জিজ্ঞাসা–৫৮০: গুগল এডসেন্স থেকে টাকা ইনকাম কি জায়েয? বিস্তারিত জানতে চাই!–মুহা.এনামুল ইসলাম।
জবাব: মূলত গুগল অ্যাডসেন্স (Google AdSense) হলো একটি অ্যাডভারটাইজিং মাধ্যম। সুতরাং অ্যাডগুলো যদি অশ্লীল ও হারাম পণ্যের হয় তাহলে তাহলে জায়েয হবে না। কেননা, গুনাহর প্রচার ও তার সহযোগিতা করা হারাম। আল্লাহ তাআলা বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُواْ اللّهَ إِنَّ اللّهَ شَدِيدُ الْعِقَابِ
তোমরা সৎকর্ম ও আল্লাহভীতিতে একে অন্যের সহযোগিতা করো, গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। (সূরা মায়েদা ২)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
مَنْ دَعَا إِلَى هُدًى كَانَ لَهُ مِنْ الأَجْرِ مِثْلُ أُجُورِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا وَمَنْ دَعَا إِلَى ضَلالَةٍ كَانَ عَلَيْهِ مِنْ الإِثْمِ مِثْلُ آثَامِ مَنْ تَبِعَهُ لا يَنْقُصُ ذَلِكَ مِنْ آثَامِهِمْ شَيْئًا
যে লোক সঠিক পথের দিকে ডাকে তার জন্য সে পথের অনুসারীদের প্রতিদানের সমান প্রতিদান রয়েছে। এতে তাদের প্রতিদান হতে সামান্য ঘাটতি হবে না। আর যে লোক গুনাহর দিকে ডাকে তার উপর সে রাস্তার অনুসারীদের গুনাহর অনুরূপ গুনাহ বর্তাবে। এতে তাদের গুনাহগুলো সামান্য হালকা হবে না। (মুসলিম ৬৫৬০)
পক্ষান্তরে যদি কেউ অনৈসলামিক অ্যাডগুলো বন্ধ রেখে বৈধ অ্যাডগুলো প্রচার করে ইনকাম করতে পারে তাহলে তা থেকে প্রাপ্ত ইনকাম হালাল হবে।والله اعلم بالصوابউত্তর দিয়েছেন
মাওলানা উমায়ের কোব্বাদী
One Comment
Pingback: নামের অর্থ সাথে ইংরেজি অনুবাদ। Islamic Name English - বেস্টআর্নআইডিয়া.কম