ফেসবুক নামটি আমরা কে না শুনেছি। ছোট থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকলেই ফেসবুক সম্পর্কে জানে। আর আমরা অনেকেই আছি যাদের একদিন ফেসবুক ব্যাবহার না করলে ভালোই লাগে না।
ফেসবুক হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। এবং এটি বিশ্বব্যাপি রাজত্ব করছে।
ফেসবুক থেকে ইনকাম
আপনি কি জানেন এই জনপ্রিয় মাধ্যম টি ব্যাবহার করে মানুষ হাজার হাজার টাকা ইনকাম করেছ।
আমরাতো শুধু ফেসবুক দিয়ে পোস্ট করি চ্যাটিং করি কিন্তু আমরা অনেকেই জানি না যে ফেসবুকের মাধ্যমেও হাজার হাজার টাকা ইনকাম করা যায়।
আজকের এই আর্টিকেলে আমি ফেসবুক থেকে ইনকাম করার কিছু উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশাকরি পোস্ট টি মনোযোগ দিয়ে সম্পূর্ণ পড়বেন।
বর্তমান সময়ে সবকিছুই অনলাইন ভিত্তিক। তাই সকলেই অনলাইনের দিকেই ঝুঁকছে। তাই আমরা চাই যেন সেই অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারি ।
বর্তমান যুগে অনলাইনে ইনকাম করার শত শত উপায় আছে তার মধ্যে ফেসবুক অন্যতম একটি উপায়।
ফেসবুককে বিভিন্ন ভাবে ব্যাবহার করে আমরা ইনকাম করতে পারি। তাহলে চলুন আমরা জেনে নেই কিভাবে ফেসবুক থেকে ইনকাম করতে পারি।
ফেসবুক থেকে ইনকাম করার উপায়।
ফেসবুক হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম। আর এই এতো জনপ্রিয়তার কারণেই আজকে এই ফেসবুক সামাজিক
যোগাযোগের মাধ্যমের সাথে সাথে অনলাইনে ইনকাম করার একটি সহজ মাধ্যম হিসেবে দাঁড়িয়েছে।
বর্তমান সময়ে অনলাইনে ইনকাম করার যতগুলো মাধ্যম রয়েছে তার মধ্যে ফেসবুক থেকে ইনকাম হলো অন্যতম সহজ একটি মাধ্যম।
আমরা সকলেই অযথা ফেসবুকে সময় নষ্ট করি । কিন্তু যারা নিজের ক্যারিয়ারের কথা চিন্তা করে তারা অবশ্যই জানতে আগ্রহী হয়
যে কিভাবে ফেসবুক থেকেও ইনকাম করা যায়। এবং তারা সে অনুযায়ী কাজ করে নিজের ক্যারিয়ারকে গড়ে তুলছেন। তাহলে জেনে নেই ফেসবুক থেকে ইনকাম করার কয়েকটি উপায় সম্পর্কে।
১.ফেসবুক পেইজ থেকে ইনকাম
(earn money from Facebook page)
ফেসবুক পেইজ থেকে ইনকাম করার উপায় সম্পর্কে জানার আগে সংক্ষেপে জেনে নেই ফেসবুক পেইজ কী? নিশ্চয়ই আমাদের সকলেরই একটি ফেসবুক একাউন্ট রয়েছে।
কিন্তু হয়তো সকলেরই ফেসবুক পেইজ নেই। ফেসবুক পেইজ হলো ফেসবুক একাউন্টের অধিনে থাকা আরেকটি একাউন্ট।
যা আপনার নিজস্ব বিসনেস বা ব্র্যান্ড অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরি যেমন: Business, public figure, personal blog, video creator, Actress ইত্যাদি
বিভিন্ন ক্যাটাগরীর হতে পারে। আপনি আপনার প্রয়োজন অনুযায়ী যেকোনো ক্যাটাগরির পেইজ তৈরি করতে পারবেন।
ফেসবুক থেকে ইনকাম করার একটি সহজ উপায় হলো ফেসবুক পেইজের মাধ্যমে ইনকাম করা ।
আপনার যদি একটি ফেসবুক পেইজ থাকে এবং সেখানে হাজার হাজার ফলোয়ার থাকে তাহলে আপনি সেই পেইজে কে মনিটাইজ করে বা বিভিন্ন উপায়ে ইনকাম করতে পারবেন। যা বর্তমান সময়ে হাজার হাজার মানুষ করে আসছে।
ফেসবুক পেইজ থেকে ইনকাম করার জন্য ফেসবুকের কিছু Rules বা নিয়ম রয়েছে যেগুলো অনুসরণ করে ফেসবুক পেইজ কে মনিটাইজেশন করা যায়।
