আপনি খুবি সহজে ফ্রীতে প্রতিদিন ৩ থেকে ৪ টি ডগিকয়েন ইনকাম করতে পারেন খুবি সহজে।
তাহলে চলুন দেখি কিভাবে ডগিকয়েন ইনকাম করবেন।
প্রথমে জেনে নিন Dogecoin কি?
ডগিকয়েন হলো বিটকয়েনের মতোই একটি ক্রিপটো কারেন্সি। যাদের বিটকয়েন সম্পর্কে ধারণা আছে তারা সহজেই বুঝতে পারবে ডগিকয়েন কি?
ডগিকয়েন বিটকয়েনের মতো পিয়ার টু পিয়ার লেনদেন হয়। ২০১৩ সালের ৮ ডিসেম্বর এটির যাত্রা শুরু করে।
এরপর থেকে এটি অন্যান্য ক্রিপ্টোকারেন্সির মতো লেনদেন হয়ে থাকে।
ডগিকয়েনি কিভাবে ইনকাম করবেন। আপনি প্রতি ঘন্টায় ক্যাপচা পুরণ করে 0.20 ডগিকয়েন পেতে পারেন। 0.20 ডগিকয়েন কে কম মনে করবেন না। কারন বিটকয়েন ও একসময় ডগিকয়েন এর মতো দাম কম ছিল..
আমি যখন ডগিকয়েনে কাজ করি তখন প্রতি ঘন্টায় ৩ ডগিকয়েন করে পেতাম। এখন দাম বাড়ার কারণে ডগিকয়েন কম দেয়। যত দাম বাড়বে তত কম দিবে।
কি কি দরকার ডগিকয়েন আয় করার জন্য?
ডগিকয়েন আয় করার জন্য আপনাকে একটি DOGECHAIN অ্যাকাউন্ট খুলতে হবে। যাদের অ্যাকাউন্ট নেই তারা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন এখান থেকে।
কিভাবে ডগিকয়েন ওয়ালেট খুলবেন
আপনি ডগিচেন এ রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটি ওয়ালেট আইডি দিবে। এই ওয়ালেট আইডি কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস না। এটিকে আপনি UserName হিসেবে ধরে নিতে পারেন। আপনি সেটি আপনার নোটপ্যাডে লিখে রাখবেন। অথবা Copy করে কোথাও Save করে রাখবেন। লগইন করতে এটি দরকার হবে। এটা হারালে আপনার সব চলে যাবে বৃথা। তাই খুবি সাবধানে যন্ত সহ কারে আপনার ওয়ালেট অ্যাড্রেস সেভ করে রাখুন
কিভাবে ডগিকয়েন আয় করবেন?
আপনার ডগিচেইন ওয়ালেটে আপনার ডগিকয়েন এ্যাড্রেস নিয়ে নিন। এর পর ডগিকয়েন দেয়ার সাইটগুলোতে গিয়ে ডগিকয়েন আয় শুরু করুন। যদিও ডগিকয়েনের মূল্য বর্তমানে কম কিন্তু ভবিষ্যতে যে বাড়বে না তার কি গ্যারান্টি আছে? হতে পারে এখনকার একটু আয় ভবিষ্যতে সম্পদে পরিনত হবে।
এখান থেকে একাউন্ট করুন আপনার Dogecoin রিসিভ অ্যাড্রেস দিয়ে…