বিজ্ঞাপন দিয়ে অর্থ আয় করুন Google Adsense থেকে।
আপনি খুব সহজে ঐ অনলাইন মার্কেটিং এর মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।একটি নির্দিষ্টওয়েব সাইটে কোন পণ্য বা প্রতিষ্ঠানের বিশেষ কোন বিষয় এর উপর বিজ্ঞাপন দিয়ে আপনি এআয় করতে পারেন।আপনিও পারবেন বিশ্বের যেকোন দেশে বসে অনলাইনে টাকা উপার্জন করতে হয়তো ভাবছেন ওয়েব সাইট নতুন হলে কিংবা জনপ্রিয় না হলে কিভাবে সহজে বিজ্ঞাপনের মাধ্যমে উপার্জন করতে পারবো? এ ব্যাপারে আপনাকে সূযোগ করে দিবে বেশ কিছু জনপ্রিয় ওয়েব-সাইট ।জনপ্রিয় ওয়েব-সাইট হতে পাওয়া বিভিন্ন ধরনের বিজ্ঞাপন নিজের ওয়েব-সাইটে প্রকাশ করলে আপনার অর্থ উপার্জনের সম্ভাবনাটুকু সহজে তৈরি হয়ে যাবে। আমাদের দেশ এ অনলাইনে মাকেটিংসঙ্গে জড়িত হয়ে যারা অর্থ উপার্জন করছে তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সাইট হল গুগল এডসেণ্স
ADSENSE
Google Adsense Google এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ইন্টারনেট মার্কেটিং এ ওয়েবসাইট বিজ্ঞাপনের ক্ষেত্রে শীর্ষে অবস্তান করছে Adsense।Adsense ওয়েবমাস্টারদের কাছে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় একটি বিজ্ঞাপনদাতা সাইট।
অন্যান্য বিজ্ঞাপনদাতা ওয়েবসাইট হতে Adsense জনপ্রিয়তার মূল কারন হল অন্যান্যরা ও্য়েবসাইটের ট্রপিক
যতটা রিলাটেড বিজ্ঞাপন দেখায় Adsense তার চেয়ে দশগুন বেশী রিলাটেড বিজ্ঞাপন দেখায়।
এতে করে বিজ্ঞাপনে ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায়।
ক্লিক করার এ পদ্ধতিকে বলে ppc (pay per click). এ পদ্ধতিতে আপনার ওয়েবসা্ইটে প্রদর্শিত বিজ্ঞাপনে ভিজিটরা
এসে ক্লিক করলে ঐ ক্লিক এর বিনিময়ে আপনি একটি নিদিষ্ট পরিমান অর্থ পাবেন।গুগল এডসেণ্স এ বিজ্ঞাপনের ধরন বুঝে আপনি একটি বিজ্ঞাপন হতে ১ সেন্ট হতে ৫৪ ডলার পর্যন্ত আয়করতে পারবেন। এডসেণ্স অ্যাকাউন্টএ আপনার যখন ১০০ ডলার হবে তখন আপনি অনলাইন Money Transfer এর মাধ্যমে টাকা নিজের কাছে নিয়ে আনতে পারবেন।
Adsense এ একাউন্ট তৈরি:
প্রথমে www.adsense.com এ প্রবেশ করুন।এরপর যে পেজটি আসবে তা হতে signup now এ ক্লিক করুন।
এরপর যে পেজটি আসবে সেখানে আপনার যাবতীয় তথ্য দিয়ে পূরন করতে হবে।
প্রথমে website url এর জায়গায় আপনার ওয়েবসাইট বা ব্লগের ঠিকানাটি দেন।
Website language থেকে English Select করতে হবে।
I will not place ads……………..দিয়ে শুরু ২ টা লেখার পাশের চেকবক্সে টিক চিহ্ন দেন।
Account type থেকে individual select করুন।
Country or territory থেকে Bangladesh select করুন।
payee name এর জায়গায় আপনার পূর্ন নাম লিখুন।
Street address এ আপনার ঠিকানা লিখুন।
City/Town এ আপনার শহরের নাম লিখুন।
Postal Code এ আপনার এলাকার পোষ্টকোডটি টাইপ করুন।
