ICT ও কম্পিউটার নিয়ে ১০০+ প্রশ্ন এবং উত্তর।
-
অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- উত্তরঃ ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি)।
-
কম্পিউটারের ব্রেইন হলো- উত্তরঃ Microprocessor।
-
আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- উত্তরঃ John von Neumann;কম্পিউটারের জনক বলা হয়-চার্লস ব্যাবেজ কে।
-
কম্পিউটারের আবিস্কারক- উত্তরঃ হাওয়ার্ড অ্যইকেন।
-
আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- উত্তরঃ ফটো লিথোগ্রাফী।
-
কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- উত্তরঃ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট।
-
কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- উত্তরঃ হার্ডওয়্যার।
-
কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- উত্তরঃ হার্ডওয়্যার ও সফটওয়্যার।
-
কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- উত্তরঃ প্রোগ্রাম।
-
কম্পিউটার ভাইরাস ? উত্তরঃ একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
-
ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- উত্তরঃ টেলিমেডিসিন।
-
নাফিস বিন সাত্তার- উত্তরঃ বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন।
-
কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায়? উত্তরঃ প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল।
-
মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- উত্তরঃ এসেম্বলি।
-
বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস? উত্তরঃ ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আমন্ত্রণ করে।
-
. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- উত্তরঃ ওয়াইম্যাক্স।
-
প্রম ল্যাপটপ কম্পিউটার- উত্তরঃ এপসন, ১৯৮২।
-
কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- উত্তরঃ বাস।
-
উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ? উত্তরঃডেটাবেস।
-
ওরাকল- উত্তরঃ একটি ডেটাবেস সফটওয়্যার।
-
ডেটাবেস সফটওয়্যার এর জন্ম তারিখ হলো? উত্তরঃ একটি ফিল্ড।
-
পাওয়ার অপেন- উত্তরঃ একটি অপারেটিং সিস্টেম।
-
প্রম সফল কম্পিউটার বাজারে আসে? উত্তরঃ ১৯৭৬ সালে।
-
কম্পিউটার ভাইরাস হলো একটি? উত্তরঃ ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
-
কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ।
-
মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত।
-
প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের।
-
হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি।
-
বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক।
-
প্র ম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান।
-
লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স।
-
পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য।
-
সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ।
-
ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম।
-
কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ, গঅঘ, ডঅঘ।
-
তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি।
-
বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে।
-
বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে।
-
কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
-
ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার।
-
স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস।
-
সরোবর্ণ- জাপানের অ্যবাকাস।
-
ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা; ৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি।
-
কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system।
-
Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ।
-
বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX।
-
Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে।
-
Visual Basic এর Project এ ব্যবহৃত Object-উত্তরঃ Procedure।
-
E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয়? -উত্তরঃ Top Level Domain (TLD)।
-
LAN Ges LAN Topology-উত্তরঃ BUS, STAR, RING।
-
Flash প্রোগ্রামের ভিত্তি Timeline।
-
সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন? উত্তরঃ ১৯৯১ সালে।
-
১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- উত্তরঃ মার্ক এড্রিসন।
