ফরেক্স ট্রেডিং FX trading এ কিভাবে এ সফলতা পাবেন। অনেক অসফল ট্রেডার মনে করেন ফরেক্সে সফল হওয়ার জন্য ভাগ্য অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান, এখানে ভাগ্যও সবার কাছে ধরা দেয় না। ভাগ্য শুধুমাত্র তাদের কাছে আসে যারা নিজেকে সবধরনের পরিস্থিতির জন্য তৈরি রাখে এবং সুযোগ আসার সাথে সাথে তা কাজে লাগায়। একজন সফল ট্রেডারের সফল হওয়ার পিছনে শত শত ঘন্টার কঠোর পরিশ্রম, ধৈর্য এবং হারের তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
কিভাবে আপনি নিজেকে মার্কেটের সঠিক জায়গায় স্থাপন করবেন এবং নিজেকে কিভাবে সফল হওয়ার জন্য তৈরি করবেন। সফলতা কেবল চিন্তার বা ইচ্ছার বশে আসে না, এর জন্য একজন ট্রেডারের প্রয়োজন সঠিক প্রস্তুতি এবং কার্যকরী রুটিন। ট্রেডারকে তার তৈরি করা রুটিনকে ভালবাসতে হবে, মান্য করতে হবে শৃঙ্খলার সাথে।
ট্রেডিং এর বিশ্লেষণ সম্পর্কে পরিষ্কার ধারণা রাখাঃ
অনেক ট্রেডার ফরেক্স মার্কেটে জানেই না তারা আসলে কি খুজছেন। এটাও বলার অপেক্ষা রাখে না, অধিকাংশ ট্রেডারই ফরেক্স মার্কেটে ট্রেডিং কৌশল ছাড়াই ট্রেড করে। তারা মূলত জানেই না কিভাবে লক্ষ্যে পৌছাতে হয়। একজন ট্রেডারের উচিত তার ট্রেডিং এর জন্য একটি কৌশল নির্বাচন করা যে তাকে ভাল সম্ভাবনাময় ট্রেড নিতে সাহায্য করবে। তার উচিত সেই কৌশলটি ব্যবহার করার পূর্বে ভালোভাবে রপ্ত করা।
কিন্তু মজার বিষয় হচ্ছে অধিকাংশ ট্রেডারই এই সাধারণ এবং সহজ কাজটি করতে পারে না। যেকোনো একটি কৌশলে পরিপক্ক না হয়ে তারা একটির পর একটি ট্রেডিং কৌশল পরিবর্তন করতে থাকেন এবং অবশেষে সবকিছুর মিশ্র ধারণা নিয়ে একধরণের জগা-খিচুড়ি বানিয়ে ফেলেন।
অনেকেই মনে করেন ফরেক্স অনেক জটিল একটি বিষয় এজন্য এখানে ট্রেড করার জন্য আমার কৌশল এবং চার্ট অনেক জটিল হতে হবে। এটা সম্পূর্ণই একটি ভুল ধারণা। আপনি চাইলেই সহজে ট্রেড করে লাভবান হতে পারেন নিজের ট্রেডিং প্রক্রিয়া জটিল না করে। নিজেকে সময় দিন মার্কেটের সাথে খাপ খেয়ে নেওয়ার জন্য। সময়ের সাথে অভিজ্ঞতা বৃদ্ধি পাবে এবং আপনি সহজেই অনেক বিষয় একসাথে কাজে লাগিয়ে ট্রেড করতে পারবেন। শুরুতেই জটিল প্রক্রিয়াতে যাওয়ার প্রয়োজন নেই।
একটি ট্রেডিং প্ল্যান এবং রুটিন তৈরি করুনঃ
প্ল্যান এবং রুটিনের কথা শুনলে অঙ্কীর মুখে বিরক্তির ছাপ দেখা যায়। তবে এই বিরক্তিকর জিনিসই আপনাকে ফরেক্স মার্কেটে ধারাবাহিকভাবে অর্থ উপার্জন করতে এবং আপনাকে ধনী বানাতে পারে। নিজের ট্রেডিং প্রক্রিয়া বানানোর চেষ্টা করুন এবং সেই প্রক্রিয়াকে ভালবাসতে শিখুন। আপনি যখন একটি প্রক্রিয়া মন থেকে স্বীকার করে তা ব্যবহার করা শুরু করবেন, দেখবেন একসময় সেই প্রক্রিয়াটি আপনি উপভোগ করা শুরু করেছেন।
একজন ট্রেডারের উচিত নিজের ব্যবসায়িক লক্ষ্য নির্ধারণ করে সেই অনুযায়ী ট্রেডিং প্ল্যান তৈরি করা। অনেকে লক্ষ্য ঠিক না করেই কোনো নির্দিষ্ট প্ল্যান ছাড়াই ট্রেড করে। এতে দেখা যায় একধরণে বিশৃঙ্খল পরিস্থিতির শিকার হয় ট্রেডাররা, যা তাদের সহজেই হতাশা এবং ধৈর্য বিচ্যুতি করে ফেলে।
