Google Admob থেকে টাকা ইনকাম করার গাইডলাইনঃ
গুগল এডমোব কি?: Google Admob হচ্ছে এড নেটওয়ার্ক, আমরা প্রায় সময় প্রয়োজনে নানা ধরনের এপ গুগল প্লে স্টোর থেকে ইনস্টল / ডাউনলোড করে থাকি। আমরা যখন অ্যাপস অপেন করি তখন দেখবেন ভিবিন্ন কোম্পানির অ্যাড আসে। আর এই অ্যাড এর মাধ্যমে একটি অ্যাপ তৈরি করে ইনকাম করা যায়। যদি আপনি Google Admob থেকে আয় করতে চান তবে আপনাকে একটি অ্যাপস তৈরি করতে হবে।
নতুন অ্যাপ বানাতে আমাদের সাথে যোগাযোগ করুন:
কল: 01748-188268
আমরা যারা গুগল প্লে স্টোর নিয়ে কাজ করি তাদের অধিকাংশ আমরা এডমোব নিয়ে কাজ করি
এডমোব আসলে google এর একটি প্রডাক্ট সেখান থেকে ইনকাম সম্পুর্ন রেয়াল। এখানে সন্ধেহের কিছু নেই। যারা আগে থেকে এডমোবে কাজ করেন তাদের জন্য হয়তো এই পোস্ট নয় কিন্তু যারা নতুন,, এবং এডমোব নিয়ে কাজ করতে ইচ্ছুক তাদেরজন্য এই পোস্ট। এখানে প্রচুর ইনকাম। আপনি ধর্য ধরে কাজ করলে এখান থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আমি যখন নতুন এসব কিছু বুঝতাম বা জানতাম না এডমোব কি এবং কিভাবে কাজ করতে হয় আমাকে শেখানোর মত কেউ ছিলো না আমিও আপনাদের মত এরকম বিভিন্ন্ ওয়েব সাইট ঘেটে ঘেটে শিখেছি আমি এখানে নতুনদের জন্য কিছু কথা বলবো যারা কেবল এডমোব নিয়ে কাজ করতে চান।এডমোব কিন্তু একসময় আলাদা একটা প্লাটফর্ম ছিলো কিন্তু এখন তা গুগলের একটি প্রোডাক্ট
এডমোব কিভাবে কাজ করে?
এডমোব হলো গুগলের একটি এড সারভিং প্লাটফর্ম এখনে এডমোবের সাহায্যে গুগল তাদের এড গুলো দেয়। আমরা যারা এডমোব নিয়ে কাজ করি তখন সেই এডমোব একাউন্টটি যখন ভেরিফাই হয়, তখন আপনার একাউন্টটিতে এড সারভিং এনাবেল করে দেয়া হয় এবং সেখানে কিছু এপ্স তৈরির একটি অপশন থাকে। এপ্স তৈরি করার সাথে আপনাকে কিছু এড উইনিট তৈরির করার সুযোগ দেবে, সেই এড ইউনিট গুলো আপনার প্লেস্টরিতে থাকা এপ্সের ভিতরে বসালে তখন আপনার প্লেস্টরিতে থাকা এপ্সে এড দেখানো শুরু করবে আর সেই এডের বিনিময়ে আপনাকে কিছু ইনকাম করার সুযোগ দেবে গুগল। এখানে একটু ধর্য লাগে।
কারন এখানে আপনি একাউন্ট খোলার সাথে সাথে কিন্তু আপনার এপ্সে এড দেখানো শুরু করবে না। আপনার একাউন্টটি ভেরিফাই হতে একটু সময় লাগবে সেটা ২ দিনও লাগতে পারে আবার এক সপ্তাহও লাগতে পারে। একাউন্ট ভেরিফাই হওয়ার পরে আপনাকে মেইলে তারা জানিয়ে দেবে। তারপর আপনি এপ্স তৈরি করে এড ইউনিট তৈরি করলে সেই এড উইনিট সক্রিয় হতে ২৪ ঘন্টা বা তার বেশি সময় লাগতে পারে।
