আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই
আজকে Dogecoin এর চার্ট নিয়ে কিছু বলতে চাই। অনেকে হয়ত doge কয়েন কিনেছেন এবং হোল্ডে পড়ে গেছেন আবার অনেকে নতুন ভাবে doge কিনতে চাচ্ছেন কিন্তু বুজতে পারছেন না কি করবেন বা কখন কিনবেন। আমি এখানে দুইটা চার্ট শেয়ার করেছি।
একটা 4h এবং একটা D1 এর
আমরা যদি 4h এর চার্ট টা একটু মনযোগ দিয়ে দেখি তাহলে দেখা যাবে যে dogecoin একটা ডাউন ট্রেন্ড লাইনকে বার বার টাচ করে রিজেকশন নিচ্ছে এবং শেস পর্যায়ে ট্রেন্ড লাইন ব্রেক করে উপরে উঠার চেস্টা করছে।
তাহলে এখন আমাদের করনীয় কি ?
আমরা কি এখনি এন্ট্রি নিয়ে নিব না। আমরা এখনি এন্ট্রি নিব না কারন প্রাইচ ট্রেন্ড লাইন টিকি ব্রেক করেছে কিন্তু প্রাইচ তার পুর্বের সুইং লেভের উপরে ক্লোজ করতে পারে নি
যদি পুর্বের সুইং লেভের এর বরাবর আমরা একটা horizontal লাইন আকি তাহলে সেটার প্রাইচ দাঁড়ায় ০.২২৫০। এই লেভের উপরে যদি 4h কেন্ডেল ক্লোজ হয় এবং এটার উপরে ট্রেড হয় তাহলে আমরা সেইফভাবে এন্ট্রি নিতে পারে তখন রিস্ক থাকবে খুবি কম।
আবার যদি D1 এর চার্টের দিকে খেয়াল করি
তাহলে দেখা যাবে যে প্রাইচ একেবারেই ডিমান্ড জোন এর কাছাকাছি চলে আসতেছে। ডিমান্ড জোন ০.১৭-০.১৮ তে। যদি এই লেভেলে আসে তাহলে আমাদের জন্য এটা অনেক বেশি লাভজনক হবে। আর যদি না এসে 4h এর চার্ট অনুসারে 0.2250 এই লেভেল এর উপরে ট্রেড হয় তাহলেও আমরা নিশ্চিন্তে এটা কিনতে পারি এবং ট্রেড নিতে পারি৷
এর পরেও যদি কারো কোন প্রশ্ন থেকে থাকে dogecoin নিয়ে আমাকে বলতে পারেন।
অথবা পরবর্তী কোন কয়েন নিয়ে আপনারা চার্ট এনালাইসিস চান সেটাও বলবেন আমি আপনাদের কে সেই কয়েন নিয়ে
আলোচনা করার চেস্টা করবো।
সবাইকে ধন্যবাদ এবং সবার সুন্দর একটা ট্রেডিং হউক এই দোয়া করি।