আজকাল ফ্রিল্যান্সিং করে অনেকেই ঘরে বসে হাজার হাজার টাকা ইনকাম করছেন। এবং অনেকেই এতো ইনকাম করে নিচ্ছেন, যেকোনো ফুলটাইম জব বা চাকরি থেকেও এতো আয় করা সম্ভব না।
কিন্তু ফ্রিল্যান্সিং করে আয় করার জন্য আপনাকে প্রথমে কিছু বিষয়ে জেনে নিতে হবে।
ফ্রিল্যান্সার হওয়ার কিছু সুবিধা

- ফ্রিল্যান্সিং মানে কি?
- ফ্রিল্যান্সিং কিভাবে শুরু করব?
- কিভাবে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করব?
- ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যাবে?
- আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারব?
- যদি ফ্রিল্যান্সিং শিখতে চাই, কোন ফ্রিল্যান্সিং কোর্স করতে হবে?
১.উত্তর : ফ্রিল্যান্সিং হলো মুক্তপেশা যা ঘরে বসে অনলাইন এর মাধ্যমে করা যায়।
২.উত্তর : আজকাল সবাই ইন্টারনেট ব্যবহার করছে। ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সবার আগে প্রয়োজন ইন্টারনেট। ইন্টারনেট সংযুক্ত থাকলে আপনার হাতের এন্ড্রোয়েড ফোন দিয়েই আপনি শুরু করতে পারেন ফ্রিল্যান্সিং।
৩.উত্তর : ফাইভার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, গুরু এসব ওয়েবসাইটে কাজ করে টাকা আয় করা সম্ভব।
৪.উত্তর : ফ্রিল্যান্সিং করে টাকা আয় করার কোনো সীমা নেই। কোনো বিশেষ কাজে আপনার যত অভিজ্ঞতা হবে আপনি তত বেশি টাকা আয় করতে পারবেন।
৫.উত্তর : লক্ষ্য এবং চেষ্টা থাকলে সবই সম্ভব। ফ্রিল্যান্সিং শেখার জন্য উচ্চ শিক্ষার প্রয়োজন নেই। দক্ষতাই আসল জিনিস। আপনি যত বেশি দক্ষ হবেন আপনার ক্যারিয়ার তত বেশি উন্নত হবে।
৬.উত্তর : ফ্রিল্যান্সিং শেখার জন্য আপনাকে অবশ্যই কোর্স করতে হবে। Sopken English, Basic Computer, Digital Marketing, Graphic Design এগুলো ছাড়াও আরও অনেক কোর্স রয়েছে যেগুলি করে নিজেকে এক্সপার্ট বানিয়ে আপনি ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন।
Share the post "ফ্রিল্যান্সিং কিভাবে শিখবো, Freelancing ফ্রিল্যান্সিং সাধারণ জ্ঞান"
One Comment
Pingback: সেরা ৭টি উপায় বাড়ি Home থেকে কাজ করে দ্রুত অর্থ উপার্জনের - BestIncomeidea.com