এররপর এড উইনিট বসিয়ে আপনার এপ্সটি প্লেস্টিতে আপলোড দিলে, এখানেও একটু সময় নিবে তারা এপ্সটির user কাউন্ট করবে এবং আপনার এপ্সটি রিভিও করবে। রিভিও করার পরে আপনার এপ্সটিতে এড দেখানোর উপযোগী হলে আপনার এপ্সে এড সো করতে থাকবে।
নতুনরা যে ভুলটি করে থাকে
মাত্র সাধারন একটি এপ্স তৈরি করে সেখানে এড ইউনিট বসিয়ে নিজের ফোনে এপ্সটি ইনস্টল করে। তারপর, চেক করে এড সো করে কিনা। এখন,, অবস্য এটা কমই করে নতুনরা,, তারা ইউটিউবের ভিডিও দেখে সেখানে টেস্ট এড বসিয়ে এপ্সটি টেস্ট করতে পারে। টেস্ট এড সো হওয়ার পরেই সে বুঝতে পারে তার এপ্সে এখন আসল এড সো করবে,,, তাই একটি রিয়াল বা আসল এড ইউনিট বসিয়ে তার এপ্সটি প্লেস্টরিতে আপলোড দেয়
এবার সে তার এপ্সের লিংকটি কোন এক ফ্রেন্ডের ফোনে শেয়ার করে এবং ইনস্টল করে। যখন এপ্স ওপেন করে তখন দেখে তার এপ্সে এড সো করছে না। তারপর আবার ইউটিউবের ভিডিও দেখতে শুরু করে। কেন এপ্সে এড সো করছে না,, টেস্ট এড সো করে কিন্তু আসল এড সো করে না কেন । এটার অনেকগুলো কারন থাকতে পারে। তার মধ্যে কিছু উল্লেখযোগ্য কারন
১) আপনার এডমোব একাউন্টটি যদি নতুন হয়ে থাকে। যেমন ১ মাস বা ২১ দিনের নিচে।অনেকের ক্ষেত্রে ২৪ ঘণ্টার মধ্যেই আপ্পসে এড শো করে ।
২) আপনি যদি নতুন এড ইউনিট তৈরি করে থাকেন।
৩) যদি এড ইউনিটগুলো ভালো ভাবে ইম্পেলিমেন্ট করা না হয়
৪) আপনার একাউন্ট যদি ভেরিফাই না হয়।
৫) এপ্স আইডি যদি ঠিকভাবে না বসান। বা টেস্ট এপ্স আইডি যদি ব্যাবহার করেন।
৬) আপনার এপ্সটি যদি প্লেস্টরে না থাকে বা অন্য কোন এপ্স স্টরে না থাকে।
৭) আপনার এপ্সে যদি কোন ভায়োলেশন থাকে।
৮) একাউন্টে যদি এড লিমিট চলে আসে।
৯) আপনার এপ্সের লিংকটি যদি এডমোবের তৈরিকৃত এপ্সের সাথে লিংক না করে নেন।
নতুনরা আরো একটি ভুল করে তা হলো,, একটি এডমোভ একাউন্ট তৈরি করার পর সেখানে যদি এড সো না করে তাহলে তারা সেটা ডিলেট করে আবার একটা একাউন্ট খোলে । মনে করে প্রথমটির কোনো হয়তো সমস্যা হয়েছে তাই এবারের টা খুললে মোনে হয় এড দেখাবে,, তাই তারা আবার নতুন একটি একাউন্ট খোলে,, এবং সেটাতে সেই একই সমস্যা লেগে থাকে,, খেয়াল রাখবেন, একটি জিমেইল দিয়ে কেবল একটি এডমোব একাউন্ট খোলা যায়,, সেটা যদি ডিলেটও করেন তবে সেই জিমেইল আইডি দিয়ে আপনি পরবর্তীতে কোন এডমোব একাউন্ট খুলতে পারবেন না।
অথবা একটি ডিভাইসে একটি এডমোব থাকা অবস্থায় আর নতুন একাউন্ট করতে পারবেন না যদি পারেনও তাহলে আপনার নতুন একাউন্টের ভেরিফিকেশনের পরে বলে দেবে এটা আপনার নকল একাউন্ট।