-
ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয়? – উত্তরঃ লগ ইন।
-
Dial up internet connection- উত্তরঃ এ টেলিফোন লাইন প্রয়োজন।
-
টেলিফোন আবিস্কৃত হয়?- উত্তরঃ আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
-
Zoom out— উত্তরঃ image ছোট করা।
-
Gray scale ইমেজকে সাদা- উত্তরঃ কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড।
-
. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান- উত্তরঃ প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন।
-
সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় – উত্তরঃ Apple Macintosh কম্পিউটারে।
-
ইন্টারনেটের জনক- উত্তরঃ ভিন্টন গ্রে কার্ফ।
-
ডিজিটাল ক্যামেরার জনক- উত্তরঃ স্টিভেন জে সিসোন (যুক্তরাষ্ট্র)।
-
ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক- উত্তরঃ জন শেফার্ড ব্যারন।
-
মাইμোসফট এর জনক- উত্তরঃ বিল গেটস (১৯৭৫)।
-
ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক- উত্তরঃ টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১)।
-
মোবাইল ফোনের জনক- উত্তরঃ মার্টিন কুপার (যুক্তরাষ্ট্র, ১৯৭৩)।
-
ইয়াহু’র জনক- উত্তরঃ জেরি ইয়াং (তাইওয়ান) ও ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র), ১৯৯৫।
-
গুগল- এর জনক- উত্তরঃ সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র, ১৯৯৮)।
-
ফেসবুকের জনক- উত্তরঃ মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র, ২০০৪)।
-
টুইটারের জনক- উত্তরঃ জ্যাক ডোরসেই (যুক্তরাষ্ট্র, ২০০৬)।
-
ই-বুক এর জনক- উত্তরঃ মাইকেল এস হার্ট।
-
ই-মেইলের জনক- উত্তরঃ র্যা য়মন্ড স্যামুয়েল টমলিনসন (যুক্তরাষ্ট্র)।
-
উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- উত্তরঃ এর প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ (অষ্ট্রেলিয়া)।
-
কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক- উত্তরঃ নোরিও ওহগা (জাপান)।
-
কম্পিউটার মাউসের জনক- উত্তরঃ ডগলাস এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র)।
-
আধুনিক ল্যাপটপের জনক- উত্তরঃ বিল মোগারিজ।
-
সার্চ ইঞ্জিনের জনক- উত্তরঃ এলান এমটাজ।
-
কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের প্রতিষ্ঠাতা- উত্তরঃ স্টিভ জবস (সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র)।
-
পাঞ্চ কার্ডের উদ্ভাবক- উত্তরঃ জোসেফ ম্যারী জ্যাকুয়ার্ড।
-
লগারিদম এর উদ্ভাবক- উত্তরঃ জন নেপিয়ার।
-
বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?- উত্তরঃ লেডি অ্যাডা অগাস্টা
- ROM এর পূর্ণরূপ কী?উত্তর : Read Only Memory.
- ROM কাকে বলে? উত্তর : কম্পিউটারের স্থায়ী স্মৃতিকে ROM বলে।
- সুপার কম্পিউটারের উদ্ভাবক কে? উত্তর : সেসুর ক্রে।
- এক বাইট এর সমান কত? উত্তর : ৮ বিট।
- ল্যাপটপ কী? উত্তর : ছোট ধরনের কম্পিউটার।
- সফটওয়্যার কী? উত্তর : কম্পিউটারে ব্যবহৃত প্রোগ্রামসমূহকে সফটওয়্যার বলে।
- কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কার হয়? উত্তর : ১৯৭১ সালে।
- প্রথম বাণিজ্যিক ভিত্তিতে তৈরি ইলেক্ট্রনিক্স কম্পিউটারের নাম কী? উত্তর : UNIVAC.
- কম্পিউটারের ভাষা কী? উত্তর : গাণিতিক ও বৈদ্যুতিক।
- কম্পিউটারের প্রিন্টার লেজার জেট উদ্ভাবিত হয় কত সালে? উত্তর : ১৯৮৪ সালে।
- কখন সবপ্রথম মিনি কম্পিউটার তৈরি হয় ? ১৯৬৪ সালে
- বিশ্বের প্রথম কম্পিউটারের নাম কি ? পিডিপি-১
- কম্পিউটার চালু করলে কোন অংশ প্রথম কার্যকর হয় ? কম্পিউটারের রেজিস্টার অংশ প্রথম কার্যকর হয়
- নোভা-৩ কোন ধরনের কম্পিউটার ? এক ধরনের মিনি কম্পিউটার।
- কম্পিউটারের DPT এর পূর্ণ অভিব্যক্তি কি ? Dual Port Transreceiver (DPT)
- একটি কম্পিউটারের প্রধান অংশ কতটি ? কম্পিউটারের প্রধান অংশ ৩টি।
- ABC কি ? ১ম ইলেকট্রনিক কম্পিউটার ।
- মাইক্রো প্রসেসর তৈরি হয় কত সালে ও তৈরি করেন কোন কোম্পানি ? ১৯৭১ সালে, ইন্টেল কোম্পানি ।
- কম্পিউটারের আবিস্কারক কে ? হাওয়ার্ড এ্যাইকিন।
- HAL 9000 কি ? একটি অত্যাধুনিক কম্পিউটার।
- টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কি ধরনের চুম্বক ব্যবহৃত হয় ? স্থায়ী চুম্বক ।
- পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি তৈরি করে ? ১৯৮১ সালে, এপসন কোম্পানি।
- অ্যাপল’ কোম্পানির কম্পিউটারের নাম অ্যাপল করা হয়েছিল কেন ? অংশীদারদের একজন অ্যাপেল বাগানে কাজ করতো বলে ।
Share the post "ICT ও কম্পিউটার নিয়ে ১০০+ প্রশ্ন এবং উত্তর।"