বর্তমান সময়ে বিভিন্ন ওয়েব ব্রাউজার থাকলেও জনপ্রিয়তার দিক থেকে সবচেয়ে এগিয়ে আছে গুগল ক্রোম। তালিকায় যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে মাইক্রোরসফটের এজ এবং ইন্টারনেট এক্সপ্লোরার।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ বছরের আগস্টে গুগল ক্রোমের ব্যবহারকারী ছিল ৬০ শতাংশ। অন্যদিকে মাইক্রোসফট এজ এবং ইন্টারনেট এক্সপ্লোরারের সম্মিলিত ব্যবহারকারী ২২.২ শতাংশ। সে হিসেবে এ বছরের শুরুর দিকের তুলনায় ব্যবহারকারী কমেছে প্রায় ১০ শতাংশ।
সেরা ওয়েব ব্রাউজার
২০১৫ সালে নতুন এই ব্রাউজারটি উন্মুক্ত করার পর ধারণা করা হয়েছিল ব্রাউজারের বাজারে ঘুরে দাঁড়াতে সমর্থ হবে মাইক্রোসফট। কিন্তু হয়েছে সম্পূর্ণ বিপরীত। প্রতিনিয়তই কমছে এজ ব্রাউজারের মার্কেট শেয়ার। এই ধারা অব্যাহত থাকলে আগামী দুই বছরের মধ্যে তলানিতে গিয়ে ঠেকবে ব্রাউজারটি।
অন্যান্য ব্রাউজারের মধ্যে অ্যাপল সাফারির অবস্থা অনেকটাই স্থিতিশীল বলা যেতে পারে। জুলাই মাসের তুলনায় কিছুটা বেড়ে আগস্টে সাফারির মার্কেট শেয়ার ৪ শতাংশে উন্নীত হয়েছে। জনপ্রিয় আরেক ব্রাউজার মোজিলা ফায়ারফক্স ১২ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে এ তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে।

best web browser 2019
সূত্র: চেনেলআই