কিবোর্ড কি?
কীবোর্ড হলো কম্পিউটারের প্রধান ইনপুট ডিভাইস। কিবোর্ড ইংরেজি শব্দ key board থেকে এসেছে, যা এখন প্রায় বাংলা একটি শব্দ।
কিবোর্ড এর প্রকারভেদঃ
কিবোর্ডের ৫ প্রকার: যেমন,
- ফাংশন কি
- অ্যারো কি বা কার্সর মুভমেন্ট কি
- আলফাবেট কি
- স্পেশাল বা বিশেষ কি এবং
- নিউমেরিক কি বা নাম্বার কি।
সাধারনত একটি কীবোর্ডে মোট ৮৪ থেকে ১০১টি , কোন কোন কীবোর্ডে আবার ১০৭ টি কী থাকে।
আরো পড়ুন: কি কারণে কম্পিউটার চালু হচ্ছে না এবং তার সমাধান।
ফাংশন কি :
কিবোর্ডে ফাংশন কি রয়েছে ১২টি। কীবোর্ডের বাম পাশের অংশে সবচেয়ে উপরে এক লাইনে পাশাপাশি F 1 থেকে F12 পর্যন্ত কী থাকে এই কীগুলোকে ফাংশন কী বলে। এগুলো প্রত্যেকেই স্বয়ং সম্পূর্ণ এক একটি নির্দেশ বা কমান্ড কী। এগুলো ব্যবহার করা হয় – তথ্য সংযোজন, বিয়োজন বা নির্দেশ প্রদানের জন্য।
অ্যারো কি:
কিবোর্ডে অ্যারো কি বা কার্সর মুভমেন্ট কি থাকে ৪টি। কীবোর্ডের মাঝের অংশে নীচে চারটি তীর চিহ্নিত কী আছে, এদেরকে অ্যারো কী বলে। কোন ডকুমেন্ট ফাইলে কাজ করার সময় এটা ব্যবহার করে মাউসের পয়েন্টারকে উপরে-নীচে, ডানে-বামে সরানো যায়। এগুলোর মাধ্যমে কম্পিউটারে বিভিন্ন কাজে কার্সর মুভমেন্ট করা হয়, অনেকটা মাউসের মত।
আলফাবেট কি:
কীবোর্ডের বাম পাশের অংশে যেখানে A থেকে Z পর্যন্ত (Q থেকে M) কীগুলো সাজানো রয়েছ এই অংশকে আলফা বেটিক অংশ এবং এই কীগুলোকে আলফা বেটিক কী বলে।
আরো পড়ুন: কম্পিউটারে ডিসপ্লে আসছে না?
স্পেশাল বা বিশেষ কি:
কীবোর্ডের অনেকগুলো কী বিশেষ বিশেষ কার্যসম্পন্ন করে থাকে।কাজের বিশেষত্বে এদেরকে বিশেষ কী বলা যায়।
যেমন-
Esc, Tab, Shift, Ctrl, Alt, Caps Lock, Space Bar, Delete, Enter, Pashe/Break, Print Screen, Home, End, Page Up, Page Down, Insert, Back Space, Num Look, Start Menu key, Stand by Mood, Mail key, Web key.