অনেক সময়ই কিছু কল থাকে বা আসে যা আমদের রেকর্ড করবার দরকার পরে।
কিন্তু প্লে স্টোরে থাকা Apps এর ভিরে আমরা খুজে পাই না পছন্দের সেই Apps
আসুন দেখে নেয়া যাক আমাদের সেই টপ তিনটি Apps যা কিনা সুন্দর অডিও এর সাথে আপনি শুনতে এমনকি শেয়ার ও করতে পারবেন।
1. Cube Call Recorder ACR
আমাদের লিস্ট এর প্রথম Apps টি হল Cube Call Recorder ACR ।এটি আমাদের পছন্দের প্রথম Application।এটির দ্বারা আপনি প্রাথমিক কল এর সাথে whatsappও ও skype এর কল ও রেকর্ড করতে পারবেন।
Call Recorder – Cube ACR
2. Automatic Call Recorder
দ্বিতীয় অ্যাপ হল Automatic Call recorder । আপনার অ্যান্ডরয়েড মোবাইল এ যতগুলো কল আসবে এবং আপনার মোবাইল থেকে যতগুলো কল যাবে সব কল অটো রেকর্ড করে রাখবে এই সফটওয়্যার টি ।
Automatic Call Recorder
3. Call recorder ACR
আমাদের সর্বশেষ অ্যাপ হল Call recorder ACR ।অন্য অ্যাপ গুলোর মতো এটিও Incoming ,Outgoing কল রেকর্ড করতে সক্ষম,সঙ্গে রয়ছে শেয়ার করার সুবিধা।
Call Recorder – ACR
ধন্যবাদ।