আনেকে বলে আনলাইন থেকে কোটি কোটি টাকা ইনকাম করা যায় । হে আমি এই কথাটির সাথে একমত যদি আপনি ধর্য ধরে কাজ করতে পারেন আর যদি আনেক পরিশ্রমী হতে পারেন তাহলে আপনার দ্বারা অনলাইন কাজ করা সম্ভব হবে । আর হে ; যদি আপনি এগুলো করতে না পারেন তাহলে ; এই পোস্টটি আপনার জন্য নয়। কি কি উপায়ে অনলাইন থেকে আয় করা যায় ? online income করার ৯ টি উপায় নিচে আলোচনা করলাম ।
- ব্লগিং করে গুগল থেকে আয় করতে পারবেন ।
- android বা windows, apps তৈরি করে করে আয় করতে পারবেন ।
- গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
- ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন ।
- Youtube থেকে টাকা আয় করতে পারবেন ।
- ফ্রিলান্সিং করে অধিক টাকা ইনকাম করতে পারবেন ।
- এফ্লিয়েট মার্কেটিং করে online income করতে পারবেন ।
- পিকচার বা ছবি বিভিন্ন সাইটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ।
- গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন ।
1) ব্লগিং করে গুগল থেকে আয় করতে পারবেন ।
আপনি যদি লেখালেখি করতে ভালোবাসেন তাহলে আপনি আজই ব্লগিং শুরু করতে পারেন । প্রথমে আপনাকে একটি ওয়েবসাইট বানিয়ে নিতে হবে ।
দুইভাবে আপনি ওয়েবসাইট বানাতে পারবেন:
1.1। ফ্রিতেঃ এই উপায়ে আপনাকে প্রথমে একটি ব্লগার সাইট বানাতে হবে । কিভাবে একটি স্মাট ব্লগ সাইট বানাবেন তার জন্য Youtube অনেক ভিডিও রয়েছে সেখান থেকে ভিডিও দেখে একটি ব্লগ সাইট বানিয়ে নিতে পারবেন । তারপর আপনি সেই ব্লগে নিয়মিত পোস্ট করতে থাকবেন । একটা কথা মনে রাখবেন ; যেকোনো একটি বিষয়ের উপর লিখবেন ; যেমন ধরুন আপনি স্বাস্থ্য বিষয়ের উপর লিখতে পছন্দ করেন অথবা আপনি বিজ্ঞান বিষয়ের উপর লিখতে ভালবাসেন । এই দুটি বিষয়ের যেকোনো একটি বিষয় নিয়ে আপনি লিখতে পারবেন ।
দুটি বিষয় একখানে করে পোস্ট করা যাবে না । যেমন আপনি আজকে স্বাস্থ্য বিষয় নিয়ে পোস্ট করলেন আবার কালকে বিজ্ঞান বিষয় নিয়ে পোস্ট করলেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে google adsense aproved হবে না । পোস্ট গুলো নিজের লেখা হতে হবে অন্য কারো পোস্ট কপি করা যাবে না । এভাবে , ১৫- ২০ টি ভালো কোয়ালিটির পোস্ট করে , একটি টপ লেভেলের ডুমেইন( .com ,org, net . etc ) কিনে আপনার ওয়েবসাইটে যুক্ত করে নিন । তারপর আপনার ওয়েবসাইট google adsense এর সাথে যুক্ত করুন । এরপর গুগল আপনার ওয়েবসাইটে এড বা বিজ্ঞাপন দেখানো শুরু করবে এই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি ঘরে বসে অনলাইনে সহজে আয় করতে পারবেন ।
1.2 ডুমেইন ক্রয় করে ঃ আপনি সরাসরি ডুমেইন কিনে সম্পূর্ণ নিজের একটি ওয়েবসাইট বানাতে পারেন । গ্লগার সাইটের সিকিউরিটি গুগল নিজে পরিচালনা করে এবং এর মালিকানা সম্পূর্ণ আপনার নয় মনে রাখবেন । আর ডুমেইন কিনে করলে এর সিকিউরিটির দায়িত্ব আপনাকে নিতে হবে আর , এর মালিকানা সম্পূর্ণ আপনার । এর বাকি নিয়ম গুলো সব ব্লগারের মত ।
ডুমেইন এবং হোস্টিং ক্রয় করতে যোগাযোগ করুনঃ instrawebs.com
২) android বা windows, apps তৈরি করে করে আয় করতে পারবেন ।
android বা windows, apps তৈরি করে আপনি টাকা আয় করতে পারেন । গুগল কিন্তু সুধু এড দেখানোর মাধ্যমে টাকা দিয়ে থাকে । যদি আপনি আপ্স তৈরি করতে পারেন তাহলে সেই অ্যাপের মধ্যে গুগল এডমবের এড বসিয়ে টাকা আয় করা যায় । android ফোনের চাহিদা দিন দিন বেড়েই চলছে । তাই , android apps তৈরি করা শিখতে পারলে কিন্তু অনেক ভালো হবে । তাছাড়া , আপনি বিভিন্ন সাইটে অ্যাপ বিক্রি করেও অনলাইনে সহজে আয় করতে পারেন ।
৩) গ্রাফিক্স ডিজাইনের কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন ।
