ডোমেইন নেম কি? (What is Domain Name)
আজ আপনাদের মাঝে সিয়ার করবো ডোমেইন Domain কি? ডোমেইন কি করে কাজ করে?
ডোমেইন কত প্রকার? Domain হোস্টি কোথায় পাবেন।
তাহলে শুরু করা যাক।
আমাদের কেনই বা এই ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে? আমরা যারা ইন্টারনেট জগতে নতুন তাদের অনেকের মনে এই বিষয়ে নিয়ে বিভিন্ন ধরণের প্রশ্ন আছে। আজকে আমার এই পোষ্ট সাধারণত তাদের জন্যই।আশা করছি আপনাদের পোস্টটি পড়ার পর ডোমেইন সম্পর্কে সকল ধারণা হবে বা যত রকম প্রশ্ন আছে তা অনেকটাই ক্লিয়ার হবে।
ডোমেইন নেম কি? কাকে বলে?
ডোমেইন নেম সম্পকে বলতে গেলে বা ডোমেইন নেম কাকে বলে? ডোমেইন নেম (Domain) টি হলো একটি ইংলিশ শব্দ। ইহার বাংলা অর্থ স্থান বা ঠিকানা। যা সাধারণত ইন্টারনেট বা অনলাইন জগতে ব্যবহার করা হয়ে থাকে। তবে, ডোমেইন নাম বলতে সাধারনভাবে কোন একটি ওয়েবসাইটের নামকে বোঝায়। কিছু উদাহরণ দিয়ে বলা যাক।
মনে করেন, আপনার ছোট একটি ব্যবসা প্রতিষ্ঠা করলেন পাশাপাশি তার সুন্দর একটি নাম দিলেন যার ফলে মানুষ সহজেই বুঝতে পারে, যে আপনি কি ধরনের ব্যবসা বা সেবা দিতে চাচ্ছেন। এত করে, কোন কাস্টোমার পরবর্তীতে যখন আপনার দেওয়া সেবা নিতে যাবে। তখন সে আপনার দেওয়া নামের দ্বারা সহেজেই আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে খুজে পাবে ।
উদাহরণ দিয়ে বলা যায়ঃ — বিক্রয় রকেট, বিকাশ, নগদ ইত্যাদির এর কথা। এগুলো হলো সাধারণত এক একটি ব্যবসা প্রতিষ্ঠান এর নাম। যা দেখে আমরা সহজেই বুঝতে পারি। তারা কি ধরনের সেবা বা সার্ভিস দিয়ে থাকে। কিভাবে মানুষজন তাদের ঠিকানা সহজেই খুঁজে পায়।
ঠিক একইভাবে অনলাইনে যে নামের দ্বারা মানুষজন খুজে পাবে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এর ওয়েবসাইটটি সেটাই হলো আপনার সেই ডোমেইন নেম। যার দ্বারা সবাই ঐ নাম ব্যবহার করে আপনার ওয়েবসাইটে পরিদর্শন করবে ও একই সঙ্গে সকল প্রয়োজনীয় সেবা নিতে পারবে।
ডোমেইন কত প্রকারঃ
দেখতে গেলে ডোমেইন নাম অনেক প্রকার আছে। তা আমি নিচে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ডোমেইনের প্রকারের ব্যাপারে বলবো। এতে, আপনি যখন আপনার ওয়েবসাইটের জন্য domain কেনার কথা ভাববেন। তখন একটি ঠিক ডোমেইনের বাছাই করতে পারবেন। যেমনঃ
১. TLD – বা Top Level Domains কিঃ
Top level domain (TLD) বা internet domain extension এর ভিতরে সব থেকে বেশি মান (value) থাকা domain extension. এই ডোমেইন নেম গুলি সব থেকে বেশি ব্যবহার করা হয়। একটি সম্পূর্ণ ডোমেইন নামের একেবারে শেষের অংশটি হলো এইটা। ডট (dot) লেখার পরের ভাগ।
উদাহরণ দিয়ে বলা যায়: যদি আমি একটা ব্লগের ডোমেইন নামের কথা বলি তাহলে, website.Info এটার ডোমেইন নাম এবং ডটের (.) পরের যেটা “Info” শব্দটি হলো ঐসাইটের top level domain extension.
একটি, ওয়েবসাইট বা ব্লগে, আপনি যদি ঐ top level domain গুলি ব্যবহার করেন, তাহলে আপনার ওয়েবসাইটের রেপুটেশন (reputation) ভিজিটর এবং গুগল এই দুজনের নজরেই ভালো হয়ে দাঁড়াবে। এবং, এতে আপনার লাভ হবে।
SEO Friendly domain বলা হয় এই গুলোকে। কারণ, এই ক্যাটেগরির (category) domain extension থাকা ওয়েবসাইটকে google search engine অনেক গুরুত্ব দেই।
তাই ওয়েবসাইট বা ব্লগ বানানোর কথা যদি আপনে ভেবে থাকেন বা ভাবছেন। তাহলে আপনার জন্য এই ধরণের Top Level Domain ব্যবহার করাটাই ভালো এবং লাভজনক হবে।
নিচে আপনাদের জন্য কিছু TLD বা Top Level Domain extension এর উদাহরণ দেওয়াঃ যেমনঃ
- .info(Information)
- .net (Network)
- .com( commercial)
- .org (Organization)
- .gov( Government)
- .com.bd( Government)
- .edu (Education) ইত্যাদি।
২. CcTLD – Country Code Top Level Domain
আপনার ওয়েবসাইট বা ব্লগ যদি কোনো বিশেষ দেশ (country) কে টার্গেট (target) করে বানানো হয়েছে, তাহলে এই ধরণের CcTLD domain extensions ব্যবহার করতে পারেন। এই ধরণের ডোমেইন এক্সটেনশন কোনো দেশের Two letter ISO code এর ওপরে নামকরণ করা হয়।
Country code top level ডোমেইনের কিছু উদাহরণ
- .Us (United States)
- .In (India)
- .Bd (Bangladesh)
- .Cn (China)
- .Us (United states of America)
- .Ro (Romania)
এবং, আরো অনেক এমন ডোমেইন এক্সটেনশন রয়েছে, যেগুলি কেবল একটি দেশকে টার্গেট করে নামকরণ করা হয়েছে।একটি ডোমেইন নাম প্রায় ৫০০ টাকা থেকে ১৫০০ টাকার মধ্য পেয়ে যাবেন। প্রতিটি ডোমেইন যেটা আপনি কিনবেন, সেগুলিকে বছরে বছরে আবার (renewal) করতে হবে। একটি ডোমেইন নেম কিনার জন্য, আপনার ইন্টারনেটে থাকা “Domain Name Service Provider” গুলির কাছে যেতে হবে। এবং, তাতে নিজের একটি একাউন্ট বানিয়ে আপনি একটি ডোমেইন কিনে নিতে পারবেন।
1 Comments
Pingback: সি-প্যানেল কি (C-Panel) What is Cpanel ? - বেস্টআর্নআইডিয়া.কম