চলে এল ফেসবুকের Sub Account ফিচার, যা সকলের জন্য উন্মুক্ত!
আসসালামু আলাইকুম, ফেসবুক প্রতিনিয়ত তাদের নতুন নতুন আপডেট আমাদের সম্মুখে এনে আমাদের তাক লাগিয়ে দেয়ার চেষ্টা করে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় ফেসবুক নিয়ে এলো Sub Account বা এক একাউন্ট থেকে একাধিক একাউন্ট পরিচালনা করার সিস্টেম।
এখন থেকে আপনি আপনার নিজের একাউন্ট থেকে চাইলেই আরো ৫ টি একাউন্ট তৈরি করতে পারবেন।
ফিচারটি কেনো দেয়া হলো?
ফিচারটি মূলত ফেক একাউন্ট খোলা বন্ধ করতে দেয়া হয়েছে, এক ব্যাক্তি যেনো একাধিক একাউন্ট খুলে বিভ্রান্তিতে না পরতে হয় সে জন্য এই ফিচারটি দেয়া হয়েছে।
এতে করে এক ব্যাক্তি চাইলেই তার একাউন্ট থেকে তার ফেমেলী পার্সনদের এড রাখার জন্য একটা একাউন্ট, অফিস স্টাফদের এড রাখার জন্য একটি একাউন্ট, কলজের ফ্রেন্ডদের জন্য একটি একাউন্ট এভাবে মোট ৫ টি একাউন্ট খুলে নিজের ভাব আলাদা ভাবে প্রকাশ করতে পারবে।
কিভাবে খুলতে হয় সাব একাউন্ট?
আপনার একাউন্ট এ ঢুকে প্রোফাইলে যাবেন, তারপর থ্রিডটে যাবেন (যেখান থেকে নিজের আইডির লিংক নিতে হয়), সেখান থেকে একেবারে নিচে লেখা দেখবেন Create another profile.
বিঃদ্রঃ সিস্টেমের বাগ এর কারণে অনেকের অপশনটি এখনো কাজ করছেনা বলে ঘাবড়ানোর কিছু নেই। অপেক্ষায় থাকুন, খুব শীঘ্রই অপশনটি কাজ করবে। যারা যারা পেয়ে গেছেন শুভ কামনা সবার জন্য।