বর্তমানে যে মুভি বা নাটক গুলো আমরা দেখে থাকি তার বেশির ভাগ গুলোই গ্রাপিক্স দ্বারা নির্মিত। দেখে মনে হতে পারে যে এসব বাস্তব । যেমন , বাহুবলি , দেলয়ালি , ইত্যাদি ছবিতে প্রচুর গ্রাপিক্স ব্যবহার করা হয়েছে । তাই , আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য নির্মাতা কোম্পানি গুলো গ্রাপিক্স দ্বারা ছবি নির্মাণ করছে । গ্রাপিক্স ডিজাইনের কাজ সেখা অবস্তায় আপনি কাজ করতে পাবেন কারন গ্রাপিক্সের কাজ দিন দিন বেড়েই চলছে । এখন সরকারি ভাবে গ্রাপিক্সের কাজ শেখানো হচ্ছে । আপনার নিজ জেলায় খোঁজ করে দেখতেপারেন । কিন্তু গ্রাপিক্সের কাজ শিখতে প্রচুর সময় লাগে ।
৪) ফেসবুক থেকে টাকা আয় করতে পারবেন ।
অনেকে বলতো ফেসবুক থেকে online income করা যায় ; কিন্তু আমি বিশ্বাস করতাম না । পরে বিশ্বাস করেছি যখন অনেকেই ফেসবুক থেকে টাকা ইনকাম করছে । কিন্তু আমি অনেক দেরি করে ফেলেছি ।
ফেসবুক পেজ বা গ্রুপ থেকে টাকা ইনকাম করা যায় । তো আজই একটি ফেসবুক পেজ খুলুন । আপনার ফেসবুক পেজে যথেষ্ট পরিমান ট্রাফিক আসলে আপনার পেজ মনিটাইজেশন হবে তারপর পেজে ফেসবুক এড দেখাবে । এবং ইনকাম শুরু হবে ।
৫) youtube থেকে টাকা আয় করতে পারবেন ।
Youtube থেকে অনলাইনে সহজে আয় করার উপায় রয়েছে। youtube এ আমরা যে সকল ভিডিও দেখতে পাই , তার অধিকাংশ ভিডিওতে আমরা বিজ্ঞাপন দেখতে পাই এই বিজ্ঞাপনের মাদ্ধমে তারা টাকা ইনকাম করে । এর জন্য আপনাকে একটি প্রফেশনাল youtube চ্যানেল খুলতে হবে । কিভাবে একটি প্রফেশনাল চ্যানেল খুলবেন তার জন্য আমার একটি ভিভিও আছে । এই লিংকে প্রফেশনাল youtubeচ্যানেল গিয়ে ভিডিওটি দেখুন । আসা করি উপকার হবে ।
Youtube চ্যানেল খোলার পরে ; আপনি যে বিষয় নিয়ে ভালো ভিডিও বানাতে পারবেন সেই বিষয়ে নিয়মিত ভিডিও আপলোড দিবেন । যখন আপনার চ্যানেলে ১০০০ সাবক্রাইবার হবে এবং ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম হবে তখন আপনার চ্যানেল মনিটাইজেশেন করে নিবেন এবং তখন আপনার চ্যানেলে এড দেখানো হবে । এবং আপনার চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন ।
৬) ফ্রিলান্সিং করে অধিক টাকা ইনকাম করতে পারবেন ।
আপনি যদি ওয়েবডেভলপার , অ্যাপ ডেভলপার , ডিজিটাল মার্কেটার বা গ্রাফিক্স ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো কোন কথাই নাই , এই কাজ গুলোর যেকোনো একটি শিখতে পারলে আপনার তো লাইভ সেট হয়ে যাবে । কারন এই কাজ গুলোর এখন প্রচুর চাহিদা । যদি আপনার এই কাজ গুলো জানা থাকে তাহলে আপনার জন্য Fiverr, upwork , freeluncer ওয়েবসাইট । এখনে আপনি কি কি কাজ পারেন সেই কাজের জন্য গিগ তৈরি করতে হবে । সেই গিগ দেখে বায়ারা আপনাকে অর্ডার করবে আপনার কাজ ভালো হলে বায়ারা আপনাকে আরও কাজ দেবে । সমস্যা হচ্ছে ধর্য , আপনাকে নিয়মিত গিগ দিয়ে যেতে হবে এবং একটিভ থাকতে হবে । আর এখানে যারা ভালো কাজ পারে তাদের কাজের অভাব নেই ।
৭) এফ্লিয়েট মার্কেটিং করে টাকা ইনকাম করতে পারবেন ।
Amazon , alibaba ইত্যাদি সাইটের মাধ্যমে এফ্লিয়েট মার্কেটিং করে আপনি online income করতে পারেন ; এই সাইট গুলোতে যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের যেকোনো একটি প্রোডাক্ট নিয়ে এফ্লিয়েট মার্কেটিং করার জন্য। আপানাকে সেই প্রোডাক্টের একটি শর্ট লিঙ্ক দেয়া হবে এই শর্ট লিঙ্কটি আপনার ওয়েবসাইটে পোস্ট করতে হবে । আর এই লিঙ্ক থেকে amazon সাইটে গিয়ে এই প্রোডাক্টটি ক্রয় করলে আপনি সেখান থেকে কিছু কমিশন পাবেন । এটাই এফ্লিয়েট মার্কেটিং ।
৮) পিকচার বা ছবি বিভিন্ন সাইটে আপলোড করে টাকা ইনকাম করতে পারবেন ।
এখানে সুধু sutterstock এর কথাই বললাম । আমার জানা মতে , এই সাইটটিই বিশ্বস্ত । যেখানে পিকচার বা ভিডিও আপলোড করে online income করতে পারবেন।
৯) গেম খেলে টাকা ইনকাম করতে পারবেন ।
আমরা তো অনেকেই গেম খেলি মোবাইল ফোনে কিন্তু সেই খেলার সময় স্কিন রেকড করে কয়জনে youtube আপলোড দেই । যা থেকে আমাদের online income হতে পারে । তাছাড়া , গেম খেলে কয়েন কামানো যায় , যা পরে ডলারে রুপান্তর করা যায় ।