বর্তমান সময়ে আপনারা জানেন যে অনলাইনের মাধ্যমে আয় করা বিষয়টি খুবিই জনপ্রিয় হযে উঠেছে।
বিশেষ করে ফেসবুক, টুইটার, ইউটিউব বা ইন্সটাগ্রাম থেকে আয় করার বিষয়গুলি ক্রমেই দিন দিন
জনপ্রিয় হয়ে উঠছে।
আপনারা হযতো জানেন যে ফেসবুক পেজ থেকে আয় করার অনেক উপায় রয়েছে।
তেমনি রয়েছে, টুইটার থেকে আয় করার উপায়ও। আজ আমি আলোচনা করবো ইন্সটাগ্রাম থেকে
কিভাবে আয় করা যায়।
অধিকাংশ ব্যবহারকারী তারা তাদের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলিকে শুধুমাত্র নিজের তথ্য শেয়ার করা
বা পরিচিত মানুষদের সাথে আলাপ আলোচনার জন্য ব্যবহার করে থাকেন, তার মধ্যে কিছু মানুষ
এগুলির যথাযথ ব্যবহারের মাধ্যমে ঘরে বসেই ভালো অংকের অর্থ উপার্জন করে থাকেন।
আপনি চাইলে ইন্সটাগ্রামে প্রতিনিয়তই ছবি শেয়ার করার মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন।
বলতে পারেন কিভাবে হ্যাঁ সে বিষয়ে আলোচনা করবো ।
ইন্সটাগ্রাম থেকে আয়ের বিষয়টি ব্লগার, ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কাজ করার মতই।
আপনার তৈরীকৃত কন্টেন্টের মাধ্যমে আপনি যদি বিপুল সংখ্যক মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারেন,
তবে আপনি ভাল অংকের টাকা আয় করতে পারবেন ইন্সটাগ্রাম থেকে ।
তাহলে আসুন আলোচনা করা যাক কি কি উপায়ে আপনি ইন্সটাগ্রাম থেকে আয় করতে পারবেন।
কতটা ফলোয়ার প্রয়োজন:
ইন্সটাগ্রাম থেকে অর্থ উপার্জনের করার জন্য আপনার প্রোফাইলে কতগুলো ফলোয়ার প্রয়োজন তা
নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। তবে একটুকুই বলা যায় যে, একটি কাজের জন্য লক্ষ লক্ষ ফলোয়ারের
দরকার নায়।
আপনার কাজের জন্য ফলোয়ারের পরিমাণ নির্ধারণ করা হয় বেশ কিছু বিষয়ের উপর
ভিত্তি করে। তা হলো আপনি যে বিষয়ের উপর ইন্সটাগ্রামে কাজ করছেন সে বিষয়ের ফলোয়ারের
উপর।একেক ধরনের বিষয়ের জন্য একেক ধরনের ফলোয়ারের প্রয়োজন পড়ে।
এজন্য আগে আপনি ইন্সটাগ্রামে কি কি বিষয় নিয়ে কাজ করতে চান সেসব বিষয়ে ধারণা নিন।
ইন্সটাগ্রামে কাজ করার জন্যে বহু ক্যাটাগরি রয়েছে
যেমন: ফ্যাশন, ফুড, বিউটি, ফিটনেস এছাড়াও রয়েছে অনেক জনপ্রিয় বিষয় যা আপনি কাজ করতে করতে বুঝতে পারবেন।
এসবগুলির মধ্যে আপনার যেটি পছন্দ হয় এবং যেটিতে কাজ করতে আপনি সবচেয়ে বেশী স্বাচ্ছন্দ
বোধ করেন, সেটি বেছে নিয়ে কাজ শুরু করতে পারেন।
কন্টেন্টের জন্য কতটা ফলোয়ার প্রয়োজন:
আপনি যে কন্টেন্টটি লিখছেন তাযেন ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এমন ক্ষমতা থাকতে
হবে। আপনার যদি কয়েক লক্ষ ফেক ফলোয়ার থাকে, তবুও তারা আপনার কোন কাজের নয়। তাই
আপনি কাজের জন্য প্রথমে সঠিক বিষয় নির্বাচন করুন এবং পরে মানসম্মত কন্টেন্ট এর মাধ্যমে প্রকৃত
