কিভাবে ব্লকচেইন/blockchain.info ওয়ালেট খুলবেন।
আশা করি ভালো আছেন।কিভাবে ব্লকচেইন একটি এক্যাউন্ট বা ওয়ালেট খুলতে হয়।
চলুন তার জন্য আপনাকে আপনার ব্রাউজার এ যেতে হবে।
যারা মোবাইল দিয়ে করবেন তাদের জন্য গুগোল ক্রোম ব্রাউজা দিয়ে করতে পারেন।
তারপর ওয়েব এড্রেস এর জায়গায় লিখবেন https://blockchain.info তারপর নিচের স্ক্রিনশুট এর মতো ওয়ালেট লেখাতে ক্লিক করুন।
GET A FREE WALLET এ ক্লিক করুন।
GET A FREE WALLET এ এ ক্লিক করার পর নিচের স্ক্রিনশুট এর মতো ইন্টারফেস আসবে।
সেখানে ইমেইল ও পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে টার্মস অ্যান্ড কন্ডিশন চেক বক্স এ টিক দিয়ে Continue তে ক্লিক করুন।
Continue তে ক্লিক করুন
তারপর আপনার ইমেইল গিয়ে দেখাবেন একটা মেইল এসেছে ব্লকচেইন থেকে ঐ ইমেইল টি ভেরিফাই করুন এইভাবেই আপনি খুব সহজে বিটকয়েন ওয়ালেট/এক্যাউন্ট খুলতে পারবেন।
বিদ্রঃ অ্যাকাউন্ট খুলার পর এটি অ্যাড্রেস পাবেন সেইটা নোট এ save করে রাখবেন, যাতে না হারিয়ে যায়।
এই অ্যাড্রেস প্রতি বার লগিন করার সময় কাজে লাগবে।
ধন্যবাদ
এখান দেখুন কিভাবে কয়েনবেস অ্যাকাউন্ট খুলবেন