Phone এ আপনার Phone Number টি দেন।
এরপর policies এর নিচে ৩টি চেকবক্স পাবেন। ৩ টিতেঐ click করুন।
সবশেষ submit information এ click করুন।
এবার যে পেজটি আসবে সেখান হতে I have a email………….. এরপাশে রেডিও বাটনে ক্লিক করুন।
এরপর I’d like to use my existing Google account………………এরপাশে রেডিও বাটনে ক্লিক করুন।
এবার Email এর পাশে আপনার G-mailঅ্যাকাউন্টের ইউজার নামটি দেন এবং Password এর পাশে G-mail অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেন।এরপর Continue এ Click করুন।এরপর যে পেজটা পাবেন সেখানে বলা থাকবে,
কতৃপক্ষ আপনার সাইটের জন্য এডসেন্স এ্যাড প্রুফ করা যায় কিনা তা বিবেচনা করে দেখবে এবং তাদের সিদ্ধান্ত আপনাকে ইমেইলের মাধ্যমে জানাবে।
ইমেইলটি আপনার কাছে ২ থেকে ৩ দিনের মধ্যে আসবে।ইমেইলের মাধ্যমে আপনাকে ২ ধরনের নোটিশ দেওয়া হতে পারে।
একধরনের ইমেইলে আপনাকে জানানো হবে আপনার ব্লগ বা সাইটটি এডসেন্স উপযোগী না তাই কতৃপক্ষ আপনার সাইটটির জন্য এডসেন্স প্রুফ করেনি।
এক্ষেত্রে আপনার সাইটটি আরো উন্নত করে এডসেন্স এর জন্য অ্যাপ্লাই করুন।আরেক ধরনের মেইলে আপনাকে জানানো হবে আপনার সাইটটি এডসেন্স প্রুফ করেছে। আপনি আপনার সাইটে এডসেন্সের বিজ্ঞাপন দেখাতে পারেন।
Adsense এ বিজ্ঞাপন তৈরি:
Adsense এ login করার পর আপনি যে হোমপেইজ পাবেন সেখান হতে my ads এclick করুন।
my ads এ click করার পর যে পেজটি আসবে সেখান হতে New ad unitএ ক্লিক করুন।
এরপর যে পেজটি আসবে সেখান থেকে আপনার বিজ্ঞাপন তৈরি করতে হবে।প্রথমে Name এর জায়গায় বিজ্ঞাপনটির নামটি দিতে হবে।
সাইজের জায়গায় কোন সাইজ হবে সেটি নিদিষ্ট করুন।Ad type হতে যেকোন একটি পছন্দ করুন।
এরপর Border, Title, Background, Text, URL এগুলি প্রত্যেকটির জন্য আলাদা আলাদা রং পছন্দ করুন।
লক্ষ করবেন আপনি যখন রং এর পরিবর্তন করবেন তা দেখতে কেমন হবে তা পাশের একটি সেম্পল এ্যাডে দেখাচ্ছে।
সবশেষ Save and get code এ click করুন। এরপর একটি পপআপ উইন্ডো আসবে যেখানে আপনার তৈরিকৃত বিজ্ঞাপনের জন্য কোডটুকু দেখাবে। এ কোডটুকু আপনি আপনার সাইটে যোগ করলে আপনার সাইটে এডসেন্সের বিজ্ঞাপন দেখা যাবে।
কোন সময় যদি আপনার তৈরিকৃত বিজ্ঞাপন কোডটুকু আবার প্রয়োজন হয় তাহলে হোমপেইজে থেকে my ads এ click করুন।
এবার যে পেজটি আসবে সেখানে আপনার তৈরিকৃত সবগুলি বিজ্ঞাপন দেখাবে।
এখান থেকে যে বিজ্ঞাপনটি দরকার তার নামের উপর ক্লিক করলেই ঐ বিজ্ঞাপনের কোডটুকু দেখাবে।
Adsense এর বিজ্ঞাপনের জন্য জায়গা নির্বচন :
সাইটের যেখানে সেখানে বিজ্ঞাপন বসালে বিজ্ঞাপনে ক্লিক পরার সম্ভাবনা কমে যায়। তাই বিজ্ঞাপন স্থাপনের জন্য কোন স্থানগুলি উত্তম তা নিচে দেওয়া হল:
1. বাম বা ডাইন সাইডবার:
বাম বা ডাইন সাইডবার বিজ্ঞাপন বসাবার জন্য সবচেয়ে ভাল জায়গা আপনি এখানে টেক্সট বা ইমেইজ দু ধরনের বিজ্ঞাপন ব্যাবহার করতে পারেন।
2.ব্যানারের পাশে:
ব্যানারের পাশে একটি ইমেজ এ্যাড ব্যাবহার করলে তাতে ক্লিক করার সম্ভাবনা কিছুটা বেশী থাকে।
3. পোষ্ট বা কন্টেন্টের নিচে বা উপরে:
পোষ্ট বা কন্টেন্টের নিচে বা উপরে বিজ্ঞাপনে ক্লিক পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশী থাকে।এ জায়গায় টেক্সট এ্যাড ব্যাবহার করা উত্তম।
4. ফুটারে:
ফুটার অংশে বিজ্ঞাপনে ক্লিক পড়ার সম্ভাবনা খুবই কম।কারন অনেক সময় ভিজিটর ফুটার অংশ পর্যন্ত যায় না।
5. মেনুবারের নিচে:
মেনুবারের নিচে আপনি একটা লিংক ইউনিট এ্যাড রাখতে পারেন। এতে ভিজিটর মেনু হিসাবে এতে ক্লিক করতে পারে।
তাছাড়া আপনার সাইটের কোন অংশে বিজ্ঞাপন বসালে ক্লিক বেশী পড়ে তা আপনি বিভিন্ন অংশে বিজ্ঞাপন বসিয়ে পরীক্ষা করতে পারেন।
বিজ্ঞাপন তৈরির সময় করনীয়:
Adsense এর বিজ্ঞাপন আপনার সাইটে সুন্দরভাবে বসালে ভিজিটর মনের অজান্তেই বিজ্ঞাপনে ক্লিক করবে।
তাই বিজ্ঞাপনের কোড তৈরির সময় লক্ষ রাখবেন তা যেন পুরাপুরি সাইটের সাথে মিলে যায়। এজন্য যখন বিজ্ঞাপনের কালার নির্বাচনের সময় সাইটের কালারের সাথে মিল রেখে দিবেন।
সতর্কতা:
Adsense এর কিছু রুলস আছে যেগুলি ভঙ্গ করলে আপনার Adsense একাউন্ট বন্ধ করে দিবে।
নিচে রুলস গুলোর সংক্ষিপ্ত বর্ননা দেওয়া হল।
1. আপনি নিজের সাইটের বিজ্ঞাপন কখনো নিজে ক্লিক করতে পারবেন না।
2. ভিজিটর বা পাঠককে কখনো বিজ্ঞাপনে ক্লিক করার জন্য উদ্ধুদ্ধ করা যাবে না।অনেকেই click here অথবা কোন হেডিং দিয়ে সে বিষয়ে কোন কিছু না লিখে শুধু বিজ্ঞাপন দিয়ে থাকে যা নিয়ম বর্হিভূত কাজ।
3. গুগল Adsense সাপোর্ট করেনা এমন কোন ভাষা ব্যাবহৃত সাইটে Adsenseব্যাবহার করা যাবেনা।
4. পোষ্টের মাঝখানে বা কন্টেন্টের মাঝখানে বিজ্ঞাপন বসানো উচিত নয়। এতে ভিজিটর কোনটা বিজ্ঞাপন কোনটা কন্টেন্ট তা নিয়ে বিভ্রান্তিতে পড়ে।
5. কোন ছবির নিচে বা ছবির সাথে মিশিয়ে বিজ্ঞাপন তৈরি করা যাবেনা।
6. আপনি বিজ্ঞাপন তৈরি করার পর আপনাকে যে কোড দেওয়া হয়েছে তা কখনো পরিবর্তন করা যাবে না।
7. সাইটে খুব বেশী বিজ্ঞাপন বসাবেন না। এমন যাতে না হয় যে কন্টেন্টের চেয়ে বিজ্ঞাপন বেশী। এতে ভিজিটর সে সাইটে আর ভিজিট করবে না।
8. যে পেজএ Adsense এর বিজ্ঞাপন রয়েছে তাতে অন্য কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।
9. আপনি যে সাইটে Adsense এর বিজ্ঞাপন বসাতে চাইছেন তা যেন কপিরাইট বিরোধী না হয়।
Adsense এর পর Adbrite, Bidvestise, Chitika ইত্যাদি সা্ইট আছে যা Adsense এর মত।
1 Comments
Pingback: Adsense এডসেন্স অ্যাকাউন্ট ব্যান থেকে কিভাবে রক্ষা পাবেন। Google Adsense Account ban Tips - বেস্টআর্নআইডিয়া.কম