গুগলের সিস্টেম সম্পুর্ন আলাদা,, তারা আপনার এপ্সে কেন এড দেয় জানেন? বিভিন্র প্রতিষ্ঠান গুগলকে এড দেয়ার জন্য পেমেন্ট করে,, গুগল সেই কাস্টমারদের কাছ থেকে টাকার বিনিময়ে আপনার এপ্সে এড গুলো সো করায়,, কাস্টমারদের দেয়া টাকার কিছু অংশ গুগল রেখে বাকি টাকা আপনাকে দেয়।
কাস্টমাররা কেন এড দেয়? অবশ্যই তাদের বিজনেস বাড়ানোর জন্য বা প্রডাক্ট সেল হওয়ার জন্য,, তাদের যদি সেল না হয় তাহলে কাস্টমারদের গুগলের প্রতি খারাপ অভিজ্ঞতা হয় । তাই গুগল চায়,, ভালো user সমৃদ্ধ একটি এপ্সে এড দেখাতে যাতে সেখানে সেল হয়।
একাউন্টে এড সো না করার একটি কারন
ধরে নিন আপনার একাউন্টে সবই ঠিক আছে,, যেমন, একাউন্ট ভেরিফাই হয়েছে, আপনার এপ্সে এড সারভিং এনাবেলও হয়েছে, টেস্ট এড সো করে, এপ্সটি প্লেস্টরিতে লাইভে আছে,, তারপরেও এড সো হচ্ছে না,, তখন আপনাকে active user এর দিকে দেখতে হবে,, মনে করুন আপনার এপ্সে অনেক active user হয়েছে তাও এড সো হচ্ছে না। তাহলে একটু অপেক্ষা করুন,, গুগল বিভিন্ন অঞ্চল ভেদে এড দেখায় তাই,, একটু অপেক্ষা করুন দেখবেন আপনার এপ্সে কিছুদিনের মধ্যেই এড দেখানো শুরু করবে। যদি না দেখায়,, তাহলে apk. submit হেল্প সেন্টারে আপনার এপ্সটি সঠিক ভাবে সাবমিট করুন। তাহলে ইনশাআল্লাহ্ কাজ হবে।
যে সকল কারনে এডমোবে এড লিমিট চলে আসে
- নিজের ফোনে এপ্সটি ইনন্টল করে নিজের এডে বারবার ক্লিক করা।
- প্লেস্টরে এপ পাবলিস না করেই এড সো করানো
- apps.ads.txt ফাইল সেট না করলে আপনার একাউন্টে লিমিট চলে আসবে।
- ইনভেলিড ক্লিক, ইম্প্রেশন, ecpm বৃদ্ধি পেলে এড লিমিট চলে আসবে।
- vpn ব্যাবহার করে বারবার এপ্স দেখা।
কি কি কারনে একাউন্ট এর সমস্যা হয়।
- একাউন্টে অতিরিক্ত ecpm বেরে গেলে বা ইনভেলিড ক্লিক বেরে গেলে
- আপনার একাউন্টে একাধিক সমস্যা চলে আসলে।
উপরের যোকোন কারনে আপনার একাউন্ট এর সমস্যা হতে পারে। আপনি কতটা চালাক তার চেয়ে বেশি চালাক গুগল,,,। ইন্টারনেট তাদের। আর সেখানে আপনি কোথায় যাচ্ছেন কি করছেন সব ডাটা তাদের কাছে আছে,, তাদের সিস্টেম আরো উন্নত হচ্ছে,। তাই,, সৎ উপায়ে ইনকাম করুন। গুগল আপানাকে সুযোগ দেবে সৎ উপায়ে ইনকাম করার। আর না পারলে কাজ করার দরকার নেই। গুগলের সাথে ভালো ভাবে থাকলে সারাজীবন ইনকাম করতে পারবেন। তাই,, সর্টকাট ইনকামের ইচ্ছা মাথা থেকে সরান,,। কারো এডমোব একাউন্টে কোন সমস্যা থাকলে আমাকে কমেন্টে জনান আমি সহযোগিতা করার চেষ্টা করবো।