বাইনান্স Binance হলো একটি পেমেন্ট পদ্ধতি। এখানে বিশ্বের সকল দেশের কারেন্সি বা অনলাইন টাকা এখানে কিনা বেচা করা যায়। বিভিন্ন এয়াড্রপ অফারের টাকা বা আপনার যে কোনো অনলাইন টাকা এখানে কনভার্ট করে আপনার নিজের দেশের কারেন্সিতে নিতে পারবেন। উপার্জন এর বিষয় হলো এখানে অনেক অফার বা সিস্টেম রয়েছে সেটা জানা নেই।
বাইন্যান্স এ্যাপ থেকে ইনকাম করা যায় কেননা এটি একটি বৃহৎ পরিসরে আর্থিক লেনদেনের একটি মাধ্যম। বিভিন্ন এ্যাপস (যেমন গোল্ড রাস) এই বাইন্যান্স এ্যাপকে ব্যবহার করে ব্যবহারকারীদের অর্থ দিয়ে থাকে এমনকি সেটি আপনি বিকাশ/নগদ/রকেট/ব্যাংক একাউন্টের মাধ্যমেও করতে পারবেন।
মূলত Binance বাইন্যান্স এ্যাপের মাধ্যমে ট্রেড করা হয় যেটি শিখতে হয়তো আপনাকে একটু বেশি সময় দিতে হবে এবং আপনি যদি ভালো মানের একজন ট্রেডার হতে পারেন সেক্ষেত্রে বাইন্যান্স এ্যাপ থেকে আপনি সরাসরি আয় করতে পারবেন।
বাইন্যান্স একাউন্ট খোলার নিয়ম
বাইন্যান্স এ্যাপটি ব্যবহার করতে হলে আপনাকে ধরে নিতে হবে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি স্থানে আছেন যেখানে আপনাকে সম্পূর্ণভাবে (নাম, ভোটার আইডি, ছবি, ইমেইল, মোবাইল নাম্বার) যাচাই করে নেওয়া হবে যেন আপনি কোনভাবেই প্রতারিত না হন।
তবে আপনি যদি ট্রেডিং-এর জন্য সময় দিতে না চান সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে আপনি গোল্ড রাস একাউন্টটি ব্যবহার করে বাইন্যান্স এ্যাপের মাধ্যমে দৈনিক সর্বনিম্ন ২ ডলার করে আয় করতে পারবেন। তবে ইদানিং গোল্ড রাস এ্যাপে কাজ করতে হলে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে যেন আপনি ভুল কোন জায়গায় প্রবেশ না করেন। আপনি চাইলে আমার কাছ থেকে লিংক নিয়ে যাচাই করে দেখতে পারেন। তবে এর কিছু নির্দিষ্ট শর্তাবলী রয়েছে যা মেনে চললে দৈনিক ১,০০০/- টাকা করেও আয় করতে পারবেন। এটি বাইন্যান্স একাউন্টের সংক্ষিপ্ত বিবরণ:
One Comment
Pingback: Binance কি? বাইনান্স কি? - বেস্টআর্নআইডিয়া.কম