ফলোয়ারদের দৃষ্টি আকর্ষণ করুন।
বর্তমান সময়ের সফল ইন্সটাগ্রামারগণ তাদের প্রতি পোষ্টে এক হাজার
ডলারেরও বেশি আয় করে থাকেন। সে তুলনায় কম পরিমাণ ফলোয়ার নিয়ে আপনার প্রাথমিক যাত্রার
আরম্ভকে অবশ্যই ভালো বলা যায়। আপনি এখানে আপনার কাজ শুরু করতে পারেন।
যেখান থেকে আয় করবেন:
ইন্সটাগ্রাম থেকে আয়ের বিষয়টি আপনার কন্টেন্টের উপর ভিত্তি করে গড়ে ওঠা ব্র্যান্ড, আপনার দর্শক
এবং আপনি তাদের প্রতি কতটা আন্তরিত তার উপর নির্ভর করে। তবে, এই প্লাটফর্মটি ব্যবহার করে
আপনি বিভিন্ন উপায়ে আয় করতে পারেন।
আপনি চাইলে বিভিন্ন ব্র্যান্ডের হয়ে স্পন্সরকৃত পোষ্ট করতে পারেন এবং আপনার দর্শকদের সামনে
তাদের পণ্যের প্রচারের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। এক্ষেত্রে, আপনি আসলে ওই কোম্পানীর
সোশ্যাল মিডিয়ার রক্ষণা-বেক্ষণ করবেন।
আপনি বিভিন্ন জনপ্রিয় ওয়েবসাইটের পণ্যের অ্যাফিলিয়েশন নিয়ে আপনার পোষ্টের মাধ্যমে দর্শকদের
নিকট সেগুলি বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারেন। তাছাড় আপনি আপনার নিজের প্রোফাইল থেকেই
বিভিন্ন পণ্য বা সেবা বিক্রয়ের মাধ্যমে আয় করতে পারবেন।
একজন ইনফ্লুয়েন্সার হয়ে কিভাবে বিভিন্ন ব্র্যান্ডের সাথে কাজ করা যায়:
ইনফ্লুয়েন্সার শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় প্রভাবিত করা। এধরনের কাজের ক্ষেত্রে একজন ইনফ্লুয়েন্সার
হচ্ছেন সেই ব্যক্তি, যিনি তার অনলাইন ব্যক্তিত্বকে এমনভাবে মানুষের নিকট সমাদৃত করে তোলেন,
যাতে বহুসংখ্যক মানুষ তাকে ফলো করতে থাকে।
দর্শকদের কাছে ইনফ্লুয়েন্সার হচ্ছে একজন স্মার্ট, অভিজ্ঞ এবং সমাদৃত ব্যক্তি, বিভিন্ন বিষয়ে যার মন্তব্য দর্শকরা
সাদরে গ্রহণ করে থাকেন।
বর্তমান সময়ে অনেক পণ্য আছে যা বাজারে বিক্রিতে পিছিয়ে আছে। তখন এসব পণ্য বিক্রির জন্য ইনফুয়েন্সার কে
তাদের পণ্যের প্রচারের উদ্দেশ্যে একটি পোষ্ট করার জন্য অনুরোধ করেন এবং এর জন্য তাকে
পারিশ্রমিক বা সম্মানি প্রদান করে থাকেন।
পরিশেষে বলা যায় যে:
আপনাকে ইন্সটাগ্রাম থেকে আয় করার জন্য তেমন কোন শর্ত দেওয়া হয়নি।তাই আপনি যে ধরনের
বিষয় নির্বাচন করবেন ঠিক সে ধরনের ফলোয়ার আপনার প্রোফাইলে গড়ে তুলবেন, এবং সবচেয়ে
ভালো হয় সেই বিষয়ের উপরেই স্পন্সরড পোষ্ট দিন।
এতে একদিকে যেমন ব্র্যান্ড উপকৃত হবে,অপরদিকে আপনার প্রোফইলটিও মানসম্মত থাকবে।
তাই একাজটি করতে হলে প্রথমে আপনাকে একটি বিষয় নির্ধারণ করতে হবে এবং তার উপর নিজের দর্শক তৈরী
করতে হবে এবং অবশেষে উপরের পদ্ধতিগুলো ব্যবহার করে আপনার ইন্সটাগ্রাম প্রোফাইল থেকে আয় শুরু করে দিতে পারেন।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন।