অনেক কোম্পানীতে ডোমেইন ট্রান্সফার (Domain Transfer) হতে ৫-৭ দিন সময় লাগে আবার অনেক কোম্পানীতে ১ দিনের মধ্যেও হয়ে যায়। এটা কেন? আর একটা ডোমেইন ট্রান্সফার করতে ৭ দিন সময়টা কি অতিরিক্ত না? যেখানে বর্তমান সিস্টেমটা ডিজিটাল।
আসলে এই সময়টি রেজিস্ট্রার কোম্পানিগুলোর উপর নির্ভর করে, আপনার ডোমেইনটি যে রেজিস্ট্রার কোম্পানিতে রয়েছে, সেই রেজিস্ট্রার কোম্পানি ডোমেইন রিলিজ না করা পর্যন্ত ডোমেইন ট্রান্সফার সম্পন্ন হবে না।
বর্তমানে কোন রেজিস্ট্রার কোম্পানি যদি সাত দিন সময় নেয়, তাহলে এটা খুবই অনেক বেশি অতিরিক্ত সময়।
নোটঃ এখন খুব কম রেজিস্ট্রার কোম্পানি ৫-৭ দিন সময় নেয়। তবে যে রেজিস্ট্রার কোম্পানিগুলো শুধু ডোমেইন রিসেলার টার্গেট করে ব্যাবসা করে, তারা এখনো ৫ থেকে ৭ দিন সময় নেয়, আবার এর থেকে কম সময় ও নেয়।
যেমনঃ PDR রেজিস্ট্রার ৫ থেকে ৭ দিন সময় নেয়।
ডোমেইন ট্রান্সফার এর রিলিজ হওয়ার সময় নিয়ে, আমার নিজের কিছু অভিজ্ঞতা শেয়ার করছিঃ
১/ গোড্যাডি রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে।
নোটঃ গোড্যাডির পোর্টালের পেন্ডিং ট্রান্সফার আউট অপশন থেকে একসেপ্ট করে দিতে হবে।
২/ ইপিক রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে।
নোটঃ ট্রান্সফার ইমেইলটি অ্যাপ্রুভ করে দিতে হবে অথবা ইপিকের পোর্টালের ট্রান্সফার অপশন থেকে একসেপ্ট করে দিতে হবে।
৩/ ডায়নাডট রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১০ থেকে ৩০ মিনিট সময় লাগে।
নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে আই অথরাইজ দিস ট্রানস্ফার করে দিতে হবে।
৫/ নেমচিপ রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৩০ মিনিট সময় লাগে।
নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।
৬/ নেমব্রাইট রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে।
নোটঃ নেমব্রাইট পোর্টালের আউটবাউন্ড ট্রানস্ফার অপশন থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।
৭/ নেমসিলো রেজিস্ট্রার কোম্পানি থেকে অন্য রেজিস্ট্রার কোম্পানিতে ডোমেইন ট্রান্সফার হতে ১৫ থেকে ৬০ মিনিট সময় লাগে।
নোটঃ ট্রান্সফার ইমেইল থেকে অ্যাপ্রুভ করে দিতে হবে।
One Comment
Pingback: ফ্রিল্যান্সিং কি ? এবং freelancingসম্পর্কে বিস্তারিত আলোচনা