যেকোনো জেলা থেকে আবেদন করার জন্য সরাসরি অফিসের ফোনে আগে বুকিং করুন :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠান, মিল কারখানা, অফিস, টাওয়ার, গার্মেন্টস, গোডাউন ও বিভিন্ন শো-রুমে নিরাপত্তার দায়িত্ব পালনের জন্য জরুরী লোক নিয়োগ চলিতেছে। ডিউটি সময়: ৮ ঘন্টা থেকে ১২ ঘন্টা।
পদের নামঃ
১) সুপারভাইজার ৩০ জন এসএসসি/এইচএসসি বেতন: ১৩,৫০০ থেকে ১৮,০০০ টাকা পযর্ন্ত (আলোচনা সাপেক্ষে )
২) সহকারী সুপারভাইজার ৪০ জন ১০ম/এসএসসি বেতন: ১২,৫০০ থেকে ১৬,৫০০ টাকা পযর্ন্ত (আলোচনা সাপেক্ষে )
৩) রিক্রুটি অফিসার ১৫ জন এসএসসি/ এইচএসসি/বি.এ বেতন:(আলোচনা সাপেক্ষে )
৪) ব্যাংকের ভিআইপি স্পেশাল গার্ড ৪০জন বেতন: ৮ম/এসএসসি বেতন: ৯,৫০০ থেকে ১৩,০০০ টাকা পযর্ন্ত (আলোচনা সাপেক্ষে )
৫) শো-রুম গার্ড ৪0জন ৫ম/ ৮ম/এসএসসি বেতন ১১,০০০ থেকে ১৩,০০০টাকা পযর্ন্ত (আলোচনা সাপেক্ষে )
৬) মার্কেটিং পিয়ন ০৫ জন ৫ম বেতন: ৭,০০০ থেকে ১১,০০০ টাকা পযর্ন্ত (আলোচনা সাপেক্ষে )
সুবিধাসমুহ:
1) কোন প্রকার ঘুষের প্রযোজন নাই।
2) থাকা ফ্রি, খাওযা নিজের।
3) চিকিৎসা ভাতা,হাজিরা বোনাস।
4) দুই ঈদ বোনাস
5) ওভার টাইমের সুবিধা আছে।
6) প্রতি মাসের 5-10 তারিখের মধ্যে বেতন প্রদান করা হয়।
প্রযোজনীয়তা:
1) শিক্ষাগত যোগতার সার্টিফিকেট।
2) চেয়ারম্যান সার্টিফিকেট।
3) ভোটার আইডি কার্ড এর ফটোকপি।
4) দুই কপি পাসপোর্ট সাইজ ছবি।
আগ্রহী প্রার্থীরা স্ব-শরীরে নিমোক্ত ঠিকানায় উল্লেখিত কাগজপত্র সহ আসার জন্য অনুরোধ করা হলো।
বি:দ্র: আগ্রহী প্রার্থী স্ব-শরীরে নিমোক্ত ঠিকানায় বেডিং পএ নিয়ে আসা মাএ যোগদান।
বিস্তারিত অফিস : Facebook Page