সবকিছু করে যাচ্ছেন কিন্তু আপনার ক্যারিয়ারে গ্রোথ নাই (Career growth)। এই একটা সমস্যার মধ্যে দিয়ে আমি নিজেও গেছি বেশ কবার। আমি খুঁজে বের করার চেষ্টা করেছি যে এই রকম আসলে হয় কেন। আমার কাছে তিনটা ব্যাপার এটার সাথে বেশ শক্ত ভাবে জড়িত বলে মনে হয়।
মানি ম্যানেজমেন্ট: এই জায়গাটাতে আমরা কম বেশি সবাই দুর্বল। কারণ আমাদের পরিবার, সমাজ কিংবা শিক্ষা ব্যবস্থা এই ব্যাপারটা নিয়ে বেশ উদাসীন। কিন্তু প্রপার মানি ম্যানেজমেন্ট ছাড়া উন্নতি অসম্ভব। আমাদের ফ্রিল্যান্সারদের মানি ম্যানেজমেন্ট আরো বেশি প্রয়োজন। কারণ দেখেন একে তো আপনি মাসে যে রেভিনিউ জেনারেট করছেন তা অন্য প্রফেশনের সাথে চিন্তা করলে আসমান জমিন তফাৎ। একসাথে এত টাকা পয়সার গরম সহ্য করে চলাটাও চ্যালেঞ্জের ব্যাপার। ক্যারিয়ার গ্রোথ আবার একজন ফ্রিল্যান্সারের সারা বছর ইনকাম সমান থাকে না।
আমার অভিজ্ঞতা বলে ৭-৮ মাস ইনকাম বেশ ভালো থাকে আর বাকি সময় চলার মত। তো এখন আপনি পুরো বছর গড় করে যদি খরচের হিসাবটা না করে পিক টাইম ধরে খরচ করা শুরু করেন তবে অফ টাইমে সংকট দেখা দেওয়া কি স্বাভাবিক ঘটনা নয়? আর সেভিং, ইনভেষ্ট নিয়ে কি বলবো। এই মাসে ১ লক্ষ ইনকাম আরো ৫০ হাজার পরের/আগের মাসের ইনকাম যোগ করে এই সেই টাকা খরচ করা শুরু করি।
কমফোর্ড জোন: কাজ করতে করতে একটা সময় আমরা এই লুপ হলের মধ্যে পড়ে যাই। যেখানে সেই ধরাবাধা রুটিন বার বার রিপিট হতেই থাকে। যে কারণে দেখা যায় যে কাজ কর্ম, রেভিনিউ একটা জায়গায় ঘুরতে হয়ে থাকে। নিজের মধ্যেও একটা ফিল কাজ করে যে চলছে তো সবকিছু ঠিকঠাক চলুক না। কিন্তু এই কমফোর্ড জোন যে কতটা ভয়ানক তা সংকট আসার আগে পর্যন্ত অনুধাবন করা অনেক কঠিন। ক্যারিয়ারে গ্রোথ
ব্যাপারটা একটু ডিপলি চিন্তা করেন আপনার ইনকাম দুই বছর আগের মতোই আছে কিন্তু খরচ কি সেখানে আটকায়ে আছে? নাই না, সময় যাবে আপনার বিলাসিতা, প্রয়োজনীয়তা বাড়বে সাথে দ্রব্যমূল্যের উর্ধগতি তো আছেই। এভাবে হয়তো কিছু সময় আপনি হেভি রিল্যাক্সে চলতে পারবেন তবে খুব বেশি সময় লাগবেনা আপনার শনি রবি আসতে।
রিটায়ারমেন্ট প্ল্যান: আমাদের মাঝে রিটার্ডমেন্ট নিয়ে তেমন একটা চিন্তা ভাবনা আসেই না বলা চলে। এইটার কারণ হিসাবে বলা চলে আমরা তো বাসায় বসেই কাজ করি রিটার্ডমেন্টর কি আছে। ব্যাপারটা আসলে এমন না। আমি আমার কথাই যদি বলি আমার কাজ কর্মের বয়স ৮ বছরের বেশি হয়ে গেছে। এখন আমার বয়স ২৭ ছুঁই ছুঁই, সাধারণ লজিকে চিন্তা করেও আমি আর কত বছর কাজ করতে পারবো? ১০-১৫ সর্বোচ্চ। তো এর পরে কি হবে, আমি তো আর সরকারি চাকরি করি না যে বসে বসে বেতন ভাতা পাবো। তাহলে আমার আর আমার পরিবারের বাকি জীবন সাচ্ছন্দে কাটানোর জন্য আমার রিটার্ডমেন্ট প্ল্যান থাকা কি অবশ্যই প্রয়োজনীয় নয়? Career growth
আমি নিজেও সব সমস্যার উর্ধে নয়। কেউ ভাইবেন না যে আমি পারফেক্ট। আমি যে সমস্যা গুলো নিজে ফেস করি বা আসে পাশে দেখি সেগুলো নিয়েই কথা বার্তা বলার চেষ্টা করি। একজনের উপকার হলেও আমি সার্থক।
আমি এক বছরের মত বিভিন্ন পার্সোনাল সমস্যার জন্য কাজ কর্মে তেমন একটা ফোকাসড হতে পারিনি। তবে আমার ৩-৪ বছর ধরে তৈরী করা চ্যানেল গুলো থাকার কারণে খুব একটা সমস্যায় পড়ি নাই। তাই সবাইকেই বলি ইনকাম যতদিন ভালো আছে ইনভেস্ট করে কিছু রেভিনিউ জেনারেট করে এমন চ্যানেল তৈরী করেন। হোক সেটা অনলাইন বা অফলাইন। আর ইনভেস্ট করতে ভয় পাইলে ধুমায়া সেভিংস করেন।