকে আপনার নির্ধারিত গন্তব্যে পৌঁছে দিতে। বিসিএসের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষার জন্য কি কি বই পড়তে হবে? অনেকেই নিজেদের মধ্যে এইসব প্রশ্ন নিয়ে বিভ্রান্তিতে ভোগে থাকেন। আজ তাদের জন্যই আমাদের এই পোস্ট।
বিসিএস প্রস্তুতি জন্য যেসকল বই পড়তে হবে
আমাদের দেশের পরিপ্রেক্ষিতে বিসিএস ডিগ্রীধারীদেরকে সবথেকে বেশি মেধাবী বলে গণ্য করা হয়। তাই আপনিও যদি এই মেধাবীদের তালিকায় নিজের স্থান করে নিতে চান আপনাকেও অবশ্যই অনেক সাধনা করতে হবে। বিসিএসের পরীক্ষার বাঁধা উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে সেইভাবে বিসিএস প্রস্তুতি নিতে হবে। আর প্রস্তুতিএর জন্য আপনাকে অবশ্যই প্রচুর পরিশ্রম করতে হবে বিভিন্ন ধরণের বই পড়ার মধ্য দিয়ে।
আজ আমরা আপনাদের জন্য এমন কিছু বিসিএস বইয়ের তালিকা প্রস্তুত করেছি, যেগুলো বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এবং লিখিত উভয় পরীক্ষার জন্য কাজে আসবে আশা করি। বিসিএস প্রিলিমিনারি এবং লিখিত পরীক্ষার জন্য বিভিন্ন মৌলিক বইসমূহের তালিকা এই পোস্টের মাধ্যে উপস্থাপন করা হলো লিঙ্কসহকারে। বিসিএস পরীক্ষার পাশাপাশি এই বইগুলো বিভিন্ন চাকরির পরীক্ষাসহ অন্য যেকোন প্রতিযোগিতামূলক পরীক্ষা/ভর্তি পরীক্ষার জন্য কাজে লাগবে।
বিসিএস বাংলা প্রস্তুতির জন্য যা পড়বেন
বইয়ের নাম | লেখক/ শ্রেণি/ উৎস |
লাল নীল দীপাবলি | হুমায়ুন আজাদ |
বাংলা কোষ | জুয়েল কিবরিয়া |
কতো নদী সরোবর | হুমায়ুন আজাদ |
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা | সৌমিত্র শেখর |
অগ্রদূত বাংলা | মফিজুল ইসলাম মিলন |
বাংলা ১ম ও ২য় পত্র | নবম-দশম শ্রেণী |
ভাষা ও শিক্ষা | হায়াৎ মামুদ |
শীকর বাংলা ভাষা ও সাহিত্য | মোহসিনা নাজিলা |
বাংলা সাহিত্যের ইতিহাস | মাহবুবুল আলম |
বাংলা সাহিত্য | বাংলাপিডিয়া |
বাংলা বিষয়ের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, অনেকেই সহজ মনে করে এই বিষয়টিকে এবং এই বিষয়টির ক্ষেত্রে যথাযথ প্রস্তুতি নিতেও অবহেলা করে। কিন্তু কাজটি মোটেই উচিত নয়। বিসিএস এ ভালো করতে হলে আপনাকে অবশ্যই বাংলাতেও সুদূরপ্রসারী জ্ঞান রাখতে হবে। আর তাই আমরা বাংলা প্রস্তুতির জন্য এখানে ১০ টিরও বেশি বই সাজেস্ট করছি।
বিসিএস ইংরেজি প্রস্তুতির জন্য যা পড়বেন
বিসিএস পরীক্ষার জন্য ইংরেজী খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব অল্প সময়ের মধ্যে যদি আপনি বিসিএসের জন্য ইংরেজীতে প্রস্তুতি নিতে চান, তাহলে বিসিএস মূলত আপনার জন্য না। ইংরেজীতে প্রয়োজন বিস্তর প্রস্তুতি। কারণ, আপনি শিক্ষা জীবনে ইংরেজী বিষয়ের ওপর যা পরীক্ষা দিয়েছেন, বিসিএস পরীক্ষায় তার কয়েকগুণ বেশি কঠিন প্রশ্ন দেয়া হয়। তাই ইংরেজীতে খুব সুন্দর একটা প্রস্তুতির জন্য উপরে উল্লেখিত বইগুলো ভালো করে পড়ুন।
এই বিসিএস গণিত প্রস্তুতির জন্য যা পড়বেনঃ
উচ্চতর গণিত | একাদশ-দ্বাদশ শ্রেণী |
গণিত স্পেশাল | প্রফেসর প্রকাশনী |
খাইরুল বেসিক ম্যাথ | খাইরুল ইসলাম |
মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক যেকোন বই | ——— |
নিঃসন্দেহে গণিত অন্যান্য বিষয়ের থেকে জটিল ও একটু কঠিন। তাই গণিত বিষয়ে ভালো প্রস্তুতির বিকল্প নেই। গণিতের পাশাপাশি মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি বিষয়ক বইগুলো ভালো করে অনুশীলন করতে হবে। এ সবকিছ মিলে আপনাকে ভালো একটি প্রস্তুতি নিতে সাহায্য করবে এবং অবশ্যই বিসিএস পরীক্ষায় ভালাে ফলাফল এনে দেবে।
