স্বামী তাঁর স্ত্রীকে মৃত্যুর পর গোসল করাতে পারবেন।
সহিহ বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে- রাসুল (সা.) বলেছেন, আয়েশা (রা.) একদিন বলছিলেন, তাঁর খুব বেশি মাথা ব্যথা হচ্ছে, অর্থাৎ তিনি আওয়াজ করছিলেন যে, ‘আমার মাথা গেল, মানে আমি মাথায় ব্যথা পাচ্ছি।
তখন রাসুল (সা.) আয়েশা (রা.)কে একটু শান্ত করার জন্য মজা করে বললেন যে, ‘মাথা ব্যথার পর যদি তোমার মৃত্যু হয়, তাহলে আমি নিজেই তোমাকে গোসল করাব।’ এতে আয়েশা (রা.) একটু সন্তুষ্ট হলেন, খুশি হলেন।
যদিও এটি একটি ঘটনা। কিন্তু রাসুল (সা.)-এর হাদিস। রাসুল (সা.)-এর মৃত্যুর পর তাঁর স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা (রা.)-কে গোসল করানোর বিষয়টি এখানে অনুমোদন দিয়েছেন এবং সেটি তিনি ইচ্ছে পোষণ করেছেন।
এদিকে যখন ফাতিমা বিনতে মোহাম্মদ (রা.)-এর মৃত্যু হয়, তখন আলী ইবনে আবু তালিব (রা.) নিজেই গোসল দিয়েছেন এবং নিজেই দাফনের কাজ সম্পন্ন করেছেন।