কিভাবে র্যাম(RAM) লাগাবেন:
RAM লাগানো ঘুবই সহজ। এটি হলো RAM। এটার এখানটায় একটি Notch রয়েছে। আর এটা হলো RAM Slot, অর্থাৎ এখানে<
RAM কে স্থাপন করতে হবে, এখানেও একটি Notch রয়েছে এবং এর দুপাশে দুটো Clip রয়েছে।
Clip দুটোকে আলতো করে এভাবে চাপ দিন এগুলো সরে যাবে।
এবার RAM টি এমনভাবে Slot এ বসান যেন Notch দুটো মিলে যায়। এভাবে হালকা চাপ দিন,
Clip দুটো আপনা থেকেই লেগে যাবে।
সহজ ভাবে বললে:
দেখবেন র্যামে মাঝে একটি কাটা দাগ আছে , কাটা দাগ লক্ষ করুন এবং
মাদারবোর্ড এ ও র্যাম লাগানোর স্থানে কাটা দাগ আছে ।
যে দিকে কাটা দাগ সে দিকে মিল রেখে এবং দুপাশের ক্লিপ সরিয়ে র্যাম সুন্দর করে হালকা ভাবে বসান যদি দেখেন র্যামের মাঝের কাটা দাগ মিলে গেছে তা হলে র্যামের দুপাশে চাপ দিবেন।
কম্পিউটারের RAM এর গতি কিভাবে বাড়ানো যায়
Share the post "র্যাম (RAM) কিভাবে লাগাবেন- কম্পিউটার টিপস"