ব্যাকলিঙ্ক তৈরি করা Search Engine Optimization করার ক্ষেত্রে খুবই গুরত্তপুর্ন একটি কাজ।
মনে করেন, যদি কোন ওয়েব সাইটে আপনার ওয়েব সাইটের লিং শোকরে বা থাকে তখন তাকে ব্যাকলিঙ্ক বলে।। আপনার সাইটটি কতটি সাইটের সাথে লিঙ্ক করা আছে তা দ্বারা গুগল মামা আপনার সাইটটি কতটা Popular তা বুঝতে পারে। তাই আপনি সব সময় চাইবেন বিভিন্ন সাইটে যেন আপনার ব্যাকলিঙ্ক তৈরি হতে থাকে।
কিভাবে ব্যাকলিঙ্ক তৈরি করবেনঃ
ব্যাকলিঙ্ক তৈরি করার জন্য বিভিন্ন ব্লগ সাইটে গেস্ট পোস্ট করতে থাকুন তাহলে আপনার ভিজিটর, ব্যাকলিঙ্ক দুটিই বাড়বে।
বিভিন্ন Social Network সাইটে আপনার সাইটের নামে পেজ খুলে পোস্ট লিঙ্ক শেয়ার করতে পারেন। তাছাড়াও বিভিন্ন ব্লগ ও ফোরাম সাইটেও আপনি আপনার সাইটের লিঙ্ক দিয়ে মন্তব্য করতে পারেন, এতে আপনার খুব সহজেই ব্যাকলিঙ্ক তৈরি হয়ে যাবে।
তবে লিঙ্ক যেকোনো সাইটে দেওয়ার আগে দেখে নিবেন সাইটটি কি Dofollow নাকি Nofollow। সাইট এডমিন যদি সাইট তৈরি করার সময় Nofollow দিয়ে থাকেন তাহলে আপনার ব্যাকলিঙ্কটি গুগলে গণনা করবে না। তবে Nofollow সাইটেও লিঙ্ক শেয়ার করলেও সমস্যা নেই, কারণ গুগলে কাউন্ট না করলেও লিঙ্কটি দ্বারা আপনি কিছু এক্সট্রা ভিজিটর পেয়ে যাবেন আপনার সাইটের জন্য।
তবে লিঙ্ক শেয়ার করতে গিয়ে কোন ভাবেই স্পামিং করবেন না, স্পামিং করে লিঙ্ক বিল্ড করলে সকলেই আপনার সাইটটি সম্পর্কে বিরূপ মন্তব্য করতে পারে।
কিভাবে পাবেন ব্যাকলিংক:
ইন্টারনেট এ পাওয়া যায় না এমন কিছুই নেই । তাই আপনার ব্যাকলিংক ও খুজে পাবেন ইন্টারনেটেই।আসুন দেখে নেই কিভাবে কিভাবে আপনি ব্যাকলিংক পাবেন আপনার ওয়েব সাইটের জন্য
- ব্লগিং এর মাধ্যমে
- ফোরাম পোষ্টের মাধ্যমে
- প্রেস রিলিজের মাধ্যমে।
- আর্টিকেল এর মাধ্যমে
- ডাইরেক্টরিতে ওয়েব সাইট সাবমিট এর মাধ্যমে
- ওয়েব সাইটে এড দেয়ার মাধ্যমে
- ফোরামে কমেন্ট করার মাধ্যমে
- লিংক এক্সচেন্জ এর মাধ্যমে
- অন্যের ব্লগে কমেন্ট করার মাধ্যমে
- ব্যাকলিংক কেনার মাধ্যমে। ( পেড ব্যাকলিংক) ইত্যাদি
One Comment
Pingback: কীওয়ার্ড নির্বাচন - বেস্টআর্নআইডিয়া.কম