তাছাড়া আপনাকে অবশ্যই কিছু প্রাথমিক কাজ করে নিতে হবে যেমন:
১. প্রথমেই আপনাকে একটি নির্দিষ্ট নিশ বা টপিক সিলেক্ট করে নিতে হবে যাকে কেন্দ্র করে আপনি পোস্ট বা ভিডিও তৈরি করবেন।
২.আপনাকে রেগুলার পোস্ট করতে হবে। এতে করে আপনার পেইজের ভিজিটর এবং জনপ্রিয়তা বৃদ্ধি পাবে।
৩. আপনাকে আপনার পেইজের ফলোয়ারের সংখ্যা বৃদ্ধি করতে হবে।
2.ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম
Earn money by upload video in Facebook
আমরা সকলেই ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে থাকি। এবং ভিডিও দেখার সময় শুরুতে বা মাঝখানে বিভিন্ন এড দেখে থাকি।
ঠিক তেমনি ইউটিউবের মতো ফেসবুকে ভিডিও আপলোড করে বিভিন্ন Advertising এর মাধ্যমে আমরা ইনকাম করতে পারি।
আপনি যদি একজন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হন তাহলে ফেসবুকের এ প্রোগ্রামটি আপনার দারুন কাজে দিবে। বিভিন্ন কপিরাইট ফ্রি ভালো কোয়ালিটির
ভিডিও ফেসবুকে আপলোড করে খুব সহজেই রয়্যেলটি ইনকাম জেনারেট করতে পারবেন। তার জন্য আপনাকে ফেসবুক Advertising পলিসি মেনে ভিডিও তৈরি ও আপলোড করতে হবে।
ফেসবুকের ভিডিওতে বিজ্ঞাপন বা In Stream ad দেখানোর জন্য তাদের কিছু শর্ত রয়েছে যেগুলো পূরণ করতে পারলে আপনার ভিডিওতে In Stream ad প্রদর্শন করবে। তাদের শর্তগুলোর মধ্যে রয়েছে:
১.আপনাকে আপনার ফেসবুক পেইজে ভিডিও আপলোড করতে।
২. অন্যের ভিডিও নিজের নিজের পেইজে আপলোড করতে পারবেন না। অর্থাৎ আপনাকে কপিরাইট ফ্রি ভিডিও আপলোড করতে হবে।
২. আপনার পেইজের ফলোয়ারের সংখ্যা কমপক্ষে ১০০০০ হতে হবে।
৩. ভিডিও গুলো কমপক্ষে ৩ মিনিটের হতে হবে।
৪.গত ৬০ দিনে ৬০০০০০ মিনিট টোটাল ভিউ থাকতে হবে। এক্ষেত্রে বোস্ট বা পেইড ভিউ গননা করা হবে না।
৫. আপনার বয়স ১৮ হতে হবে।
৬. ফেসবুকের In Stream ad পলিসি মেনে কাজ করতে হবে।
ফেসবুক In Stream ads দ্রুত Eligible করার টিপস।
ফেসবুকে ভিডিও আপলোড করে ইনকাম করার জন্য আপনাকে অবশ্যই ফেসবুক In Stream ads প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে ।
তার জন্য কিছু শর্ত আপনাকে পূরণ করতে হবে। আপনি যাতে সহজে এবং খুব দ্রুত এসব শর্তগুলো পূরণ করতে পারেন তার জন্য ফেসবুক কর্তৃপক্ষ কিছু টিপস উল্লেখ করেছেন। তার মধ্যে কয়েকটি টিপস হলো:
1.নিয়মিত ভিডিও আপলোড করুন:
নিয়মিত কন্টেন্ট পাবলিশ করা হলো আপনার পেইজের ভিউ এবং ফলোয়ার বৃদ্ধির জন্য একটি প্লাস পয়েন্ট।
তাই আপনি চেষ্টা করবেন প্রতিদিন অথবা প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময়ে ভিডিও আপলোড করতে।
এতে করে আপনার ভিডিও দেখার জন্য তারা আগ্রহে থাকবে। প্রতিদিন দেখার চেষ্টা করবে।
এতে করে আপনার ভিডিওর ভিউ এবং ফলোয়ারের সংখ্যা উভয়ই বৃদ্ধি পাবে। আর আপনি সহজেই ফেসবুক In Stream ads প্রোগ্রামে অংশগ্রহণের শর্তাবলী পূরণ করতে পারবেন।
2.Analyze your audience:
ফেসবুক ক্রিয়েটর স্টুডিও লয়্যেলটি ইনসাইড দিয়ে আপনি আপনার অডিয়েন্স বা ভিজিটরদের analyze বা বিশ্লেষণ করতে পারবেন।
