আজকের আমি আপনাদের দেখাব কিভাবে এক ক্লিকে ফেসবুক একাউন্টের সব মেসেজ ডিলিট করা যায়।
তাও আবার শুধু মাত্র একটা এক্সটেনশান এর মাধ্যমে।
এই এক্সটেনশান টি শুধু মজিল্লা ফায়ারফক্স এবং গূগোল ক্রমে কাজ করবে। তাহলে শুরু করা যাক।
প্রথমে নিচের লিংক হতে আপনার ওয়েব ব্রাউজার অনুযায়ী এক্সটেনশান টি ডাউনলোড করে ব্রাউজারে ইন্সটল করে নিন।
গূগোল ক্রমে এক্সটেনশান

অথবা ফায়ারফক্স এক্সটেনশান

ব্রাউজারে ইন্সটল করার পর আপনার ফেসবুক একাউন্টে লগিন করুন।

এক্সটেনশান এ ক্লিক করার পর আপনার মেসেজ গুলো লোড হতে কয়েক সেকেন্ড সময় লাগবে। তারপর ডিলিট করার জন্য কনফার্ম করুন।
এবার দেখুন ম্যাজিক ২০ থেকে ২৫ সেকেন্ডের মধ্যেই আপনার সব মেসেজ ডিলিট হয়ে যাবে।
এই ২০ সেকেন্ড আপনি নাকে তেল ঘুমান।
ভাল লাগা গ্যারেন্টেড ?
ধন্যবাদ সবাইকে।