নিজের ট্রেডিং প্ল্যান এবং রুটিন তৈরি করার পর চেষ্টা করুন প্রত্যেকদিন ডেমো একাউন্টে তা অনুশীলন করার। অথবা আপনি চাইলে কোনো ভাল ফরেক্স ব্রোকারের মিনি একাউন্টে অল্প টাকা বিনিয়োগ করে ট্রেড করতে পারেন। মূলত একজন ট্রেডারের ততদিন ডেমোতে অনুশীলন করা উচিত, যতদিন পর্যন্ত তিনি সেই প্রক্রিয়ার সাথে মানিয়ে না নিচ্ছেন।
মার্কেটকে জয় করতে নিজেকে অভিজ্ঞ করুনঃ
ফরেক্স মার্কেটে নিজেকে সফলতার জায়গায় দেখতে আপনার সঠিক মানসিকতার প্রয়োজন আছে। যা বলতে অনেক সহজ হলেও মানা অনেক কঠিন একটি কাজ। অনেক ট্রেডারই শুরুতে সঠিক মানসিকতা এবং লক্ষ্য নিয়ে মার্কেটে প্রবেশ করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু অল্প কয়েক ট্রেডের পর ট্রেডিং এর ফলাফল একজন ট্রেডারের মানসিকতা পরিবর্তন করতে বাধ্য করে।
ট্রেডিং এর ফলাফলের উপর ভিত্তি করে একজন ট্রেডার আবেগপ্রবণ, ভীত কিংবা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়তে পারে। আমাদের চেষ্টা করা উচিত এমনটা হতে না দেওয়া। ফলাফল যেমনই হোক না কেনো আমাদের উচিত পরিকল্পনা অনুযায়ী ট্রেড করা। নিজের আয়ত্ত করা কোউশলের উপর ভরসা রাখার চেষ্টা করুন। যদি মনের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় তাহলে নিজের ট্রেডিং প্ল্যান নতুন করে পড়ে আয়ত্ত করুন। প্রয়োজন হলে কিছু সময়ের জন্য মার্কেট থেকে নিজেকে বিরত রেখে সতেজ অবস্থায় আসার পর ট্রেড করুন।
শৃঙ্খলা, ধৈর্য, মানসিক বাধা অতিক্রম, রুটিন মেনে চলা, এই সব কিছু বুঝার মূল উপাদান হচ্ছে আমাদের মস্তিষ্ক। নিজের মস্তিষ্ক যদি আমরা মার্কেটের জন্য অধ্যবসায়ের মাধ্যমে অভিজ্ঞ করতে পারি, তাহলে মার্কেটে সফলতা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। তবে মনে রাখবেন, এই পুরো প্রক্রিয়াটি আপনি দ্রুত আয়ত্ত করতে পারবেন না। এর জন্য আপনাকে উপযুক্ত সময় বিনিয়োগ করতে হবে।
আর্থিক ব্যবস্থাপনাঃ
ফরেক্স মার্কেটে অর্থ ব্যবস্থাপনার কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। তার মধ্যে সবচেয়ে জরুরি অংশ হচ্ছে আপনি ট্রেড প্রতি কত রিস্ক নিবেন। একজন ট্রেডারকে নিজের মানসিক এবং আর্থিক সামর্থ্যের ভিত্তিতে যাচাই করে নেওয়া উচিত ট্রেড প্রতি তিনি কি পরিমাণে রিস্ক নিতে সক্ষম।
অর্থ ব্যবস্থাপনার আরেকটি বড় অংশ হচ্ছে ওভার-ট্রেডিং। এটি সরাসরি অর্থ ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত না হলেও এর মাধ্যমে আপনার অর্থ ব্যবস্থাপনার প্রক্রিয়া মারাত্মকভাবে বাঁধাগ্রস্ত হতে পারে। একসাথে অধিক ট্রেড নেওয়া মানেই অধিক ঝুঁকি নেওয়া। অনেক সময় দেখা যায় একজন ট্রেডারের মানসিকভাবে অধিক ঝুঁকি নিতে অপারগ হয়ে যায়। যার ফলে ট্রেড পরিচালনা সঠিকভাবে করা কষ্টকর হয়ে পরে। সুতরাং আমাদের উচিত নিজের পরিচালনার সামর্থ্য অনুযায়ী ট্রেড নেওয়া এবং ওভার-ট্রেডিং না করা।
পরিশেষে বলা যায়, ফরেক্স মার্কেটে নিজেকে সফল হিসেবে তৈরি করা মূলত দুইটি অংশ রয়েছে। প্রথম হচ্ছে ফরেক্স মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় তা শিখা এবং দ্বিতীয় হচ্ছে আপনার আয়ত্ত করা প্রক্রিয়া কঠোরভাবে মেনে চলা।