এতে করে আপনি বুঝতে পারবেন দর্শকদের কেমন ভিডিও পছন্দ এবং আপনার ভিডিওর প্রতি তাদের আগ্রহ কেমন।
আপনার কোন ভিডিও গুলো তাদের কাছে পছন্দ। এ বিষয় গুলো analyze. করে আপনি সেরকম কোয়ালিটির ভিডিও তৈরি করার চেষ্টা করুন।
3. দর্শকদের কমেন্ট বা প্রশ্নের উত্তর দিন:
আপনার আপলোড করা ভিডিও গুলো দেখে অনেকেই তাদের অনুভূতি গুলো কমেন্ট করে জানাতে পারে বা বিভিন্ন প্রশ্ন করতে পারে।
তাই আপনি সবসময় চেষ্টা করবেন খুব দ্রুতই কমেন্ট বা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এতে করে খুব সহজেই আপনার এবং অডিয়েন্সের সাথে একটা অন্যরকম সম্পর্ক সৃষ্টি হবে।
তাদের কমেন্ট গুলোর উত্তর দেওয়ার ফলে তারা বেশি বেশি করে কমেন্ট করবে । এতে করে আপনি আপনার অডিয়েন্সের চাহিদা
সম্পর্কেও একটা ধারনা পেয়ে যাবেন। তাছাড়া তাদের কমেন্ট বা প্রশ্নের মাধ্যমে আপনি আপনার ভ ভিডিও তৈরির টপিক সম্পর্কেও আইডিয়া খুঁজে পাবেন।
4. আপনার ভিডিও লিংক অন্যান্য প্লাটফর্মে শেয়ার করুন:
ফেসবুক ছাড়াও আরো শত শত সোসিয়াল মিডিয়া প্লাটফর্ম রয়েছে। এবং সেখানে রয়েছে কোটি কোটি ইউজার।এখন আপনি যদি আপনার ভিডিও লিংক অন্যান্য
সোসিয়াল মিডিয়া প্লাটফর্মে শেয়ার করেন তাহলে সেখান থেকেও অনেক দর্শক পেয়ে যাবেন। এতে করে আপনার ভিডিওটি খুব কম সময়েই কোটি কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবেন।
৩. এ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম
Earn money by affiliate marketing bangla
ফেসবুক থেকে ইনকাম করার আরেকটি সেরা উপায় হলো affiliate marketing,. আ্যাফেলিয়েট মার্কেটিং সম্পর্কে আমরা সকলেই কমবেশি জানি। আ্যাফেলিয়েট মার্কেটিং হলো
কোনো একটা কোম্পানির পন্য অনলাইনে আ্যফিলিয়েট লিংকের মাধ্যমে বিক্রি করা। আপনি যদি নির্দিষ্ট একটি পন্য বিক্রি করতে পারেন তাহলে সেখান থেকে আপনি কমিশন পাবেন।
বর্তমান সময়ে অনলাইনে বেচা কেনার হার ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব বিভিন্ন কোম্পানি তাদের পন্যের বিক্রয়ের হার বৃদ্ধির জন্য affiliate program সংযুক্ত করেছেন।
যার ফলে যেকেউ এই affiliate program এ অংশগ্রহন করে বিনা পুঁজিতে অনলাইনে ইনকাম করে থাকে।
বর্তমান সময়ে অনেক জনপ্রিয় অনলাইন কোম্পানি রয়েছে যেখানে affiliate programএর সুবিধা রয়েছে যেমন: DARAZ, BD SHOPE, AMAZON, E-BAY ইত্যাদি ।
এখন আপনার যদি জনপ্রিয় একটি ফেসবুক পেইজ থেকে থাকে তাহলে আপনি এসব অনলাইন কোম্পানির affiliate program এ অংশগ্রহন করে আপনার টার্গেটেড পন্য বাছাই করে পেইজে লিংক দিয়ে দিতে পারেন।
এতে করে যখন কেউ আপনার লিংকে ক্লিক করে কোনো একটা পন্য ক্রয় করে তাহলে আপনি সেখানে থেকে একটা কমিশন পাবেন। এভাবে আপনার লিংক থেকে যতগুলো পন্য বিক্রি হবে
প্রত্যেকটি থেকেই নির্দিষ্ট পরিমাণ একটা কমিশন পাবেন। মূলত এভাবেই অ্যাফিলিয়েট মার্কেটাররা মাসে হাজার হাজার টাকা ইনকাম করে থাকে।
৪. ফেসবুকের মাধ্যমে পন্য বিক্রি করে ইনকাম:
Earn money by sell your product
