ইমুর গ্রুপ কল কি ভাবে ডিলিট করবেন।
প্রায় সময় আপনার বন্ধুরা আপনাকে ইমুর গ্রুপে আপনাকে অ্যাড করে দেয়।
এতেকরে আপনাকে অনেক প্রবলেমে পড়তে হয়।
মনে করেন আপনাকে যেই গ্রুপে আপনাকে অ্যাড করে সেই গ্রুপে ৪০ থেকে ৮০ জন কে নিয়ে গ্রুপটা তৈরি করল। আর যখন আপনাকে সেই গ্রুপে অ্যাড করবে তখন সেই ৪০ থেকে ৮০ জনের বিতরে কেউ কল দিলে আপনার এখানে কল আসবে। এই ভাবে আপনাকে ভিবিন্ন সমস্যার সমুক্ষিন হতে হয়।
তাহলে চলুন কিভাবে বিরক্ত কর গ্রুপ কল ডিলিট করবেন।
প্রথমে আপনার ইমু অ্যাপসটা অপেন করুন।
তার পর নিচের ছবির মতন নামের উপর ক্লিক করুন।
তার পর আবার উপরের নামের উপর ক্লিক করুন নিচের ছবির মতন।
তার পর আবার উপরের তিনটা ডট এর উপর ক্লিক করুন নিচের ছবির মতন।
তার পর আবার উপরের Leave এ ক্লিক করুন নিচের ছবির মতন।
তার পর Yes এ ক্লিক করুন নিচের ছবির মতন।
আপনার কাজ শেষ।
ধন্যবাদ ।
কোন প্রবলেম হলে জানাবেন।