Domain ডোমেইন কি? একটি ওয়েবসাইটের নাম/ঠিকানাই হচ্ছে ডোমেইন।
যেমন Shebahost.com । কিন্তু এই যে ব্রাউজারে ডোমেইন লিখে দিলে যে জিনিসগুলো দেখতে পান সেগুলো থাকে হোস্টিং এ। এই ডোমেইনকে নির্দেশ দেওয়া হয় তাকে ঠিক কোন হোস্টিং থেকে এই ফাইলসগুলো নিতে হবে।
এটাকে বলে নেমসার্ভার/DNS সেটআপ।
নিম্নোক্ত উপায়ে আপনি নেমসার্ভার সেটআপ করতে পারবেন-
প্রয়োজনীয়তা-
১. আপনার কাছে অবশ্যই ডোমেইন কন্ট্রোল প্যানেল থাকতে হবে।
২. আপনার কাছে অবশ্যই হোস্টিং থাকতে হবে। এবং এর কন্ট্রোল প্যানেল।
ধাপসমূহ-
১. ডোমেইন কন্ট্রোল প্যানেল এর প্রবেশ করার পর চলে যাবেন
Domain>DNS Management> এখানে নেমসার্ভার দেওয়ার অপশন দেখতে পারবেন। অথবা,
Domain>Change Nameserver> এখানে নেমসার্ভার দেওয়ার অপশন দেখতে পারবেন।
BDIX বা বাংলাদেশি হোস্টিংএর সুবিধাগুলো কি?
২. এরপর হোস্টিং কন্ট্রোল প্যানেলে লগইন করবেন। সেখানে উক্ত হোস্টিং এর নেমসার্ভার দেখতে পারবেন। না পেলে সাপোর্ট এ কথা বলে শুনে নিন। নেমসার্ভার দেখতে কিছুটা এ রকম-
ns1.webserver.com , ns2.yourdomain.com ইত্যাদি।
৩. যতগুলো নেমসার্ভার পাবেন ততগুলো নেমসার্ভার আপনার ডোমনের উক্ত স্থানে (1 নম্বর ধাপ দ্রষ্টব্য) বসিয়ে দিন। তারপর সেভ করে দিন।
নেমসার্ভার পরিবর্তন হতে ৪৮ ঘন্টা সময় নিতে পারে। তবে সাধারণত ১ ঘন্টা সময় নিয়ে থাকে। কোন ক্ষেত্রে মাত্র ৫ মিনিট। অভিনন্দন আপনার নেমসার্ভার আপডেট সম্পূর্ণ হয়েছে।
One Comment
Pingback: Inode বা File লিমিট কেন দেয়া হয়। ইনোডের সংখ্যা কীভাবে পরীক্ষা করবেন? | বেস্টআর্নআইডিয়া.কম