HSC ICT Learning :কম্পিউটার বেসিক
1. ফ্রেম কী?
উত্তরঃ প্রতিটি HTML ডকুমেন্ট ফ্রেম বলা হয়।
2. ফ্রেম সেট কী?
উত্তরঃ উইন্ডোতে কীভাবে ফ্রেম বিভক্ত করা হবে তা নির্ধারণ করতে “ফ্রেম সেট” ট্যাগ ব্যবহার করা হয়।
3. ফ্রেম ট্যাগ কী?
উত্তরঃ HTML ডকুমেন্ট প্রতিটি ফ্রেমের মধ্যে কী রাখা হবে তা “ফ্রেম” ট্যাগ ব্যবহার করে নির্ধারণ করা হয়।
4. হেডিং ট্যাগ কী?
উত্তরঃ HTML হেডিং ট্যাগের মাধ্যমে ফন্টকে বড় বা ছোট রূপ দেয়া যায়। এখানে ৬টি হেডিং ট্যাগ ব্যবহার করা যায়। হেডিং ১ হচ্ছে সবচেয়ে বড় এবং এর ক্রমান্বয়ে হেডিং ৬ সবচেয়ে ছোট।

5. ওয়েব সাইট পাবলিশিং কী?
উত্তরঃ কোনো ওয়েব সাইটকে ইন্টারনেটের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়াকে ওয়েবসাইট পাবলিশিং বলে।
6. পরিকল্পনা অনুযায়ী ওয়েব সাইটকে তৈরি করাকে কী বলে?
উত্তরঃ পরিকল্পনা অনুযায়ী ওয়েব সাইটকে ডিজাইন করাকে ওয়েব ডিজাইন বলে।
উত্তরঃ ওয়েবসাইটকে তৈরি হয় ওয়েব পেজ নিয়ে।
8. তিনটি লিখ?
উত্তরঃ তিনটি জনপ্রিয় ব্রাউজারের নামঃ
১. গুগোল ক্রম
২. মজিলা ফায়ার ফক্স
৩. অপেরা
উত্তরঃ ওয়েব সার্ভার হলো বিশেষ ধরণের হার্ডওয়্যার ও সফটওয়্যারকে বুঝায় যার সাহায্যে ঐ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়।
10. Search কী?
উত্তরঃ ওয়েব পেইজ থেকে কোন কিছু খোঁজাকে Search বলে।