বিসিএস বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি প্রস্তুতির জন্য যা পড়বেন
বইয়ের নাম | লেখক/ শ্রেণি/ উৎস |
বিসিএস বিজ্ঞান সমগ্র | MP3 সিরিজ |
সাধারণ বিজ্ঞান | অষ্টম ও নবম-দশম শ্রেণী |
পদার্থবিজ্ঞান | নবম-দশম শ্রেণী |
রসায়ন বিজ্ঞান ও জীব বিজ্ঞান | নবম-দশম শ্রেণী |
দৈনন্দিন বিজ্ঞান | ডা. জামিল |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | নবম-দশম শ্রেণি |
উচ্চ মাধ্যমিক কম্পিউটার (১ম ও ২য় পত্র) | – |
বিসিএসে সবচেয়ে মজার বিষয় হচ্ছে তথ্য ও প্রযুক্তি এবং বিজ্ঞান। চর্চার অভাবে অনেকেই এ বিষয়টিকে ভীতির পর্যায়ে নিয়ে যায়। শুধু বিসিএস পরীক্ষায়ই নয়, বাংলাদেশের বেশীর ভাগ চাকরি পরীক্ষায় এবং যেকোন ধরণের ভর্তি পরীক্ষায় সাধারণ বিজ্ঞান বিষয়টি খবুই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ে সব বিভাগের ছাত্রদের জন্যই ভালো করার সমান সুযোগ রয়েছে। বিষয়গুলি ভালোভাবে বুঝে পড়লে ৩০ নম্বরের মধ্যে অনেক সহজেই ২৫ নম্বরের ও অধিক পাওয়া সম্ভব।
বিসিএস সাধারণ জ্ঞান প্রস্তুতির জন্য যা পড়বেন
বইয়ের নাম | লেখক/ শ্রেণি/ উৎস |
ইতিহাস | নবম-দশম শ্রেণী |
ভূগোল | নবম-দশম শ্রেণী |
পৌরনীতি | নবম-দশম শ্রেণী |
বাংলাদেশ বিষয়াবলী | আব্দুল হাই |
সাধারণ জ্ঞান | MP3 সিরিজ, প্রফেসর’স, ওরাকল |
বিসিএস স্পেশাল ম্যাপ | মনির আহমেদ |
সংবিধান, সাংবিধানিক আইন ও রাজনীতি | মোঃ আব্দুল হালিম |
অর্থনৈতিক সমীক্ষা | – |
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | – |
দৈনিক সংবাদপত্র | – |
সাধারণ জ্ঞান কারও কাছে আগ্রহের বিষয় আবার কারও ক্ষেত্রে ঠিক উল্টো কিছু, মানে ভয়ের কারণ। আগ্রহ বা ভয় যেটাই থাকুক না কেন, মূল কথা হচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষা তথা বিসিএস পরীক্ষার ক্ষেত্রে আপনাকে সাধারণ জ্ঞানে অসাধারণ হতেই হবে। শুধু প্রিলিমিনারি নয়, লিখিত ও মৌখিক (ভাইভা) এর প্রভাব সুদূরপ্রসারী। তাই যথেষ্ট গুরুত্ব দিয়ে এ বিষয়টি আপনার আয়ত্বে আনতে হবে।
বিসিএস প্রস্তুতির ক্ষেত্রে মূলত প্রার্থীদের সাধারণ জ্ঞানের ভিত্তি গড়া শুরু হয় প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির সময়। কারণ, এই প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য তুলনামূলকভাবে সময় বেশি পাওয়া যায়। তাই এই সময়টাকে কাজে লাগাতে হবে। অবশ্যই এ সময়ে যে যত কৌশলী হবে সে তত ভালো করবে।
সকল বিষয়ের জন্য যা পড়বেন
বইয়ের নাম | লেখক/ শ্রেণি/ উৎস |
দশম থেকে সর্বশেষ বিসিএস প্রিলি প্রশ্ন সংকলন | – |
জব সল্যুশন | প্রফেসর’স |
মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স | – |
দৈনিক সংবাদপত্র (বাংলা ও ইংরেজি) | – |
বাংলাদেশের সংবিধান | আরিফ খান |
নন ক্যাডার এর দুটো সিরিজের বই | – |
অর্থনৈতিক সমীক্ষা | – |
বিশেষ দ্রষ্টব্য: প্রিলিমিনারী এবং লিখিত পরীক্ষার সাজেশান্সগুলো সব একসাথে দেয়া হয়েছে বলে আপনাদের কাছে সাজেশানের এই তালিকাটি হয়তো বেশ বড় মনে হতে পারে। কিন্তু যদি আপনি বিসিএস নামক প্লাটফর্মের কথাটা একবার চিন্তা করেন, তাহলে এগুলো বেশ স্বাভাবিকই লাগবে। ।এই বইগুলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা জীবনে পড়ে এসেছেন। এই পাঠ্য বইগুলোর নাম যদি বাদ দিয়ে হিসেব করা হয় দেখবেন, সাজেশানের তালিকাটি অনেক ছোট হয়ে গিয়েছে।