ফেসবুক হলো বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় একটি সামাজিক যোগাযোগ মাধ্যম। প্রায় প্রত্যেকটি মানুষই প্রতিদিন কোনো না কোনো ভাবে ফেসবুক ব্যাবহার করে।
আর তাই বর্তমানে কোনো একটা পন্য ফেসবুকের মাধ্যমে খুব সহজেই কোটি কোটি মানুষের কাছে পৌঁছানো যায়।
এখন আপনার যদি নিজস্ব কোনো পন্য বা ব্যাবসা থাকে তাহলে আপনি এই ফেসবুকের মাধ্যমে মার্কেটিং করে অনলাইনে পন্য বিক্রি করতে পারবেন।
বাংলাদেশে প্রায় ৫কোঠির মতো ফেসবুক ব্যাবহারকারী রয়েছে। এখন আপনার একটি পন্য যদি এতো গুলো মানুষের কাছে পৌঁছায় তাহলে আপনার পন্যের বিক্রি অনেক গুন বেড়ে যাবে। বর্তমান সময়ে ফেসবুকের মাধ্যমে পন্য বিক্রি বেশ লাভ জনক একটি উপায়।
আপনার ফেসবুক পেইজে যদি হাজার হাজার লাইক ফলোয়ার থাকে তাহলে আপনি সেই পেইজকে ব্যাবহার করেই ইনকাম করতে পারবেন।
আপনার পেইজের লাইক ফলোয়ারের সংখ্যা যত বেশি হবে আপনার পন্য তত বেশি মানুষের কাছে পৌঁছাবে এবং ততবেশি বিক্রি হওয়ার সম্ভাবনা থাকবে।
৫.ফেসবুক পেইজ বিক্রি করে ইনকাম
বর্তমান সময়ে মার্কেটিং করার সবচেয়ে জনপ্রিয় এবং সহজ মাধ্যম হচ্ছে ফেসবুক। তাই সকল ব্যাবসায়ি বা উদ্যোক্তা তাদের তাদের ব্যাবসার সাফল্যের জন্য ফেসবুককে ব্যাবহার করছে।
এখন আপনার কাছে যদি একটি ফেসবুক পেইজ থেকে থাকে এবং সেখানে হাজার হাজার বা লাখ লাখ ফলোয়ার থাকে তাহলে আপনি আপনার পেইজ বিক্রি করে লাখ টাকা উপার্জন করতে পারবেন।
এখন হয়তো আপনি বলতে পারেন এইসব পেইজ কে কিনবে বা কেন কিনবে? আমি আগেই বলেছি মার্কেটিং করার জন্য ফেসবুক হলো বর্তমান সময়ে জনপ্রিয় একটি মাধ্যম।
এমনো অনেক কোম্পানি রয়েছে যেগুলো সম্পর্কে আমরা কিছুই জানি না এইসব কোম্পানি তাদের প্রচার প্রচারনা বা মার্কেটিং করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে
তার মধ্যে একটি হলো ফেসবুক পেইজের মাধ্যমে মার্কেটিং। তাই তারা আপনার এই জনপ্রিয় পেইজটি টাকার বিনিময়ে কিনবে। একটি ভালো ফেসবুক পেইজের মূল্য ৫০০০০ থেকে লাখ টাকা পর্যন্ত হতে পারে।
৬.লাইক ফলোয়ার এবং শেয়ার বিক্রি করে ইনকাম Earn money by Facebook like follower and share sell.
বর্তমান সময়ে ফেসবুক লাইক ফলোয়ার এবং শেয়ার বিক্রি করেও ইনকাম করা সম্ভব। আপনি যদি একটি ফেসবুক পেইজের মালিক হন এবং সেখানে হাজার হাজার লাইক ফলোয়ার থাকে তাহলে আপনার ঐ পেইজ থেকেই ইনকাম করতে পারবেন।
অনলাইনে অনেক ওয়েব সাইট রয়েছে যারা কিনা এইসব লাইক ফলোয়ার বিক্রির অফার দিয়ে থাকে। তাছাড়া অনেক ব্লগার রয়েছে যারা তাদের ব্লগের ভিজিটর বাড়ানোর জন্য তাদের থেকে টাকার বিনিময়ে ভিজিটর নিয়ে থাকে।
শেষ কথা:
ফেসবুক হলো বিশাল এক যুগান্তকারী মাধ্যম। যার সঠিক ব্যাবহারের মাধ্যমে বিশ্বের সাথে সাথে নিজের জীবন ধারাকে ও পরিবর্তন করা সম্ভব। উপরে বর্ণিত উপায় গুলো ছাড়াও আরো অনেক উপায় রয়েছে
যেগুলোর মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা সম্ভব। আজ এই পর্যন্তই । পোস্টটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আপনার মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