ফেসবুক লাইভ ম্যাপ. এই মুহূর্তে কোথায় কি ঘটছে সরাসরি দেখুন
ফেসবুকের লাইভ অপশনটি বেশ জনপ্রিয়তা অর্জন করছে।ফেসবুকে নতুন ফিচার ‘ফেসবুক লাইভ ভিডিও ম্যাপ
ফিচারটির সাহায্যে পৃথিবীর যেকোনও জায়গার লাইভ ভিডিও দেখতে সক্ষম হবেন।
প্রতিটি মুহূর্তেই বিশ্বের কোথাও না কোথাও কেউ না কেউ ফেসবুক থেকে লাইভ ভিডিও সম্প্রচার করছে।
লাইভ ভিডিওগুলো যদিও অধিকাংশ সময়ই নিছকই বিনোদনমূলক হয়ে থাকে, কিন্তু প্রায় সময়ই শহর থেকে দূরবর্তী কোনো এলাকায় গুরুত্বপূর্ণ কিছু ঘটলে সাংবাদিকরা পৌঁছানোর পূর্ব পর্যন্ত ফেসবুক লাইভই হতে পারে বিশ্বের কাছে সেই সংবাদ সরাসরি পৌঁছানোর সবচেয়ে কার্যকরী উপায়।
তবে শুধু ডেস্কটপ কিংবা ল্যাপটপে ব্যবহারকারীরা এ সুবিধাটি পাবেন। তবে সেক্ষেত্রে পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষ কী করছে সেটা অবশ্যই পাবলিক স্ট্রিমিং করতে হবে। যদি প্রাইভেট স্ট্রিমিং করে তবে সেগুলো দেখা সম্ভব হবে না।
মনে করুন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অথবা এরকম কোনো এলাকায় কোনো দুর্ঘটনা ঘটেছে। আপনি বিস্তারিত জানতে আগ্রহী, কিন্তু কোনো টিভি চ্যানেলেই কিছু দেখাচ্ছে না। সেক্ষেত্রে আপনি ফেসবুকের লাইভ ম্যাপে ঐ এলাকার মানচিত্রে গিয়ে সহজেই খুঁজে দেখতে পারবেন, ঐ এলাকা থেকে কেউ সরাসরি কিছু সম্প্রচার করছে কিনা।
এই ঠিকানায় গেলে আপনি পুরো বিশ্বের মানচিত্রের উপর অনেকগুলো ছোট ছোট নীল রঙের বিন্দু দেখতে পাবেন।
প্রতিটি বিন্দুর অর্থ হচ্ছে, ঠিক এ মুহূর্তে ঐ স্থান থেকে কেউ একজন লাইভ সম্প্রচার করছে।
যে বিন্দুর আকার যত বড়, সেটি তত বেশি সংখ্যক মানুষ সরাসরি দেখছে। নীল রঙের বিন্দুর উপর ক্লিক করলেই সেই ভিডিও চালু হয়ে যাবে। এই অপশনের মাধ্যমে আপনি সারা বিশ্বের কোথায় কী ঘটছে, সরাসরি তা উপভোগ করতে পারবেন।