বাংলাদেশের ভাল ফরেক্স ট্রেডার কারা? বাংলাদেশে কি কোন ভাল ট্রেডার নেই!?
উত্তর:- আছে।
তবে তারা কোথায় আছে কেউ জানেন না?
আমি মনে করি তারা বাংলাদেশের সবচেয়ে সফল ফরেক্স ট্রেডার। কেউ জানে না তারা কোথায় আছেন।
এখন যদি কেউ আপনাকে ফরেক্স শিখাতে চায় আর তার বিনিময়ে টাকা চাই তবে তাকে ডিরেক্টলি ব্লক দিন। কেউ যদি আপনার কাছে সিগন্যাল বেঁচতে চায় তবে তাকে ডিরেক্টলি ব্লক দিন।
আর যদি কেউ আপনাকে বলে ফরেক্সে ইনভেস্ট করে রাতারাতি ধণী করিয়ে দিবে তবে তাকে ডিরেক্টলি ব্লক দিন।
একটা কথা না বল্লেই না, বাংলাদেশে ফরেক্সের একটি খুবই জনপ্রিয় গ্রুপছিল (নাম বলছি না)। আমাকে সেই গ্রুপ থেকে বেড় করে দেওয়া হয়েছিল মানথলি পে করতে না পারার কারনে।
তাই আমি চাই ফরেক্স হবে উন্মুক্ত। একদম ফ্রী। যে যার মেধা খাটিয়ে লাভ করবে। ফরেক্সে একজন আরেকজনকে ফ্রী হেল্প করবে। আর তাছাড়া ইন্টারনেটে এত কন্টেন্ট যে আপনি চাইলেই চেষ্টা করে ভাল করতে পারবেন।
ফাইনালি ফরেক্স কেউ কাউকে শেখাতে পারে না। যতক্ষণ না নিজে কেউ ফরেক্স শিখে।
ফরেক্স ট্রেড মাথায় চাপ নিয়ে করা যাবে না।
আমি যাদের নাম উপরে উল্লেখ করেছি তাঁরা ছাড়া প্রোফেশনাল লেভেলের কোন ট্রেডার বাংলাদেশে নেই ।
আর ভন্ড ট্রেডারা সেই শুরু থেকেই ছিল, এখনো আছে, আগামিতেও থাকবে। এদের এরিয়ে চলতে হবে।
আর কেউ যদি নিজেকে ভাল ট্রেডার বলে দাবী করে ফরেক্স শিখাতে চাই তবে তাকে বলবেন আপনার ট্রেডিং আইডিয়া গ্রুপে শেয়ার করেন ডিটেইলসে। লাইভ ট্রেড শেয়ার করেন। আমরা একছর আগে দেখি কি হয়। তারপর না হয় আপনাকে থেকে টাকা দিয়ে ফরেক্স শিখবো।
কখনোই মাইএফএক্সবুক চাইবেন না, কারন আপনার ইনভেস্টমেন্ট এমাউন্টের চায়তে ১ ডলারো যদি বেশি আর্ন হয় তবে মাইএফএক্সবুক তাতে পজিটিভ গেইন দেখায়।
আপনাকে যেটা দেখতে হবে সেটা হলো তার এনালটিক্যাল এবিলিটি। আপনাকে দেখতে হবে তার মানথলি ট্রেড অপেন। প্লাস এক্টা ট্রেড সে কয়দিন থেকে কয় সপ্তাহ কন্টিনিউ করে।
সবচেয়ে মজার যে বিষয় হলো প্রফেশনাল সব ট্রেডাররাই সুয়িং ট্রেডার। তাঁরা আমার আপনার মত ২০ পিপ্স ৫০ পিপ্সের জন্য ট্রেড অপেন করে না।
কোন প্রফেশনাল ট্রেডারই আপনাকে ফরেক্স শিখাবে না। গ্যারান্টেড। কারন তাঁরা জানেন ফরেক্স কাউকে শেখানো যায় না। নিজে নিজে শিখতে হয়। স্ট্র্যাটেজি ডেভেলপ করতে হয়। সফলতা একদিনে আসে না ভাই, এটা একটা কন্টিনুয়াস প্রসেস।ধন্যবাদ
আর যদি কেউ এরপরেও টাকা দিয়ে ফরেক্স শিখেন, সিগন্যাল কিনেন তবে জেনে রাখবেন আপনিও একদিন প্রফেশনাল ট্রেডার হবেন, তবে ফরেক্সে নয়- ভন্ডামিতে!!
যারা ক্যাপচা পূরণ করে আর্নিং করতে চান তাদের জন্য ভাল একটা সাইট।
2 Comments
Pingback: মুরগির Chicken ভুনা খিচুড়ি রান্নার রেসিপি - BestIncomeidea.com
Pingback: কিভাবে ফরেক্স ট্রেডিং সাইকোলজি নিয়ন্ত্রণ করতে পারি ? | বেস্টআর্নআইডিয়া.কম