ডিজিটাল মার্কেটিং ও অনলাইনে বুস্ট করা
বাংলাদেশে ডিজিটাল মার্কেটিংয়ের কনসেপ্ট এমনভাবে পরিচিতি পেয়েছে যে, ডিজিটাল মার্কেটিং মানে বুস্ট করা। যেহেতু মার্কেটিং, সেহেতু টাকা বা ডলার খরচ করে মার্কেটিং করো। বাস্তবে ডিজিটাল মার্কেটিংয়ে বুস্টিং খুব সামান্য একটি বিষয়।
ডিজিটাল মার্কেটিংয়ের ওন মিডিয়া, আর্ন মিডিয়া ও পেইড মিডিয়া—তিনটি ধাপের মধ্যে বুস্টিং বা পয়সা খরচ করে মার্কেটিং সর্বশেষ ধাপ। ডিজিটাল দুনিয়ায় যত মার্কেটিং হয়, তার খুব সামান্যই পেইড মার্কেটিং। অনেকটা ডার্ক ও সারফেস ওয়েবের মতো। অনলাইনে যা দেখা যায়, তা সারফেস।
আপনার ফেসবুক পেইজ বা যে কোন কিছু বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন: আমাদের ফেসবুক পেইজ
https://www.facebook.com/bestearnideacom
কিন্তু যা দেখা যায় না (ডার্ক) এমন বিষয় সারফেসের চেয়ে বহুগুণ। তেমনি পেইড মার্কেটিংয়ের চেয়ে নন-পেইড মার্কেটিং বহগুণ বেশি। এর মধ্যে সবচেয়ে বেশি হয় আর্ন মিডিয়া।
দুনিয়ার শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান ‘টেসলা’-এর বার্ষিক মার্কেটিং বাজেট শূন্য ডলার। কোনো মার্কেটিং ব্যয় ছাড়াই তিনি শীর্ষ ধনী। গোপ্রো ক্যামেরাও কোনো বিজ্ঞাপন ব্যয় করে না। তাদের পলিসি ইউজার জেনারেটেড কন্টেন্ট বা আর্ন মিডিয়া।
যুক্তরাষ্ট্রের শীর্ষ টি-শার্ট কোম্পানি থ্রেডলেস কো-ক্রিয়েশন পদ্ধতিতে মার্কেটিং করে।
বাংলাদেশে বহু নামিদামি প্রতিষ্ঠান পয়সা নিয়ে বুস্টিং শেখায়। বিষয়টা এমন যে, টাকা দিয়ে টাকা খরচ করা শেখা।
সেটারও দরকার আছে। কিন্তু শুধু টাকা খরচ করা শিখলে টাকা খরচ করেই যেতে হবে। টাকা খরচ ছাড়া কীভাবে মার্কেটিং হতে পারে, সেটা শেখা বেশি জরুরি। সুতরাং, টাকা দিয়ে ডিজিটাল মার্কেটিং শেখার আগে তারা কী শেখাচ্ছে, তার খোঁজখবর নিন।
অর্ডারের সময় অবশ্যই পেজের ও পোস্টের লিঙ্ক সঠিক ভাবে দেবেন। আপনার টার্গেটেড কাস্টোমার এর জন্য বয়স সীমা, টার্গেটেড এলাকা ও কাদেরকে টার্গেট করতেছেন অর্থাৎ টার্গেটেড ইন্টারেস্ট দিন। যদি এইটা কি দেবেন বুঝতে না পারেন বা কোন নির্দিষ্ট টার্গেটেড ইন্টারেস্ট না থাকে তবে এই ফিল্ড ফাকা রাখুন।