বিং (Bing) হচ্ছে মাইক্রোসফটের তৈরি সার্চ ইঞ্জিন।
বিং এর স্লোগান হচ্ছে ‘বিং এন্ড ডিসাইড’- অর্থাৎ, বিং এ সার্চ করুন এবং সিদ্ধান নিন।
বর্তমানে গুগল ক্রোম, ফায়ারফক্স, ইউসি ব্রাউজার, প্রকৃতির জনপ্রিয়তা আমাদের কে মাইক্রোসফট-এর এই সার্চ ইঞ্জিন বিং- এর কথা ভুলিয়ে দিয়েছে!
এখানে সার্চ রেজাল্ট কম আসে! এবং তুলনামূলক কী-ওয়ার্ড তেমনি মাল্টিপ্লাই না! বিং সার্চ ইঞ্জিনের ইমেজ স্ক্যান ফিচার যেটি এর মেনুতে ডাইরেক্টলি এভেলেবেল আছে! এবং এটি গুগলের ইমেজ স্ক্যানার এর থেকে বেশি ইউজার ফ্রেন্ডলি।
এবং এই ইমেজ-সার্চ যেকোনো উইন্ডোজ ওপেন থাকলেও সরাসরি তা থেকে সার্চ করা যায়!
বিং বিভিন্ন ধরনের অনুসন্ধান সেবা প্রদান করে যেমন – ওয়েব, ভিডিও, চিত্র এবং মানচিত্র ইত্যাদি অনুসন্ধান সরবরাহ করে। এটি এএসপি ডট নেট ব্যবহার করে তৈরি করা।
এটি স্ট্যান্ডার্ড ওয়েব সার্চ রেজাল্ট সহ ইমেজ, ভিডিও, শপিং নিউজ প্রভৃতি সার্চ সুবিধাও প্রদান করে থাকে। বিং এর ঠিকানা http://www.bing.com
মাইক্রোসফটের ‘এমএসএন সার্চ’, যা পরবর্তীতে ‘উইন্ডোজ লাইভ সার্চ’ এ পরিবর্তিত হয়, সেটি থেকেই বিং এর উৎপত্তি। ২০০৯ সালে মাইক্রোসফট তাদের সার্চ ইঞ্জিনের নাম রাখে ‘বিং’।