কম্পিউটারে ডিসপ্লে আসছে না?
আমরা অনেকেই কম্পিউটার নিয়ে মাঝে মাঝে বিরক্তিকর সমস্যায় পড়ি সেটা হল কম্পিউটার চলছে কিন্তু ডিসপ্লে আসেনা অথচ মনিটরেও কোন সমস্যা নেই।সুতরাং বাধ্য হয়ে সিপিইউ কাধে বয়ে নিয়ে কোন সার্ভিসিং সেন্টারের মাঝে মাঝে চলে যায়।
অথচ এটা বড় কোন সমস্যা নয় চাইলে যে কেউ ঘরে বসেই এই সমস্যার সমাধান করতে পারে দরকার একটু বুদ্ধি খাটালেই।
আসুন তাহলে কাজে ঝাপিয়ে পরি, সমস্যাটা দেখা দিলে প্রথমে সিপিইউ এর পাওয়ার কানেকশন সহ সকল কানেকশন
তথা কী-বোর্ড, মাউস, ইত্যাদি খুলে ফেলুন (সিপিইউ এর অভ্যারন্তরীণ কোন কানেকশন খুলবেন না)।
অতপর সিপিইউটি একটি সুবিধাজনক স্থানে নিয়ে সাইড কাভারটি খুলে ফেলুন এবং সাবধানতার সহিত RAM এর দুই সাইডের লকে
চাপ দিয়ে RAM টি খুলে ফেলুন RAM এর যে সোনালী কালারের পয়েন্ট গুলো মাদার বোর্ডের সাথে সংযুক্ত ছিল সে পয়েন্ট গুলো ভালো করে
ইরেজার(রুলের দাগ তোলার রাবার)দিয়ে পরিস্কার করে RAM টি পূনরায় মাদার বোর্ডের সাথে সংযুক্ত করে লক করে দিন এবং ব্যাক কাভার লাগিয়ে পাওয়ার কানেকশন, I/O পোর্টের কানেকশন তথা কী-বোর্ড, মাউস, মনিটর ইত্যাদি পূনরায় সংযুক্ত করুন ।
আরো পড়ুন: কি কারণে কম্পিউটার চালু হচ্ছে না এবং তার সমাধান।
এবার কম্পিউটার চালু করুন। দেখুন ডিসপ্লে চলে আসছে। আর যদি না এসে থাকে তাহলে সিপিইউ খুলে পূনরায় RAMটি রিসেট করুন এবং ট্রাই করুন আশা করি ইনশাআল্লাহ্ কাজ হবে। একান্তই যদি কাজ না হয় তাহলে ধরে নিন আপনার RAM টি ক্রাস করেছে নতুন একটি RAM ক্রয় করে ব্যবহার করুন।
RAM টি পরিস্কার করার পর মাদার বোর্ডে সংযোগ করার সময় সাবধান থাকতে হবে RAM এর কাটা অংশটা যাতে মাদার বোর্ডের স্লোটের সাথে খাপে খাপে মিলে যায় এর পর RAM টি লক করে দিন।
নিচের চিত্রটি লক্ষ করুন।
আপনি যদি উইন্ডোজ-৭ ব্যবহার কারী হন ইচ্ছা করলে Ready Boost এর মাধ্যমে একটি ভার্চুয়াল RAM ক্রিয়েট করে কম্পিউটারের স্প্রিড বাড়াতে পারেন।ভার্চুয়াল RAM তৈরি করতে হলে প্রথমে আপনার ইউএসবি পোর্টে একটি পেন ড্রাইভ সংযোগ করুন অতপর মাই কম্পিউটারে প্রবেশ করে উক্ত ইউএসবি ড্রাইভে মাউসের কার্সর রেখে রাইট বাটনে ক্লিক করুন
আরো পড়ুন: কম্পিউটার কিবোর্ড পরিচিতি।
নিচের চিত্রটি লক্ষ করুন:-
একটি মেনু প্রদর্শিত হবে মেনুর সর্ব শেষে Properties অপশনে ক্লিক করুন নিচের চিত্রের মতো একটি ডায়ালগ বক্স আসবে
উপরের ডায়ালগ বক্সের Ready Boost লিখা মার্কিং করা অপশনটি নির্বাচন করুন। নিচের চিত্রটির মতো একটি ডায়ালগ বক্স আসবে।
উপরের চিত্রের ডায়ালগ বক্সটির মতো Dedicate this device to Ready Boost এ ক্লিক করুন এবং Apply তে ক্লিক করে OK করুন ব্যাস তৈরী হয়ে গেল আপনার ভার্চুয়াল RAM এবার এনজয় করুন কম্পিউটারের বারতি স্প্রীড।
বি:দ্র: ভার্চুয়াল RAM তৈরি করার জন্য আপনার পেন ড্রাইভটি কমপক্ষে ১গিগাবাইট হতে হবে।
2 Comments
Pingback: বিজয় ও অভ্র বাংলা কিবোর্ড Keyboard লেআউট - BestIncomeidea
Pingback: কম্পিউটার এর জনক কে। এবং কম্পিউটার এর ইতিহাস - বেস্টআর্নআইডিয়া.কম